নতুন নীল আকাশের খোঁজ পেলেন বিজ্ঞানীরা
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:02 Dec 2015 02:25:01 PM Wednesday

এতদিন সকলের ধারণা ছিল, নীল আকাশ শুধু পৃথিবীরই রয়েছে। তবে এবার জানা গেছে, অন্য গ্রহেও রয়েছে নীল আকাশের অস্তিত্ব। যা অনেকটা পৃথিবীর আকাশের মতোই!
সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয়ের জ্যোর্তি বিজ্ঞানীরা পৃথিবী থেকে ১০০ আলোকবর্ষ দূরে নক্ষত্রমণ্ডলীর মধ্যে একটি বামন নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত নতুন একটি গ্রহের সন্ধান পেয়েছেন। আর আবর্তনের সময় বামন নক্ষটির আলোয় নতুন এই গ্রহটিতে নীল আকাশের দেখা মিলেছে। গ্রহটির নাম দেওয়া হয়েছে ‘জিজে৩৪৭০বি’।
গ্রহটিতে নীল বাযুমন্ডলের এই সন্ধান জ্যোর্তি বিজ্ঞানীরা পেয়েছেন ‘রেলেইথ স্কারটিং’ নামক পদ্ধতিতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জিজে৩৪৭০বি-এর বায়ুমণ্ডল অত্যন্ত ঘন হওয়ায় এবং হাইড্রোজ়েনের উপস্থিতি থাকায়, তাতে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পৃথিবীর তুলনায় প্রায় ৪ গুণ বড় এই গ্রহটি দেখতে অনেকটা নেপচুনের মতো। তবে গ্রহটিতে প্রাণের উপস্থিতির আশা করছেন না বিজ্ঞানীরা। কেননা জিজে৩৪৭০বি গ্রহটি যে বামন নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে তা থেকে গ্রহটির দূরত্ব এতটাই কম যে, এর সর্বোচ্চ তাপমাত্রা ৩,৩০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়।
পৃথিবীর বাইরে নীল আকাশের সন্ধান সাম্প্রতিক সময়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাও জানিয়েছিল। সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ হিসেবে পরিচিত প্লুটো-তে পৃথিবীর মতোই নীল আকাশ রয়েছে বলে জানিয়েছে নাসা।
নাসার মহাকাশযান নিউ হরাইজন্স প্রায় ১০ বছর ধরে ৩০০ কোটি মাইল অতিক্রম করার পর এ বছরের ১৪ জুলাই প্লুটোর কাছাকাছি পৌঁছে গ্রহটির ছবি পাঠাতে শুরু করে। নিউ হরাইজন্সের পাঠানো ছবিতেই প্লুটো-তেও দেখা গেছে নীল আকাশ।
তথ্যসূত্র: মিরর
রাইজিংবিডি/ঢাকা/২ ডিসেম্বর ২০১৫/ফিরোজ
No comments:
Post a Comment