Wednesday, 23 December 2015

Tourism - Religious

Tourism - Religious

কদম রসুল দরগায় ৪ দিনব্যাপী ওরশ শুরু

হাসান উল রাকিব : রাইজিংবিডি ডট কম
Published:23 Dec 2015   06:57:20 PM   Wednesday   
কদম রসুল দরগাহ শরীফ

কদম রসুল দরগাহ শরীফ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : বন্দর উপজেলায় ঐতিহ্যবাহী কদম রসুল দরগাহ শরীফে ঈদে মিলাদুন্নী (স.) উপলক্ষে ৪ দিনব্যাপী ওরশ শুরু হয়েছে।

আজ বুধবার বিকেলে নবীগঞ্জ খাদেমপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশ নেন।

গত মঙ্গলবার থেকে কদম রসুল দরগাহ শরীফে ৪ দিনব্যাপী পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) উপলক্ষে ওরশ মোবারক শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে পবিত্র কদম মোবারক গোসল ও চাঁদর চড়ানো হবে। এ ওরশকে কেন্দ্র করে দরগাহ শরীফ ভক্তদের সমাগম ঘটেছে। দরগাহ এলাকার আশপাশে লোকজ মেলা বসেছে।

ইতিহাস মতে প্রায় ৮০০ বছর ধরে এ দরগাহ শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে ওরশ পালিত হয়ে আসছে। এ দরগাহ শরীফের ওরশ উপলক্ষে সরগম হয়ে ওঠে গোটা এলাকা। আগামী ২৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দরগাহ শরীফে মূল অনুষ্ঠান করা হবে।

এ দরগাহ শরীফে আখেরি নবী হযরত মোহাম্মদ (সা.) যে পাথরে বসে ওজু করতেন, সেই পাথরটিতে তার পায়ের ছাপ বসে ছিল। রাসুল (সা.) এর পদচিহ্ন খচিত পাথর খ- এ দরবারে সংরক্ষিত রয়েছে।


রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২৩ ডিসেম্বর ২০১৫/হাসান উল রাকিব/রিশিত

No comments:

Post a Comment