Sunday, 31 January 2016

Google owner for 1 minute =12000us$

১ মিনিটের গুগল মালিক হয়েই ১২ হাজার ডলার

টিপু : রাইজিংবিডি ডট কম
Published:01 Feb 2016   11:43:19 AM   Monday   ||   Updated:01 Feb 2016   11:46:57 AM   Monday
সন্ময় বেদ

সন্ময় বেদ

আন্তর্জাতিক ডেস্ক : সন্ময় বেদ হয়ে গেলেন এক মিনিটের গুগল-মালিক! এই মিনিটেই রীতিমত ছক্কা হাঁকালেন সন্ময়। আর এই ছক্কাতে (৬+৬) ১২ হাজার টাকা নিয়ে এলেন গুগল থেকে।

গত বছরের সেপ্টেম্বরে ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে ভারতীয় সন্ময় বেদ হঠাৎই দেখেন, ‘গুগল.কম বিক্রি আছে...!’ বিস্ময়ের অবকাশ মেলেনি তখনও। ১২ ডলার খরচ করে সন্ময় কিনেই ফেলেন সেই ডোমেন। কিন্তু ওয়েবমাস্টারের চাবিকাঠি হাতে আসার এক মিনিটের মধ্যেই মালিকানা চলে যায় ফের গুগলের হাতে। কারণ বিক্রির বিজ্ঞাপনটাই বাতিল করে দেয় তারা।

এর জন্য অবশ্য সন্ময়কে একেবারে খালি হাতে ফেরায়নি গুগল। এক মিনিটের মালিকানা বাবদ সংস্থার লভ্যাংশ থেকে ৬০০৬.১৩ ডলার দিয়েছে তারা। সন্ময় ঠিক করেন হঠাৎ করে পেয়ে যাওয়া মালিকানার অর্থ একটি স্বেচ্ছাসেবী সংস্থায় দান করে দেবেন। সেই মতো তার ইচ্ছার কথা গুগলকে জানান সন্ময়। ওই সংস্থাও ভাবতে পারেনি এমন কিছু করতে পারেন তাদের এক মিনিটের মালিক। খুশি হয়ে তারা ঠিক করে, প্রাক্তন মালিক দান করবেন বলে ঠিক করেছেন, তা হলে বর্তমান মালিকও দান করবেন। তবে সন্ময়ের হাত দিয়েই। অতএব তারা ঠিক করে ফেলে সন্ময়কে দ্বিগুণ অর্থ দেওয়া হবে।

গুগল গতকালই নিজেদের ব্লগে লিখেছে ‘সন্ময় বেদের কথাটা নিশ্চয় শুনেই থাকবেন। এক গবেষক এক মিনিটের জন্য গুগল কিনেছিলেন। আমরা প্রথমে ওকে পুরস্কার বাবদ ৬০০৬.১৩ ডলার দেওয়ার কথা ঘোষণা করি। কিন্তু যখন শুনি উনি সমস্ত অর্থই দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তখনই ঠিক করে ফেলি পুরস্কার অর্থ দ্বিগুণ করে দেওয়া হবে।’

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সন্ময় জানিয়েছেন, দেশের ১৮টি রাজ্যে ৪০৪টি ফ্রি-স্কুলে প্রায় ৪০ হাজার গরিব শিশুকে বিনামূল্যে পড়ায় এমন একটি সংগঠনকে ওই টাকা দান করবেন তিনি।

গুগলের এমন ক্রেতা আসলে সন্ময়ই প্রথম নন। আগেও গুগল বিক্রি হয়েছিল। তার মতো অনেকেই গুগল কিনেছিল এক মিনিটের জন্য। নিজেদের ডোমেনের নিরাপত্তা ব্যবস্থার তদারকির জন্য মাঝেমধ্যে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে গুগল। ব্রিটেন, পোল্যান্ড, জার্মানি, রোমানিয়া, ইজরায়েল, ব্রাজিল, আমেরিকা, চিন, রাশিয়া থেকে বহু গবেষক অংশ নেন প্রতিযোগিতায়।




রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৬/টিপু

Awarness of Zika virus

জিকা ভাইরাস থেকে সতর্ক থাকার উপায়

আফিফা খাতুন : রাইজিংবিডি ডট কম
Published:01 Feb 2016   12:04:50 AM   Monday   ||   Updated:01 Feb 2016   10:39:04 AM   Monday
জিকা ভাইরাস থেকে সতর্ক থাকার উপায়
আফিফা খাতুন : মশাবাহিত জিকা ভাইরাস জনমনে, বিশেষত আমেরিকার দেশগুলোয়, চরম আতঙ্ক তৈরি করেছে। এরই মধ্যে অন্তত ২৩টি দেশে এটি ছড়িয়ে পড়েছে। চরম উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ উপদ্রবকে ‘বিস্ফোরণ’ সমতুল্য হিসেবে অভিহিত করেছে। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতাও। তবে ভাইরাসটি যে একেবারেই অচেনা-নতুন, তা নয়; অন্তত সত্তর বছর পুরনো জিকার ইতিহাস। ডেঙ্গুর জন্য দায়ী এডিস (এডিস এজিপ্টি) মশাই এ ভাইরাসের বাহক। এখন পর্যন্ত জিকা-প্রতিরোধী কোনো টিকা আবিষ্কার করা সম্ভব হয়নি। এসব নিয়েই এই প্রতিবেদন।

নতুন পদক্ষেপ
জিকা শণাক্তকরণ প্রক্রিয়া জটিল। এখন পর্যন্ত এর কোনো চিকিৎসা নেই, তৈরি করা সম্ভব হয়নি কোনো প্রতিষেধকও। এ কারণে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াসহ বেশ কয়েকটি দেশে নারীদের কমপক্ষে আট মাস গর্ভধারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে ব্রাজিলে গর্ভপাত আইনত নিষিদ্ধ। কিন্তু জিকার প্রকোপ এড়াতে গর্ভপাতের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির স্থানীয় আইনজীবী, মানবাধিকারকর্মী ও বিজ্ঞানীদের একটি সংগঠন।

প্রতিরোধে করণীয়
আক্রান্ত এলাকায় ভ্রমণ করলে দিনের বেলায় ফুলহাতা পোশাক পরা উচিত। গায়ে মশারোধী ক্রিম মাখারও পরামর্শ দেন বিজ্ঞানীরা। এডিস মশা যেহেতু দিনে কামড়ায়, তাই দিনেও মশারি টানিয়ে ঘুমানো উচিত। আক্রান্ত ব্যক্তিকে মশারির ভেতর আলাদা রাখতে হবে। এছাড়া বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা, টব, টায়ার, ফুলদানি ইত্যাদিতে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এক কথায় ডেঙ্গু প্রতিরোধে যা যা করতে হয়, জিকা প্রতিরোধেও তা করতে হবে।

প্রত্যাশিত প্রতিষেধক
জার্নাল অব দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে এক প্রবন্ধে বিজ্ঞানীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে বলেছেন, ইবোলা ভাইরাসের মহামারী থেকে শিক্ষা নিতে হবে। তারা বলেন, ইবোলা ভাইরাস শুরুর দিকে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় সেটি ১১ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিতে পেরেছে।

গবেষক ডেনিয়েল লুসি এবং লরেন্স গস্টিন বলেন, ইবোলা ছড়িয়ে পড়ার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যবস্থা গ্রহণে অকৃতকার্য হয়েছে। জিকার ক্ষেত্রে এমন হলে এটিও বিস্ফোরকের মতো মহামারী আকারে ছড়িয়ে পড়বে। তারা আরো জানান, এর প্রতিষেধক তৈরিতে অন্তত দুই বছর লাগবে। আর বিশ্বব্যাপী সরবরাহ করতে চাইলে ১০ বছর লেগে যেতে পারে।

তথ্যসূত্র : সিডিসি (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন), ডব্লিউএইচও (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন), পিএএইচও (প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন)।

লেখক: শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান, জাতীয় বিশ্ববিদ্যালয়





রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

Book fair and prises

বইমেলায় যত পুরস্কার

ইয়ামিন : রাইজিংবিডি ডট কম
Published:30 Jan 2016   08:08:48 PM   Saturday   ||   Updated:31 Jan 2016   04:13:54 PM   Sunday
বইমেলায় যত পুরস্কার
নিজস্ব প্রতিবেদক : আগামী সোমবার বিকেল ৩টায় শুরু হবে অমর একুশে গ্রন্থমেলা।
এবারের বইমেলাকে ঘিরে নানা আয়োজন করেছে মেলা কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি স্টল বরাদ্দ ও সর্বোচ্চ বই প্রকাশেরও আশা প্রকাশ করছেন তারা। মেলা উপলক্ষে বিভিন্ন বিষয়ে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের ২০১৫ সালে প্রকাশিত বইয়ের মধ্যে সেরা বইয়ের জন্য প্রকাশককে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে। শিল্পমান বিচারে সেরা বই প্রকাশের জন্য তিনটি প্রতিষ্ঠানকে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে।

এ ছাড়া ২০১৫ সালে প্রকাশিত শিশুতোষ বইয়ের মধ্যে সর্বাধিক বই প্রকাশের জন্য ১টি প্রতিষ্ঠানকে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ এবং এ বছরের মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্য থেকে স্টলের নান্দনিক সাজসজ্জায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে ‘কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে।



রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৬/ইয়ামিন/রফিক

100tk prise NBond

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

নিয়াজ : রাইজিংবিডি ডট কম
Published:31 Jan 2016   07:46:00 PM   Sunday   ||   Updated:31 Jan 2016   08:00:29 PM   Sunday
১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক : ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৮২তম ড্র অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিকশনার (সার্বিক) মোহা. আনিছুর রহমানের সভাপতিত্বে কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ড্র কমিটির সচিব মাছুম পাটোয়ারী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম পুরস্কার পেয়েছে সব সিরিজের ০৮৩৯৮৫৭ নম্বর ও দ্বিতীয় পেয়েছেন ০৩৪৪১২২ নম্বর। তৃতীয় পুরস্কারের দুটি নম্বর হচ্ছে ০০০২৬৮৭ এবং ০২৭০৬৪২। চতুর্থ পুরস্কার ০০১৯৩৬৭ এবং ০৭৬৪২০৮।

প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৪২টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে।

প্রথম পুরস্কার বিজয়ী প্রত্যেকে ৬ লাখ ও দ্বিতীয় পুরস্কার বিজয়ী ৩ লাখ ২৫ হাজার টাকা করে পাবেন। এ ছাড়া তৃতীয় পুরস্কার বিজয়ীরা ১ লাখ, চতুর্থ পুরস্কার বিজয়ীরা ৫০ হাজার এবং পঞ্চম পুরস্কার বিজয়ীরা ১০ হাজার টাকা করে পাবেন।

এবারের ড্রয়ে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডগুলো থেকে ৪২টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট ১ হাজার ৯৩২টি পুরস্কার ঘোষণা করা হয়েছে।

ফলাফল দেখতে ক্লিক করুন…

http://www.risingbd.com/%E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4/145337

রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৬/নিয়াজ/রফিক

Meraj and cricket under 19 records

৮ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় মিরাজ!

ইয়াসিন : রাইজিংবিডি ডট কম
Published:31 Jan 2016   07:32:26 PM   Sunday   
৮ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় মিরাজ!
ক্রীড়া প্রতিবেদক, কক্সবাজার থেকে: কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রোববারের শেষ বিকেলটা আরেকটু রঙিন হতে পারত; যদি নাজমুল হোসেন শান্তর পর মেহেদি হাসান মিরাজেরও বিশ্ব রেকর্ড হত।

যুব দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ১১৩ রান করেন। এ ইনিংস খেলার পর শান্ত যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের দখলে নিয়ে নেন (৫৪ ম্যাচে ১৭৪৭)। পেছনে ফেলেন পাকিস্তানের ওপেনার সামি আসলামকে (৪০ ম্যাচে ১৬৯৫)।

মিরাজেরও আজ সুযোগ ছিল শীর্ষে যাওয়ার। তবে ব্যাটিংয়ে নয় বোলিংয়ে। বল হাতে যুব ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হতে মিরাজের প্রয়োজন মাত্র ২ উইকেট। ডানহাতি এ অফস্পিনারের উইকেট ৫২ ম্যাচে ৭২টি। শীর্ষে থাকা পাকিস্তানের ইমাদ ওয়াসিমের উইকেট ৭৩টি।

২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলে ৪৯ ম্যাচ খেলেছেন ইমাদ। দীর্ঘ ৮ বছর ধরে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হিসেবে এ রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ইমাদ। এবার বাংলাদেশি স্পিনারের দাপটে রেকর্ডটি হারাতেই হচ্ছে পাকিস্তানি স্পিনারকে।

এক উইকেট পেলেই ইমাদ ওয়াসিমকে ছুঁয়ে ফেলবেন মিরাজ। ২ উইকেট পেলেই বাজিমাত। রোববার বাহাতি স্পিনারকে ছাড়িয়ে যেতে ৩ উইকেটের প্রয়োজন ছিল মিরাজের। সে কাজটা খুব সহজেই করে ফেলতে পারতেন বাংলাদেশের প্রতিভাবান এ তুর্কী। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ডটি করতে পারেননি! ১ উইকেট নিয়ে স্বস্তি পেয়েছেন মিরাজ।

হোক না যুব ওয়ানডে; ব্যাটিং-বোলিং দুই বিভাগেই শীর্ষে বাংলাদেশি ক্রিকেটার! ভাবতেই ভালো লাগে। এখন শুধু ২ উইকেটের অপেক্ষা। হয়ত ২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষেই উৎসব করতে পারবে ক্রিকেটপ্রেমিরা।




রাইজিংবিডি/কক্সবাজার/৩১ জানুয়ারি ২০১৬/ইয়াসিন/আমিনুল

Book fair feb 2016

যেমন চাই প্রাণের বইমেলা

সাইফ : রাইজিংবিডি ডট কম
Published:31 Jan 2016   06:33:11 PM   Sunday   
অলংকরণ : অপূর্ব খন্দকার

অলংকরণ : অপূর্ব খন্দকার

সাহিত্য ডেস্ক : রাত পোহালেই অমর একুশে বইমেলা-২০১৬। এ বছরও মেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। প্রতি বছরের মতো এবারও রাইজিংবিডি বইমেলা নিয়ে বিশেষ আয়োজন করেছে ‘ফাগুনের মলাট’। কেমন হবে লেখক পাঠক ও প্রকাশকের প্রাণের বইমেলা- এ বিষয়ে রাইজিংবিডিকে মতামত জানিয়েছেন বিশিষ্ট কয়েকজন কবি ও লেখক।

মিনার মনসুর, কবি ও প্রাবন্ধিক
প্রথমত, শতভাগ নিরাপদ। লেখক, প্রকাশক, পাঠক শুধু নন- মেলায় আগত একটি মানুষও যাতে কোনোভাবে আক্রান্ত না হয়- তা অবশ্যই নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, নারী ও শিশুরা যাতে নির্ভয়ে, নিরাপদে ও স্বচ্ছন্দে মেলায় আসা-যাওয়া ও চলাফেরা করতে পারে- তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ধুলো ও শব্দ  দূষণ থেকে মুক্ত রাখতে হবে বইমেলাকে। হকার ও ভিক্ষুকদের উৎপাত বন্ধ করতে হবে। চতুর্থত, বইমেলা উপলক্ষে প্রতিদিন এত বই প্রকাশিত হয় যে, পাঠকের পক্ষে প্রয়োজনীয় বা পছন্দের বইটি খুঁজে পাওয়া বা চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। তাই বাংলা একাডেমি ও মেলার উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রকাশিত বইয়ের প্রচার উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি করতে হবে। এ জন্যে সংবাদমাধ্যমে নিয়মিত প্রেসবিজ্ঞপ্তি প্রচারের পাশাপাশি মেলাচত্বরে বেশকিছু ডিজিটাল বোর্ড স্থাপন করা যেতে পারে। এবারের ঢাকা ও কলকাতা বইমেলায় আমার মোট তিনটি বই প্রকাশিত হচ্ছে। পাঞ্জেরী পাবলিকেশন্সের সহযোগী প্রতিষ্ঠান অক্ষর-পত্র থেকে ‘নির্বাচিত কবিতা’ এবং কলকাতার আরম্ভ প্রকাশন থেকে নতুন কাব্যগ্রন্থ ‘পা পা করে তোমার দিকেই যাচ্ছি’ ইতোমধ্যে ছাপা হয়ে গেছে। কলকাতা বইমেলায় শেষোক্ত বইটির মোড়ক উন্মোচন হবে ৫ ফেব্রুয়ারি। নির্বাচিত রাজনীতিক প্রবন্ধ গ্রন্থ ‘আমার পিতা নয় পিতার অধিক’ প্রকাশ করছে নান্দনিক। সেটির কাজও চূড়ান্ত পর্যায়ে।

মাসুদুজ্জামান, কবি ও প্রাবন্ধিক
নিরাপদ বইমেলা চাই। একটু যেন স্বস্তির সঙ্গে ঘুরতে পারি, চাই সেই ধরনের খোলামেলা স্পেস। রাস্তার এপার-ওপার দুই প্রান্তের মেলায় চলাচল করতে গিয়ে যেন হুড়োহুড়ির বিড়ম্বনায় না পড়ি। লিটলম্যাগ চত্বরটায় যেনো আরেকটু স্পেস থাকে। তিনটি বই বের হচ্ছে আমার। একটা কবিতার আর অন্যদুটো গদ্যের। কবিতার বইটার নাম ‘মনপুঁথি’। এর বেশিরভাগই প্রেমের কবিতা। বাংলাদেশের সাহিত্য নিয়ে প্রবন্ধের বই একটা ‘রাষ্ট্র রাইফেল ও ব্যক্তিমানুষের বয়ান’। উত্তর-উপনিবেশবাদী পরিস্থিতিতে বাংলাদেশের সাহিত্যের চেহারাটা কেমন দাঁড়িয়েছে, এই বইতে সেটাই দেখার চেষ্টা করেছি। ‘বাংলাদেশ ও পশ্চিম বাংলার কবিতা : তুলনামূলক ধারা’ নামের আরেকটা গদ্যের বই। বাংলা কবিতার এই তুলনাটা এখন অব্দি অন্য কেউ করেননি।

মুজিব ইরম, কবি ও কথাসাহিত্যিক
বাংলা একাডেমি বইমেলা শুরু হচ্ছে, আমরা যারা লেখালেখি করি, তাদের কাছে এর চেয়ে আনন্দের সংবাদ আর কী হতে পারে! বইমেলায় আমার ৪টি বই প্রকাশিত হচ্ছে। চৈতন্য থেকে প্রকাশিত হচ্ছে কবিতার বই: ‘শ্রীহট্টকীর্তন’, বেহুলা বাংলা থেকে মুক্তিযুদ্ধের উপন্যাস, অবশ্য আমি বলি আউটবই: জয় বাংলা, বাংলা বই থেকে আত্মজৈবনিক আউটবই: এক যে ছিলো শীত ও অন্যান্য গপ, আর ধ্রুবপদ থেকে উপন্যাস সংকলন: মুজিব ইরম প্রণীত আউটবই সংগ্রহ। এ পর্যন্ত প্রকাশিত আমার ৩টি উপন্যাস: বারকি, মায়াপীর, বাগিচাবাজার সংকলিত হচ্ছে এই সংগ্রহে। বইগুলোর প্রচ্ছদ করেছেন শিল্পী আনওয়ার ফারুক ও শিল্পী ধ্রুব এষ। বইগুলো মেলার শুরুতেই প্রকাশিত হবে এবং তাদের নিজস্ব স্টলে পাওয়া যাবে বলে প্রকাশকগণ জানিয়েছেন। এবারের বইমেলা লেখক-পাঠকদের জন্য নিরাপদ হোক, উৎসবমুখর হোক, লেখক-পাঠকদের মিলন মেলায় পরিণত হোক এই কামনা করি।

ওবায়েদ আকাশ, কবি
আমরা সব সময়ই একটা সুস্থ সুন্দর পরিবেশে মেলা চাই। পাঠকও তাই চায়। মেলাকে সুষ্ঠু ও সুন্দর রাখার দায়িত্ব শুধু প্রশাসনেরই না। এর জন্য আমাদের মন-মানসিকতার পরিবর্তনও দরকার। সরকার সব কিছুতে পরিবর্তন আনতে পারবে না। মেলায় পরিধি বেড়েছে। প্রকাশক বেড়েছে এটা সুন্দর একটা দিক। তবে, ভরসার জায়গাটা তৈরি করতে হবে। প্রশাসনের কাজে আমাদের সহযোগিতা করতে হবে। ইত্যাদি প্রকাশনী থেকে ‘পাতাগুলি আলো’ নামের একটি কাব্যগ্রন্থ আসবে।

বীরেন মুখার্জী, কবি
গোটা ফেব্রুয়ারি মাসে মাথার ওপরে বাংলা অক্ষরের এক অনন্ত আকাশ ঝুলে থাকে। কোটি কোটি বাংলা বর্ণমালা সেই আকাশে সমুজ্জ্বল। বাঙালির এ এক অসামান্য উৎসব, অসামান্য মিলন মেলা। বইমেলা বাঙালি সংস্কৃতির অন্যতম একটি অনুষঙ্গ, ঐতিহ্যেরও পরিচায়ক। আমার মতে, বইমেলা হবে পাঠক-লেখক-প্রকাশকের মিলন ক্ষেত্র। কোনও রকম উদ্বেগ-উৎকণ্ঠা ছাড়াই বইমেলা চষে বেড়াবেন পাঠক। সাম্প্রতিক সময়ের কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে একুশে বইমেলার নিরাপত্তাহীনতাকেই সবার আগে সামনে আনে। এ জন্য বইমেলাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। বইমেলার ধুলো অব্যবস্থাপনা, দুই স্থানে মেলা নিয়েও নানা সমস্যার মুখোমুখি হতে হয়। বইমেলার ব্যবস্থাপনাকে সক্রিয় এবং কার্যকর দেখতে চাই। এ ছাড়া ঝিমানো কিংবা অকার্যকর প্রতিষ্ঠানকে একুশে বইমেলায় অংশগ্রহণের সুযোগ বন্ধ করা হোক। প্রতিবছর শ্রেষ্ঠ প্রকাশক-প্রতিষ্ঠান নির্বাচন করা হলেও লিটলম্যাগ নিয়ে কর্তৃপক্ষের কোনও চিন্তা-ভাবনা দেখা যায় না। সেরা লিটলম্যাগ পুরস্কার চালু করুক বাংলা একাডেমি- এটা প্রত্যাশা করি। এবার আমার অষ্টম কবিতাগ্রন্থ ‘হেমন্তের অকেস্ট্রা’ প্রকাশ করছে কবি প্রকাশনী। আলোঘর প্রকাশনা থেকে আসছে সম্পাদিত প্রবন্ধগ্রন্থ ‘বঙ্গবন্ধু : জ্যোতির্ময় মহাপুরুষ’, তাম্রলিপি প্রকাশ করছে ‘মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস মাগুরা জেলা’ এবং পুথিনিলয় আনছে প্রথম গল্পগ্রন্থ ‘পাগলী ও বুড়ো বটগাছ’। এছাড়া আমার সম্পাদিত ‘দৃষ্টি’র ১৫তম সংখ্যা আসছে ‘নব্বইয়ের দশকের নির্বাচিত ৩০ কবির কবিতা ও কবিতার মূল্যায়ন’ বিশেষ আয়োজন নিয়ে। 

আলতাফ শাহনেওয়াজ, কবি
বিগত বইমেলার স্মৃতি খুব সুখকর বলা যাবে না। গত বইমেলায় ব্লগার হত্যা নিয়ে সবার মনে বেশ আতংক বিরাজ করেছে। এই মেলায় সেসবের পুনরাবৃত্তি চাই না। আমরা চাই পাঠক আসুক। মনের আনন্দে ঘুরুক এবং বই কিনুক। মেলায় প্রতি বছর হাজার হাজার বই প্রকাশ হয়। বোদ্ধাপাঠকদের দেখতে হবে মানসম্মত বই কয়টি আসে। পাঠক চায় নির্বিঘ্নে মেলায় চলাচল করতে। মেলায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনকে তৎপর হতে হবে। আমাদেরকে সচেতন হতে হবে যেন মেলার সুন্দর পরিবেশ বজায় থাকে। এ বছর মেলায় আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আলাদিনের গ্রামে’ আসবে চৈতন্য প্রকাশনী থেকে।

জব্বার আল নাঈম, কবি ও প্রাবন্ধিক
একুশে বইমেলা বাঙ্গালির প্রাণের মেলা। এই মেলাকে কেন্দ্র করেই লেখক প্রকাশকের পদচারণায় মুখরিত হয় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। লেখক-প্রকাশক-পাঠকের মিলন কেন্দ্রে বিগত বছরে অপ্রীতিকর ঘটনা ঘটার উদাহরণ আমাদের সামনে আছে। দ্বিতীয়বার এমনটা আমরা কেউ প্রত্যাশা করব না। আয়োজকরা মেলার ভেতরে সুন্দর ও সুষ্ঠু পরিবেশ তৈরি করবেন। বাংলা একাডেমি এই আয়োজনকে চাইলে আন্তর্জাতিকভাবে উপস্থাপন করতে পারেন। আমাদের শিল্প-সাহিত্য, লেখক-প্রকাশকরা তাতে উজ্জীবিত হবেন। এতে করে বর্হিবিশ্বে প্রকাশকরা প্রকাশিত বই বাজারজাতকরণের জন্য বিশাল মার্কেট পাবেন। এ বছর মেলার বিভাস প্রকাশন থেকে ‘বিরুদ্ধ প্রচ্ছদের পেখম’ নামে একটি কবিতার বই আসবে।




রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৬/সাইফ

Suit - 18 way


জেনে নিন স্যুট পড়ার ১৮ নিয়ম

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:31 Jan 2016   06:36:23 PM   Sunday   
মডেল: তুর্য, ছবি: অপূর্ব খন্দকার

মডেল: তুর্য, ছবি: অপূর্ব খন্দকার

মনিরুল হক ফিরোজ :



১. স্যুট পরার পর এর শেষ বোতামটি সবসময় খোলা রাখুন। এর মাধ্যমে স্টাইল ফুটে উঠবে।
২. স্যুটের পরলে হাতে স্পোর্টস ঘড়ি পরবেন না। এতে স্টাইল হারাবে।
৩. যখন বসবেন তখন স্যুটের সবগুলো বোতাম খোলা রাখুন।


৮. স্যুটটি আপনর শরীরে পারফেক্ট ফিটিং হয়েছে কিনা, এটা বোঝার জন্য


স্যুটের ওপর ওভার কোট দিবে আরো বেশি কর্পোরেট লুক।










 http://www.risingbd.com/%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%9F-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%A7%E0%A7%AE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%AE/145316




রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৬/ফিরোজ