Saturday, 26 December 2015

Flood in South America

দক্ষিণ আমেরিকার চার দেশে বন্যায় গৃহহীন লক্ষাধিক মানুষ

শাহেদ : রাইজিংবিডি ডট কম
Published:27 Dec 2015   09:25:17 AM   Sunday   
দক্ষিণ আমেরিকার চার দেশে বন্যায় গৃহহীন লক্ষাধিক মানুষ
আন্তর্জাতিক ডেস্ক : বন্যার কারনে দক্ষিণ আমেরিকার চার দেশের ১ লাখেরও বেশি লোককে ঘর-বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। এল নিনোর প্রভাবে প্রবল বৃষ্টিপাতের কারণে এ আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলে শনিবার কর্মকর্তারা জানিয়েছেন।

বন্যায় আক্রান্ত দেশগুলো হচ্ছে প্যারাগুয়ে, উরুগুয়ে, ব্রাজিল ও আর্জেন্টিনা। এদের মধ্যে প্যারাগুয়ের অবস্থা বেশি খারাপ। রাজধানী আসুনসিয়ন থেকে প্রায় ৯০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। সরকার আসুনসিয়নে জরুরি অবস্থা জারি করেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, ঝড়ে গাছ পড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে নিহতের কোনো সংখ্যা জানানো হয়নি।

প্যারাগুয়ের জাতীয় জরুরি দপ্তর বলেছে, এল নিনোর সরাসরি প্রভাবে বন্যা দেখা দিয়েছে, যেটি বৃষ্টিপাতের মাত্রা ও বন্যা পরিস্থিতি প্রবল করেছে।

এদিকে উত্তর আর্জেন্টিনায় বন্যার কারণে প্রায় ২০ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে শনিবার দেশটির সরকার জানিয়েছে। কোরিয়েন্টিস এলাকার গভর্নর রিকার্ডো কলম্বি বলেন, ‘ আমরা বেশ কয়েকটি জটিল মাস পেতে যাচ্ছি, পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।’

জাতীয় মন্ত্রিসভার প্রধান মার্কোস পেনা জানান, দুর্যোগপ্রবণ এলাকায় ইতিমধ্যে ত্রান পাঠানো হয়েছে। ভবিষ্যতে এ ধরণের বন্যা যাতে না হয় সেজন্য অবকাঠামোগত উন্নয়নের জন্য নব নির্বাচিত প্রেসিডেন্ট মাউরিকিও মাকরি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

অপররদিকে উরুগুয়েতে প্রায় ৯ হাজার লোক ঘর-বাড়ি ছেড়ে চলে গেছে বলে জানিয়েছে দেশটির জরুরি দপ্তর। বন্যা পরিস্থিতি আরো কয়েকদিন অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে দপ্তরের কর্মকর্তারা।

ব্রাজিলের আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্তে বন্যার কারণে ঘর-বাড়ি ছেড়ে চলে গেছে ১ হাজার ৭৯৫ জন লোক। প্রেসিডেন্ট দিলমা রুসেফ বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন।




রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৫/শাহেদ

No comments:

Post a Comment