বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান বেড়েছে
বিডি
ইউএসএ
নিউজ
: 0
0 0
0
ভারত,
পাকিস্তান ও
নেপালের চেয়ে
বাংলাদেশের মানুষের জীবন
যাত্রার মান
বেড়েছে। দারিদ্র্য হার
কমার
ক্ষেত্রেও এ
দেশগুলোর চেয়ে
এগিয়ে
বাংলাদেশ। সাম্প্রতি মানব
উন্নয়ন
প্রতিবেদনে এসব
তথ্য
প্রকাশ
করেছে
ইউএনডিপি। অর্থনৈতিক উন্নয়নের সাথে
সামাজিক উন্নয়নেও ভারসাম্য রেখেছে
বলেও
মনে
করে
ইউএনডিপি।
ইউএনডিপির মানব উন্নয়ন সুচক রিপোর্ট অনুযায়ী ভারত ও পাকিস্তানের চেয়ে দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ। শিক্ষার হার বৃদ্ধি, কৃষির আধুনিকায়ন, নারী-পুরুষ বৈষম্য কমানোর ক্ষেত্রেও এগিয়েছে বাংলাদেশ। কম জাতীয় আয় এবং কম প্রবৃদ্ধি হওয়ার পরও বাংলাদেশের এসব খাতে যে অগ্রগতি তা উন্নত অনেক দেশেই পারেনি বলে মনে করে ইউএনডিপি।
ইউএনডিপি মানব উন্নয়ন সূচক প্রতিবেদনের পরিচালক সেলিম জাহান বলেন, স্বল্প প্রবৃদ্ধি ও স্বল্প মাথাপিছু আয় নিয়েও কিন্তু আমাদের অর্জন অনেক। আমি কতকগুলো সূচকের কথা বলতে চাই, যার মধ্যে অন্যতম হলো গড় আয়ু। যেখানে বাংলাদেশের গড় আয়ু ৭১ বছর আর ভারতের ৬৬ বছর ও পাকিস্তানের ৬৬ বছর।
তিনি আরো বলেন, আয়ের ক্ষেত্রেও আমরা ভারত এবং পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছি।
ইউএনডিপির সব শেষ জরিপ অনুযায়ী বাংলাদেশ মানুষের গড় আয়ু প্রায় ৭১ বছর। শিশুর শিক্ষা শুরুর গড় সময় ৫ বছর ৮ মাস। মাথাপিছু জাতীয় আয় ২ হাজার ৭‘শ ১৩ ডলার। সব মিলিয়ে বাংলাদেশের স্কোর দশমিক ৫৪৪। জীবন যাত্রার মানের দিক থেকে সবার উপরে থাকা নরওয়ের স্কোর দশমিক ৯৪৩। এসব মানব উন্নয়নের সুচকের অগ্রগতি বাংলাদেশকে স্থিতিশীল অর্থনীতির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে বলেও মনে করছে ইউএনডিপি।
ইউএনডিপি মানব উন্নয়ন সুচক প্রতিবেদনের পরিচালক সেলিম জাহান আরো বলেন, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি চোখে পড়ার মতো। প্রবৃদ্ধি বিভিন্ন খাতে বিভিন্ন জনগোষ্টির মাঝে সমভাবে বন্টিত হয়েছে। আমাদের আয়কে আমরা মানব উন্নয়ন সূচকে উন্নতি করতে পেরেছি যেটা ভারত ও পাকিস্তান পারেনি।
তবে জলবায়ু পরিবর্তনের ঝুকি বাংলাদেশের মানব উন্নয়নের এ ধারাবাহিকতাকে বাধাগ্রস্থ করতে পারে বলেও মনে করে ইউএনডিপি।
বিডি ইউএসএ নিউজ২৪.কম/সো/২৭ ডিসেম্বর ২০১৫
- See more at: http://bangladeshusanews24.com/golden-bangla/2015/12/27/20036#sthash.GJNVfb43.dpuf
বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান বেড়েছে

ভারত, পাকিস্তান ও নেপালের চেয়ে বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান
বেড়েছে। দারিদ্র্য হার কমার ক্ষেত্রেও এ দেশগুলোর চেয়ে এগিয়ে বাংলাদেশ।
সাম্প্রতি মানব উন্নয়ন প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে ইউএনডিপি।
অর্থনৈতিক উন্নয়নের সাথে সামাজিক উন্নয়নেও ভারসাম্য রেখেছে বলেও মনে করে
ইউএনডিপি।
ইউএনডিপির মানব উন্নয়ন সুচক রিপোর্ট অনুযায়ী ভারত ও পাকিস্তানের চেয়ে দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ। শিক্ষার হার বৃদ্ধি, কৃষির আধুনিকায়ন, নারী-পুরুষ বৈষম্য কমানোর ক্ষেত্রেও এগিয়েছে বাংলাদেশ। কম জাতীয় আয় এবং কম প্রবৃদ্ধি হওয়ার পরও বাংলাদেশের এসব খাতে যে অগ্রগতি তা উন্নত অনেক দেশেই পারেনি বলে মনে করে ইউএনডিপি।
ইউএনডিপি মানব উন্নয়ন সূচক প্রতিবেদনের পরিচালক সেলিম জাহান বলেন, স্বল্প প্রবৃদ্ধি ও স্বল্প মাথাপিছু আয় নিয়েও কিন্তু আমাদের অর্জন অনেক। আমি কতকগুলো সূচকের কথা বলতে চাই, যার মধ্যে অন্যতম হলো গড় আয়ু। যেখানে বাংলাদেশের গড় আয়ু ৭১ বছর আর ভারতের ৬৬ বছর ও পাকিস্তানের ৬৬ বছর।
তিনি আরো বলেন, আয়ের ক্ষেত্রেও আমরা ভারত এবং পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছি।
ইউএনডিপির সব শেষ জরিপ অনুযায়ী বাংলাদেশ মানুষের গড় আয়ু প্রায় ৭১ বছর। শিশুর শিক্ষা শুরুর গড় সময় ৫ বছর ৮ মাস। মাথাপিছু জাতীয় আয় ২ হাজার ৭‘শ ১৩ ডলার। সব মিলিয়ে বাংলাদেশের স্কোর দশমিক ৫৪৪। জীবন যাত্রার মানের দিক থেকে সবার উপরে থাকা নরওয়ের স্কোর দশমিক ৯৪৩। এসব মানব উন্নয়নের সুচকের অগ্রগতি বাংলাদেশকে স্থিতিশীল অর্থনীতির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে বলেও মনে করছে ইউএনডিপি।
ইউএনডিপি মানব উন্নয়ন সুচক প্রতিবেদনের পরিচালক সেলিম জাহান আরো বলেন, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি চোখে পড়ার মতো। প্রবৃদ্ধি বিভিন্ন খাতে বিভিন্ন জনগোষ্টির মাঝে সমভাবে বন্টিত হয়েছে। আমাদের আয়কে আমরা মানব উন্নয়ন সূচকে উন্নতি করতে পেরেছি যেটা ভারত ও পাকিস্তান পারেনি।
তবে জলবায়ু পরিবর্তনের ঝুকি বাংলাদেশের মানব উন্নয়নের এ ধারাবাহিকতাকে বাধাগ্রস্থ করতে পারে বলেও মনে করে ইউএনডিপি।
বিডি ইউএসএ নিউজ২৪.কম/সো/২৭ ডিসেম্বর ২০১৫
ইউএনডিপির মানব উন্নয়ন সুচক রিপোর্ট অনুযায়ী ভারত ও পাকিস্তানের চেয়ে দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ। শিক্ষার হার বৃদ্ধি, কৃষির আধুনিকায়ন, নারী-পুরুষ বৈষম্য কমানোর ক্ষেত্রেও এগিয়েছে বাংলাদেশ। কম জাতীয় আয় এবং কম প্রবৃদ্ধি হওয়ার পরও বাংলাদেশের এসব খাতে যে অগ্রগতি তা উন্নত অনেক দেশেই পারেনি বলে মনে করে ইউএনডিপি।
ইউএনডিপি মানব উন্নয়ন সূচক প্রতিবেদনের পরিচালক সেলিম জাহান বলেন, স্বল্প প্রবৃদ্ধি ও স্বল্প মাথাপিছু আয় নিয়েও কিন্তু আমাদের অর্জন অনেক। আমি কতকগুলো সূচকের কথা বলতে চাই, যার মধ্যে অন্যতম হলো গড় আয়ু। যেখানে বাংলাদেশের গড় আয়ু ৭১ বছর আর ভারতের ৬৬ বছর ও পাকিস্তানের ৬৬ বছর।
তিনি আরো বলেন, আয়ের ক্ষেত্রেও আমরা ভারত এবং পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছি।
ইউএনডিপির সব শেষ জরিপ অনুযায়ী বাংলাদেশ মানুষের গড় আয়ু প্রায় ৭১ বছর। শিশুর শিক্ষা শুরুর গড় সময় ৫ বছর ৮ মাস। মাথাপিছু জাতীয় আয় ২ হাজার ৭‘শ ১৩ ডলার। সব মিলিয়ে বাংলাদেশের স্কোর দশমিক ৫৪৪। জীবন যাত্রার মানের দিক থেকে সবার উপরে থাকা নরওয়ের স্কোর দশমিক ৯৪৩। এসব মানব উন্নয়নের সুচকের অগ্রগতি বাংলাদেশকে স্থিতিশীল অর্থনীতির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে বলেও মনে করছে ইউএনডিপি।
ইউএনডিপি মানব উন্নয়ন সুচক প্রতিবেদনের পরিচালক সেলিম জাহান আরো বলেন, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি চোখে পড়ার মতো। প্রবৃদ্ধি বিভিন্ন খাতে বিভিন্ন জনগোষ্টির মাঝে সমভাবে বন্টিত হয়েছে। আমাদের আয়কে আমরা মানব উন্নয়ন সূচকে উন্নতি করতে পেরেছি যেটা ভারত ও পাকিস্তান পারেনি।
তবে জলবায়ু পরিবর্তনের ঝুকি বাংলাদেশের মানব উন্নয়নের এ ধারাবাহিকতাকে বাধাগ্রস্থ করতে পারে বলেও মনে করে ইউএনডিপি।
বিডি ইউএসএ নিউজ২৪.কম/সো/২৭ ডিসেম্বর ২০১৫
No comments:
Post a Comment