এবার অ্যালিয়েনের ডিমের ছবি নিয়ে তোলপাড়
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:24 Dec 2015 05:05:39 PM Thursday || Updated:24 Dec 2015 05:21:48 PM Thursday

দেখতে বড় কোনো প্রাণীর ডিমের মতোই এবং তা প্রস্ফুটিত হচ্ছে। ফলে এই ছবি নিয়ে তোলপাড় শুরু হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। দাবী করা হয়, এটি আসলে কোনো অ্যালিয়েনের ডিম যা প্রস্ফুটিত হচ্ছে এবং প্রাণীটির আঙুলগুলো দেখা যাচ্ছে।
কৌতূহলবশেই ওই ছবির পোস্ট ছড়াতে থাকে প্রোফাইল থেকে প্রোফাইলে। মোটকথা, অ্যালিয়েনের ডিম দেখার হিড়িক শুরু হয়।
যুক্তরাজ্যের ডেইলি মিররের অনলাইনের খবরে বলা হয়েছে, সম্প্রতি ইংল্যান্ডের দক্ষিণের একটি জঙ্গল থেকে রহস্যময় বস্তুর ছবি তুলে তা টুইটারে পোস্ট করেন ডেল হোয়ার নামক এক ব্যক্তি। আর তা অ্যালিয়েনের ডিম গুজবে ভাইরাল হয়ে যায়।
তবে গবেষকরা জানিয়েছেন, এটি আসলে বনজঙ্গলে জন্ম নেওয়া এক ধরনের বিরল ফাংগাস অর্থাৎ ছত্রাকের ছবি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এ ধরনের ফাংগাস জাতীয় গাছ বেশি দেখা যায়। ব্রিটেনে এর আগেও এ ধরনের ফাংগাস দেখা গেছে বলে জানিয়েছেন তারা।
অ্যালিয়েনের ছবি কেন্দ্রিক গুজব অনলাইনে এটিই প্রথম নয়। প্রায় সময়ই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে বিভিন্ন অদ্ভূত ছবি নিয়ে এ ধরনের কথা শোনা যায়।
গতমাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ফেসবুক ব্যবহারকারী অদ্ভূত প্রাণী আকৃতির কয়েকটি ছবি আপলোড করে। কিন্তু সেসব ছবি পরবর্তীতে ‘অ্যালিয়েনের ভ্রুণ’ দাবী করে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে জানা যায়, সেটি আসলে হরিণের ভ্রুণ। তবে যে অবস্থায় ভ্রুণটিকে বাইরে দেখা গেছে তা মাত্র কয়েক মাসের। অর্থাৎ ভ্রূণটি তেমন করে তৈরি হতে পারেনি, তাই চেনা কোনো বিশেষ আকৃতি পায়নি।
রাইজিংবিডি/ঢাকা/২৪ ডিসেম্বর ২০১৫/ফিরোজ
No comments:
Post a Comment