Wednesday, 23 December 2015

SAF Football - Dhaka

SAF Football - Dhaka 

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সময়সূচি

আমিনুল : রাইজিংবিডি ডট কম
Published:23 Dec 2015   07:01:01 PM   Wednesday   ||   Updated:23 Dec 2015   08:08:13 PM   Wednesday
সাফ চ্যাম্পিয়নশিপ ২০১৫ এর লোগো

সাফ চ্যাম্পিয়নশিপ ২০১৫ এর লোগো

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ আজ থেকে মাঠে গড়াচ্ছে। নিরাপত্তার ইস্যু দেখিয়ে সাফের ১১তম আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। তাদের ছাড়া ৭টি দেশ নিয়ে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান, মালদ্বীপ ও ভুটান। গ্রুপপর্ব, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ হবে কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে। চলুন দেখে নেওয়া যাক সাফে বাংলাদেশ ও অন্যান্য দলের সময়সূচি।

বাংলাদেশের ম্যাচের সময়সূচি: গ্রুপপর্ব

তারিখ                   মুখোমুখি                          সময়
২৪ ডিসেম্বর        বাংলাদেশ-আফগানিস্তান         সন্ধ্যা৭টা
২৬ ডিসেম্বর        বাংলাদেশ-মালদ্বীপ               বিকেল ৪টা
২৮ ডিসেম্বর        বাংলাদেশ-ভুটান                  বিকেল ৪টা

অন্যান্য ম্যাচের সময়সূচি : গ্রুপপর্ব
তারিখ                মুখোমুখি                       সময়
২৩ ডিসেম্বর          নেপাল-শ্রীলঙ্কা              সন্ধ্যা ৭টা
২৪ ডিসেম্বর          মালদ্বীপ-ভুটান              বিকেল ৪টা
২৫ ডিসেম্বর          ভারত-শ্রীলঙ্কা               সন্ধ্যা ৭টা
২৬ ডিসেম্বর          আফগানিস্তান-ভুটান        সন্ধ্যা ৭টা
২৭ ডিসেম্বর          ভারত- নেপাল               সন্ধ্যা ৭টা
২৮ ডিসেম্বর          আফগানিস্তান-মালদ্বীপ      সন্ধ্যা ৭টা

সেমিফাইনাল:
৩১ ডিসেম্বর         প্রথম সেমিফাইনাল          বিকেল ৪টা
                         দ্বিতীয় সেমিফাইনাল          সন্ধ্যা ৭টা

ফাইনাল:
৩ জানুয়ারি         ফাইনাল                 সন্ধ্যা ৭টা।



রাইজিংবিডি/ঢাকা/২৩ ডিসেম্বর ২০১৫/আমিনুল

No comments:

Post a Comment