Thursday, 24 December 2015

Hollywood - Amitab Bach. still 100 km speed




অবসর নিতে চান অমিতাভ বচ্চন

বিডি ইউএসএ বিনোদন নিউজ : 0  0  0  0
অবসর নিতে চান অমিতাভ বচ্চন। কদিন আগেই জানিয়েছিলেন তার কিডনি মাত্র ৩০ শতাংশ কাজ করে। তবুও অসামান্য মনের জোওে তিনি একের পর এক সাড়াজাগানো ছবি উপহার দিয়েছেন।পিকুছবিতে তার বলিষ্ঠ অভিনয় ভক্তকুলকে মুগ্ধ করেছে। আর বর্তমানে পশ্চিমবঙ্গেও নানা জায়গায় শুটিং করছেন তিনি তিন ছবির জন্য। কলকাতায় শুটিংয়ে মোটর বাইক চালিয়ে দেখিয়ে দিয়েছেন এই বুড়ো বয়সেও তিনি কম কিছু নন। অথচ তিনি নিজের ব্লগে লিখেছেন, আমি রয়েছি ..আমি রয়েছি এমন এক অবস্থায় .. আমি রয়েছি এক হ্যালুসিনেশনের মধ্যে .. জীবনের শেষ প্রান্তে এক অভিশাপের মুখে দাঁড়িয়ে .. জ্বর, সংক্রমণ কড়া কড়া ট্যাবলেট, যেগুলি মানুষকে ভবিষ্যতের কোন সমস্যা থেকে দূরে রাখে, সেই অভিশাপের মুখে .. ভগবান খুব সামনে..আর কেউ এত কাছে নেই .. আমি অনেকের সঙ্গে কথা বলি কিন্তু খুব কম শব্দ খরচ করে .. আমার সত্যিই এবার অবসর নেওয়া উচিত।

বিডি ইউএসএ নিউজ২৪.কম/সো/২৪  ডিসেম্বর ২০১৫

- See more at: http://bangladeshusanews24.com/entertainment/2015/12/24/20013#sthash.mcDkB5vY.dpuf

No comments:

Post a Comment