Saturday, 26 December 2015

Ulka fall

পৃথিবীতে রহস্যময় উল্কার প্রবেশ (ভিডিও)

মোখলেছুর রহমান : রাইজিংবিডি ডট কম
Published:27 Dec 2015   01:33:09 PM   Sunday   ||   Updated:27 Dec 2015   01:36:35 PM   Sunday
পৃথিবীতে রহস্যময় উল্কার প্রবেশ (ভিডিও)
মোখলেছুর রহমান : মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি ইউটিউবে ৬ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যাতে দেখা গেছে রহস্যময় একটি উল্কা পৃথিবীর দিকে এসেছে।

ভিডিওটি প্রকাশ করার সময় একটি বিবৃতিতে নাসা জানায়, ‘আমরা বিষয়ে অসংখ্য রিপোর্ট পেয়েছিলাম যে ১৭ ডিসেম্বর জর্জিয়ায় স্থানীয় সময় ৬ টা ৩৩ মিনিট ৫৫ সেকেন্ডে একটি উজ্জ্বল উল্কা দেখা গিয়েছে।’

নাসা জানায় তদন্তের পরে তারা নিশ্চিত হয়েছেন যে, এটি একটি উল্কাই ছিল যেটি ঘণ্টায় ২৯০০০ মাইল বেগে আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করে।

বিবৃতিতে নাসা আরো জানায়, দক্ষিণপূর্ব দিকে স্থাপিত আমাদের ৬টি ক্যামেরাই জর্জিয়া (আটলান্টা দক্ষিণ পূর্ব) শহর থেকে ৫০ মাইল উচ্চতায় আকাশে এই উল্কার ছবিটি ধারণ করে।

মহাকাশের এই শিলাখন্ডটি খাড়া কৌণিকভাবে বায়ুমন্ডলে প্রবেশ করে এবং এটি প্রায় দক্ষিণ দিকে সরে যেতে থাকে। নাসার ক্যামেরা এই উল্কাটিকে লোকাস্ট গ্রোভ শহরের ওপরে ১৭ মাইল উচ্চতায় থেকে ধারণ করে যে সময়ে উল্কাটি মাত্র ঘণ্টায় ৯০০০ মাইল বেগে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছিল এবং এরপর উল্কাটির আলো নিস্তেজ হয়ে হারিয়ে যায়।

নাসা জানায় উল্কাটির এ অংশটি ভূমিতে পড়ার পরও প্রজ্জ্বলিত থাকার সম্ভাবনা ছিল।

বিবৃতিতে নাসা আরো জানায়, ‘এ বিষয়ে আরো বিস্তারিত বিশ্লেষণ করা হবে এবং এই বিশ্লেষণের মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে যদি এই বিশ্লেষণে এখনো উল্কার পতনের সম্ভাবনা ইঙ্গিত করে তাহলে।’

দেখুন: নাসার প্রকাশিত ভিডিওটি তথ্যসূত্র: এক্সপ্রেস অনলাইন

 http://www.risingbd.com/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%B2-%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%89%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/140113

  রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৫/ফিরোজ

No comments:

Post a Comment