Thursday, 31 December 2015

Export fair 2019 in purbachal new location.

২০১৯ সালে বাণিজ্য মেলা হবে পূর্বাচলে

মামুন : রাইজিংবিডি ডট কম
Published:31 Dec 2015   06:44:01 PM   Thursday   
ফাইল ফটো

ফাইল ফটো

অর্থনৈতিক প্রতিবেদক : ২০১৯ সালে ২৪তম বাণিজ্য মেলার জন্য সবাইকে যেতে হবে পূর্বাচলে। সেখানে নির্মাণ করা হবে বাণিজ্য মেলার স্থায়ী কাঠামো।

রাজধানীর শেরেবাংলা নগরে বৃহস্পতিবার বিকেলে ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আগামীকাল শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে ২১তম বাণিজ্য মেলার উদ্বোধন করা হবে।

মন্ত্রী বলেন, চীন সরকারের আর্থিক সহায়তায় ৮০০ কোটি টাকা ব্যয়ে পূর্বাচলে  নির্মাণ করা হবে বাণিজ্য মেলার স্থায়ী কাঠামো। ২০১৮ সালের পর থেকে সেখানেই প্রতি বছর বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, এখানে প্রতিবছর স্টল-প্যাভিলিয়ন নির্মাণে অনেক টাকা অপচয় হচ্ছে। এই স্টল-প্যাভিলিয়ন প্রতি বছর নির্মাণ করে আবার ভেঙে ফেলা হচ্ছে। ফলে অতিরিক্ত অনেক টাকা ব্যয় হচ্ছে প্রতি বছর। পূর্বাচলে স্থায়ীভাবে বাণিজ্য মেলা হলে এই অপচয় রোধ হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, সংসদ সদস্য সানোয়ার হোসেন প্রমুখ।

শেরেবাংলা নগরে ৩১ দশমিক ৫৩ একর জমিতে ২২টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠেয় ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৫/মামুন/বকুল

Adnan sami now indian

পাকিস্তানি শিল্পী আদনান সামি ভারতের নাগরিকত্ব পেলেন

রাসেল পারভেজ : রাইজিংবিডি ডট কম
Published:31 Dec 2015   06:00:38 PM   Thursday   ||   Updated:31 Dec 2015   06:02:42 PM   Thursday
পাকিস্তানি শিল্পী আদনান সামি ভারতের নাগরিকত্ব পেলেন
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি শিল্পী ও সংগীত পরিচালক আদনান সামি ভারতের নাগরিকত্ব পেয়েছেন। মানবিক বিবেচনায় ভারত সরকার তাকে নাগরিকত্ব দিয়েছে। নতুন বছরের শুরুর দিন থেকে ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১ জানুয়ারি ২০১৬ সাল থেকে ভারতের নাগরিকের মর্যাদা পাবেন আদনান সামি।

বিদায়ী বছরের ৬ অক্টোবর আদানান সামির ভিসার মেয়াদ তিন মাস বাড়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০০১ সাল থেকে ভারতে আছেন তিনি। তবে ভ্রমণ ও বিজনেস ভিসা নিয়ে তাকে ভারতে থাকতে হয়েছে। ১ জানুয়ারি থেকে ভারতে থাকতে আর কোনো আইন সমস্যা পোহাতে হবে না তাকে।

৪৬ বছর বয়সি পাকিস্তানি শিল্পী আদনান সামি নাগরিকত্ব পেতে মানবিক বিবেচনার ভিত্তিতে বিদায়ী বছরের ২৬ মে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন। তবে পাকিস্তানের লাহোরের বাসিন্দা সামি প্রথমবার ভারতে আসেন ২০০১ সালের ১৩ মার্চ। সে সময় ইসলামাবাদে ভারতীয় হাই কমিশন থেকে এক বছরের ভ্রমণ ভিসা নিয়ে আসেন। এরপর সময়ে সময়ে ভিসার মেয়াদ বাড়িয়ে নিয়েছেন তিনি।

আদনান সামির নামে ২০১০ সালের ২৭ মে ইস্যু হওয়া পাকস্তানি পাসপোর্টের মেয়াদ শেষ হয় ২০১৫ সালের ২৬ মে। কিন্তু এরপর তার পাসপোর্টের মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায় পাকিস্তান সরকার। এই অবস্থায় ভারতে থাকার জন্য মানবিক বিবেচনার ভিত্তিতে ভারত সরকারের কাছে আবেদন করেন তিনি।

ভারতে আসার পর বলিউডে বেশ কিছু হিট অ্যালবাম ও সুপার হিট প্লে ব্যাক করে বলিউডে স্বতন্ত্র বৈশিষ্ট্যে জায়গা করে নেন। এখন তিনি বলিউডের জনপ্রিয় মুখ। ইংরেজি নববর্ষে আদনান সামিকে নাগরিকের মর্যাদায় বরণ করে নিচ্ছে ভারত।
 


রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৫/রাসেল পারভেজ

Export fair 2016 Dhaka

২২ দেশের অংশগ্রহণে বাণিজ্য মেলা শুরু কাল

মামুন : রাইজিংবিডি ডট কম
Published:31 Dec 2015   04:18:07 PM   Thursday   ||   Updated:31 Dec 2015   04:20:45 PM   Thursday
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

অর্থনৈতিক প্রতিবেদক : রাজধানীর আগারগাঁওয়ে ৩১ দশমিক ৫৩ একর জমিতে আগামীকাল শুক্রবার শুরু হতে যাচ্ছে ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ মোট ২২টি দেশ অংশ নিচ্ছে।

রাজধানীর আগারগাঁওয়ের মেলা মাঠ সচিবালয়ে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা জানান।

তিনি জানান, বিদেশিদের অংশগ্রহণ বাড়াতে এবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। মেলার বিভিন্ন পয়েন্টে ১০০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। অন্যান্য বারের মতো মেলায় থাকছে পুলিশ, র‌্যাব, আনসারের পাশাপাশি বিজিবির সদস্যরা।

এবারের মেলায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নেপাল, হংকং, জাপান, আরব আমিরাত, মরিশাস, ঘানা, মরক্কো ও ভুটানসহ ২২টি দেশ অংশ নিচ্ছে।

মেলায় ১৩টি ক্যাটাগরিতে থাকছে- সাধারণ প্যাভিলিয়ন, সংরক্ষিত প্যাভিলিয়ন, প্রিমিয়ার প্যাভিলিয়ন, বিদেশি প্যাভিলিয়ন, সাধারণ মিনি প্যাভিলিয়ন, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, বিদেশি মিনি প্যাভিলিয়ন, রেঁস্তোরা, প্রিমিয়ার স্টল, বিদেশি প্রিমিয়ার স্টল, সাধারণ স্টল এবং ফুড স্টল। এ সব স্টল, প্যাভিলিয়নের জন্য ৫৫৩টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর যা ছিল ৫০৩টি।

এবারই প্রথম বারের মতো মেলায় অংশ নিচ্ছে ভারতের সরকারি বাণিজ্য উন্নয়ন সংস্থা (ইন্ডিয়ান ট্রেড প্রমোশন অর্গেনাইজেশন- আইটিপিও)।

গত বছরের মতো এবারও মেলার গেট বানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মতো। মেলায় এবারও থাকছে মা ও শিশু কেন্দ্র, শিশুপার্ক, ই-পার্ক, ই-শপ, এটিএম বুথ, রেডিমেট গার্মেন্টস, হোমটেক্স, ফেব্রিক্স পণ্য, হস্তশিল্পজাত, পাট ও পাটজাত, গৃহস্থালি ও উপহার সামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য, ক্রোকারেজ, তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক, পলিমার পণ্য, কসমেটিকস হার্বাল ও প্রসাধন সামগ্রী, খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেকট্রিক ও ইলেক্টনিক্স সামগ্রী, ইমিটেশন ও জুয়েলারি, নির্মাণ সামগ্রী ও ফার্নিচার স্টল।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এবারের মেলা হবে সবচেয়ে আকর্ষণীয়। বাণিজ্যমেলার প্রস্তুতির কাজ পুরোপুরি শেষ হয়েছে। আগামীকাল সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। মেলায় প্রতিবন্ধীদের প্রবেশের জন্য এবারও থাকছে আলাদা ব্যবস্থা।

তিনি বলেন, মেলার উদ্দেশ্য হচ্ছে দেশি-বিদেশি ভোক্তাদের বিভিন্ন পণ্যের সঙ্গে  পরিচিত করা। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদনকারীদের নিত্য নতুন এবং অধিকতর মানসম্পন্ন পণ্য নিয়ে ভোক্তার মুখোমুখি হওয়ার সুযোগ সৃষ্টি করা। ক্রেতা-বিক্রেতার ও উৎপাদনকারীদের প্রত্যক্ষ সংযোগ সৃষ্টি করা।

মেলায় ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও অভিযোগ নিষ্পত্তির জন্য থাকছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালত। এবারও প্রবেশ মূল্য ধরা হয়েছে প্রাপ্ত বয়স্ক ৩০ টাকা। অপ্রাপ্ত বয়স্ক ২০ টাকা।

গত ২০ বছর ধরে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ১ জানুয়ারি শুরু হওয়া এ মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, টাঙ্গাইলের সংসদ সদস্য সানোয়ার হোসেন প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৫/মামুন/বকুল

Wednesday, 30 December 2015

MESSI break the record

রিয়ালের রেকর্ড ভাঙল বার্সেলোনা

পরাগ : রাইজিংবিডি ডট কম
Published:31 Dec 2015   11:21:36 AM   Thursday   ||   Updated:31 Dec 2015   11:55:19 AM   Thursday
এ বছর জেতা পাঁচটি ট্রফির পেছনে দাঁড়িয়ে বার্সেলোনা খেলোয়াড়েরা

এ বছর জেতা পাঁচটি ট্রফির পেছনে দাঁড়িয়ে বার্সেলোনা খেলোয়াড়েরা

ক্রীড়া ডেস্ক : দুর্দান্ত কাটানো একটি বছরের শেষ লগ্নেও দারুণ এক রেকর্ড গড়ল বার্সেলোনা। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের স্প্যানিশ রেকর্ডরা যে এখন কাতালান ক্লাবটিরই।

বুধবার রাতে এ বছর নিজেদের শেষ ম্যাচে রিয়াল বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এ বছর পাঁচটি ট্রফি জেতা বার্সার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮০টি।

এর আগে গত বছর ১৭৮ গোল করে স্পেনের ক্লাবগুলোর এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছিল রিয়াল মাদ্রিদ। এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের রেকর্ডটা ভেঙে সেটা নিজেদের করে নিল বার্সেলোনা।

রিয়ালের রেকর্ড ভাঙতে বেতিসের বিপক্ষে বার্সার তিনটি গোলই যথেষ্ট ছিল। বার্সার খেলোয়াড়েরা অবশ্য তিনটি গোলই করেছেন, লুইস সুয়ারেজ দুটি ও লিওনেল মেসি একটি। অন্য গোলটি প্রতিপক্ষের খেলোয়াড়ের আত্মঘাতীর কল্যাণে।



২০১৫ সালে বার্সার আক্রমণভাগের ত্রয়ী মেসি, নেইমার ও সুয়ারেজ মিলে যতগুলো গোল করেছেন পুরো বায়ার্ন মিউনিখ দলও ততগুলো গোল করতে পারেনি! এ বছর বায়ার্ন মিউনিখ গোল করেছে ১৩২টি।

আর বার্সার ১৮০ গোলের ১৩৭টি করেছেন মেসি, নেইমার ও সুয়ারেজ মিলে। যেখানে মেসি ও সুয়ারেজের গোল সমান ৪৮টি, আর নেইমারের ৪১ গোল।




রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৫/পরাগ