বিডি
ইউএসএ
নিউজ
: 0
0 0
0
ঢাকা
আন্তর্জাতিক বাণিজ্য মেলার
মাঠের
কাজ
পুরোপুরি শেষ
হয়নি।
এখনও
মেলার
প্রধান
ফটক
ও
রাস্তা
নির্মাণের কাজ
বাকি
আছে।
স্টল,
প্যাভিলিয়ন নির্মাণেও ৫০
শতাংশ
শেষ
হয়েছে।
মাসব্যাপী এ
মেলা
শুরু
হচ্ছে
১
জানুয়ারি। ফলে
উদ্বোধন পর্যন্ত অনেক
কাজ
অসমাপ্ত থেকে
যাবে।
এ প্রসঙ্গে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব ইউসুফ আলী জানান, স্টল ও অবকাঠামো নির্মাণের শেষ সময়ের কাজ চলছে। বাকি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে।
তিনি আরও বলেন, মেলার প্রস্তুতির অগ্রগতিও অনেক ভালো। সার্বক্ষণিক মনিটরিং চলছে।
জানা গেছে, এ বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১৪টি ক্যাটাগরিতে মোট ৫৪৬টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে তিন ক্যাটাগরিতে মোট স্টল থাকবে ৩৪৭টি। জেনারেল, রিজার্ভ ও বিদেশী এই তিন ক্যাটাগরিতে মোট প্যাভিলিয়ন থাকবে ১১২টি। এছাড়া থাকবে ৫৬টি মিনি প্যাভিলিয়ন ও ২৬টি ফুড স্টলসহ পাঁচটি রেস্তোরাঁ।
সরেজমিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ পরিদর্শন করে দেখা গেছে, স্টল ও মাঠের অবকাঠামো নির্মাণকাজে রাতদিন ব্যস্ত সময় পার করছেন দোকান মালিক ও নির্মাণ শ্রমিকরা। বিশেষ প্যাভিলিয়ন, প্রিমিয়ার প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার স্টলসহ সৌন্দর্য বর্ধনে কর্মরত শ্রমিকদের তৎপরতা দেখা গেছে। এ বছর মেলার স্টল ও প্যাভিলিয়নের ভাড়া বাড়ানো হয়েছে। এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়নের ভাড়া ১৫ লাখ, সাধারণ প্যাভিলিয়নে ভাড়া ১০ লাখ, বিদেশী প্যাভিলিয়নের জন্য ১১ লাখ ২৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মিনি প্যাভিলিয়ন ৬ থেকে ৮ লাখ টাকা এবং স্টল ১ লাখ ৯৫ হাজার থেকে ৪ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়। রেস্তোরাঁর জন্য ভাড়া ১০ লাখ টাকা করা হয়েছে।
বিডি ইউএসএ নিউজ২৪.কম/সো/২৭ ডিসেম্বর ২০১৫ - See more at: http://bangladeshusanews24.com/economics-&-business/2015/12/27/20039#sthash.lMzq7ygT.dpuf
No comments:
Post a Comment