Sunday, 27 December 2015

Export fair star - 1st Jan 2016


শুক্রবার পর্দা উঠছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার
 
বিডি ইউএসএ নিউজ : 0  0  0  0
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠের কাজ পুরোপুরি শেষ হয়নি। এখনও মেলার প্রধান ফটক রাস্তা নির্মাণের কাজ বাকি আছে। স্টল, প্যাভিলিয়ন নির্মাণেও ৫০ শতাংশ শেষ হয়েছে। মাসব্যাপী মেলা শুরু হচ্ছে জানুয়ারি। ফলে উদ্বোধন পর্যন্ত অনেক কাজ অসমাপ্ত থেকে যাবে।

প্রসঙ্গে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব ইউসুফ আলী জানান, স্টল অবকাঠামো নির্মাণের শেষ সময়ের কাজ চলছে। বাকি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে।

তিনি আরও বলেন, মেলার প্রস্তুতির অগ্রগতিও অনেক ভালো। সার্বক্ষণিক মনিটরিং চলছে।

জানা গেছে, বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১৪টি ক্যাটাগরিতে মোট ৫৪৬টি স্টল প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে তিন ক্যাটাগরিতে মোট স্টল থাকবে ৩৪৭টি। জেনারেল, রিজার্ভ বিদেশী এই তিন ক্যাটাগরিতে মোট প্যাভিলিয়ন থাকবে ১১২টি। এছাড়া থাকবে ৫৬টি মিনি প্যাভিলিয়ন ২৬টি ফুড স্টলসহ পাঁচটি রেস্তোরাঁ।
সরেজমিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ পরিদর্শন করে দেখা গেছে, স্টল মাঠের অবকাঠামো নির্মাণকাজে রাতদিন ব্যস্ত সময় পার করছেন দোকান মালিক নির্মাণ শ্রমিকরা। বিশেষ প্যাভিলিয়ন, প্রিমিয়ার প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার স্টলসহ সৌন্দর্য বর্ধনে কর্মরত শ্রমিকদের তৎপরতা দেখা গেছে। বছর মেলার স্টল প্যাভিলিয়নের ভাড়া বাড়ানো হয়েছে। এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়নের ভাড়া ১৫ লাখ, সাধারণ প্যাভিলিয়নে ভাড়া ১০ লাখ, বিদেশী প্যাভিলিয়নের জন্য ১১ লাখ ২৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মিনি প্যাভিলিয়ন থেকে লাখ টাকা এবং স্টল লাখ ৯৫ হাজার থেকে লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়। রেস্তোরাঁর জন্য ভাড়া ১০ লাখ টাকা করা হয়েছে।

বিডি ইউএসএ নিউজ২৪.কম/সো/২৭ ডিসেম্বর ২০১৫ - See more at: http://bangladeshusanews24.com/economics-&-business/2015/12/27/20039#sthash.lMzq7ygT.dpuf

No comments:

Post a Comment