চলচ্চিত্রাঙ্গনে বছরের আলোচিত ঘটনা (দুই)
রাহাত সাইফুল : রাইজিংবিডি ডট কম
Published:27 Dec 2015 12:11:52 AM Sunday || Updated:27 Dec 2015 12:51:23 AM Sunday

অশ্লীলতার দায়ে তোপের মুখে জয়া : মডেল ও অভিনয়শিল্পী জয়া আহসান তার গ্ল্যামার আর অভিনয় দক্ষতা দিয়ে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েও এ বছরের অক্টোবর এসে দারুনভাবে সমালোচিত হন। পশ্চিম বাংলার সৃজিত মুখার্জির রাজকাহিনী সিনেমাটি মুক্তির পরেই এ সমালোচনার মুখে পড়েন তিনি। এ ছবিতে জয়া আহসানের উপস্থিতি দারুণভাবে সমালোচিত হয় ঢাকায়। ছবিতে জয়া অভিনীত একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সিনেমাটির সেই দৃশ্যটি ইউটিউবে প্রকাশের পরেই যেন আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সিনেমাটির ছড়িয়ে পরা একটি দৃশ্য দেখে চলচ্চিত্রপ্রেমী ও চলচ্চিত্র বোদ্ধারা জয়াকে ধিক্কার জানান। আবার কেউ কেউ তাকে পর্নো তারকা সানি লিওনের সঙ্গেও তুলনা করেন।
অপহরণ মামলায় গ্রেফতার অভিনেত্রী তানিন : কর্মচারী টুনিকে মারধর করায় মামলা করা হলে টুনির পরিবার তানিনের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা করেন। ২৮ অক্টোবর দুপুর ২টার দিকে তানিন ও তানিনের মাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের ২৯ অক্টোবর চালান দেওয়া হয়।’এ সময় অভিযোগ ওঠে, তানিনের সঙ্গে বিভিন্ন ছেলের অনৈতিক সম্পর্ক ছিল। বিষটি নিয়ে সমালোচিত হতে হয় তানিনকে। পরে তিনি জেল থেকে ছাড়া পান।
নায়িকার ১০ কোটি টাকার মামলা : গত ২৫ নভেম্বর একটি অনলাইন পোর্টালের বিরুদ্ধে মানহানির মামলা করেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলাটি করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা অনুযায়ী নায়িকা পরীমনির জবানবন্দি নেন। পরে বিচারক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। এর কিছুদিন পরেই ওই অনলাইন পোর্টালটি এক প্রতিবেদনে দুঃখ প্রকাশ করে। দিনের শেষে অবশ্য দুই পক্ষের মধ্যে ‘সমঝোতা’ হয় বলে জানা যায়।
সংক্ষিপ্ত পোশাকে আপত্তি, চুক্তি বাতিল : চলচ্চিত্র প্রযোজক, পরিচালকদের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এনে সিনেমায় থেকে নায়িকাদের সরে যাওয়ার ঘটনা ঘটে। বছর শেষে এসে সংক্ষিপ্ত পোশাকের কারণে চুক্তি বাতিল করেন চিত্রনায়িকা প্রিয়ন্তী। এ ঘটনা ঘটে রকিবুল আলম রকিব নির্মিতব্য মাস্তান পুলিশ সিনেমার ক্ষেত্রে।
অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার জেরে নির্মাতাকে মারধর : বিষাক্ত ইয়াবা সিনেমার পরিচালক এম কে জামান ও প্রযোজক আকাশ-রনি অভিনেত্রী সাদিয়া আফরিনকে কুপ্রস্তাব দিয়েছেন, এমন খবরে বেশ চড়াও হয় মিডিয়া পাড়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ নিয়ে বিস্তর সমালোচনা হয়। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ১১ নভেম্বর, বুধবার দুপুরে বিএফডিসিতে অভিযুক্ত পরিচালক এম কে জামানকে অন্য পরিচালক বিপ্লব শরীফ মারধরও করেন।
নকলের নকল : বছরজুড়ে নকল সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনা হয়। এর মধ্যে ওয়াজেদ আলী সুমন পরিচালিত আজব প্রেম সর্বাধিক সমালোচিত হয়। বাপ্পি-আঁচল জুটির এ সিনেমাটি শুধু নকল নয়, নকল সিনেমার নকল। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আমি শুধু চেয়েছি তোমায় শিরোনামের সিনেমা থেকে এটি নকল করা হয়েছে। এদিকে আমি শুধু চেয়েছি তোমায় সিনেমাটিও নকল করা হয়েছে তামিল সিনেমা আরিয়া-টু থেকে। এ ছাড়া বাপ্পি-আঁচলের চুম্বন দৃশ্যটি হুবহু আল্লু অর্জুন-কাজল আগারওয়াল ও অঙ্কুশ-শুভশ্রীর চুম্বন দৃশ্য থেকে নকল করা হয়েছে। এ ছাড়া বাপ্পির চুলের স্টাইলও নকল করা হয়েছে আল্লু অর্জুনের চুলের স্টাইল থেকে। পুরো বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় সিনেমাটির পরিচালক, শিল্পীসহ কলাকুশলীদের।
রানাপ্লাজা নিয়ে জটিলতা : রানা প্লাজা সিনেমাটি শুটিংয়ের শুরু থেকেই বিভিন্নভাবে আলোচিত হয়। বছর জুড়েও ছিল আলোচনায়। সিনেমাটির মুক্তির তারিখ কয়েকবার পিছিয়ে দেওয়া হলেও আইনি জটিলতায় সেটা সম্ভব হয়নি। এর জল গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। নজরুল ইসলাম খান ছবিটিতে পোশাক শ্রমিক রেশমার চরিত্রটি গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। অভিনয় করছেন পরীমনি ও সাইমন। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, এ নিয়ে এখনও ধুম্রজাল কাটেনি।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্র : ব্যতিক্রমী গল্পের ছবি জালালের গল্প ও গাড়িওয়ালা। এবার ৮৮তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে আবু শাহেদ ইমনের জালালের গল্প। এ ছাড়া আন্তর্জাতিক অনেক পুরস্কারও এসেছে ছবিটির ঝুলিতে। অন্যদিকে আশরাফ শিশির পরিচালিত গাড়িওয়ালা ছবিটিও বিদেশে প্রশংসা কুড়ায়। পায় বেশকিছু আন্তর্জাতিক সম্মাননা। ২০১৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করেছে এ দুটি ছবি।
প্রতারণার শিকার চিত্রনায়ক : বছর কেটে গেলেও পারিশ্রমিকের পুরো টাকা পাননি চিত্রনায়ক সাইমন সাদিক। মিজানুর রাহমান শামীম পরিচালিত ধ্বংস মানব সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে এমন প্রতারণার শিকার হন এ অভিনেতা। এ ছাড়াও সাইমনকে দিয়ে ডাবিং না করানোর অভিযোগও করা হয়। সবকিছু ছাপিয়ে প্রযোজক সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিলে অনেক বেশি গোলাগুলি, রক্তপাতসহ বিভিন্ন কারণে সেন্সর বোর্ড সিনেমাটি ব্যান ঘোষণা করেন।
চলচ্চিত্রে এসে বেপরোয়া ছোটপর্দার তিন অভিনেত্রী : বড় পর্দায় এসে নিজেদের সাহসীভাবে উপস্থাপনা করেন ছোট পর্দার তিন জনপ্রিয় অভিনেত্রী । এটা অনেকের কাছেই অশ্লীলতার শামিল। এ নিয়ে বেশ সমালোচিত হন তারা। ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’ সিনেমার একটি গানের টিজারে বিদ্যা সিনহা মিমকে বেশ সাহসী দৃশ্যে দেখা গেছে। বিশেষ করে হৃদয় খানের গাওয়া ‘এক ঝলকে আমাকে ছুঁয়ে গেল যে, দু চোখ ফেরাতেই দেখি নেই সে’ শিরোনামের গানে মিমকে নায়ক বাপ্পির শাড়ি পরিয়ে দেওয়ার দৃশ্যটিকে অনেকেই উত্তেজক দৃশ্য হিসেবে অভিহিত করেন। শিহাব শাহিন পরিচালিত ছুঁয়ে দিলে মন সিনেমার টিজারে জাকিয়া বারী মমকে বেশ খোলামেলা দৃশ্যে দেখা গেছে। টিজারে দেখা গেছে, তিনি এমন কিছু পোশাক পরে অভিনয় করেছেন, যেখানে তাকে বেশ খোলামেলা মনে হয়েছে। কিছু দৃশ্যে তাকে ভেজা কাপড়ে বেশ আকর্ষণীয়ও লেগেছে। এ ছাড়া একটি দৃশ্যে চিত্রনায়ক আরেফিন শুভর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে তাকে। অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রি সিনেমায় রুহিকে অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে বেশকিছু অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে। এমন একাধিক অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য নিয়ে সাধারণ মানুষ নানা ধরনের সমালোচনা করেন।
যৌথ প্রযোজনা নয়, যৌথ প্রতারণা : যৌথ প্রযোজনা নিয়ে সারা বছরই ছিল আলোচনা-সমালোচনা। রোমিও বনাম জুলিয়েট, অগ্নি-টু, আশিকী, সর্বশেষ ব্ল্যাক সিনেমা মুক্তি পায়। এসব সিনেমা নিয়ে পরিচালকের-প্রযোজকের নাম, পোস্টার, গল্প, কাহিনি, সংলাপ নিয়ে হয় নানা সমালোচনা।
নায়করাজের মৃত্যু গুজব : এ বছরের ২৬ জুন রাত ৮টার দিকে নায়করাজকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় এ অভিনেতাকে। জীবন্ত এ কিংবদন্তির অসুস্থতার খবরে দেশবাসি বেশ উৎকণ্ঠা ছিলেন। তার শারীরিক অবস্থার উন্নতি হলেও ২৯ জুন, সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় রাজ্জাকের মৃত্যু হয়েছে ও শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়। এ বিষয়টিও এ বছরের অন্যতম আলোচিত ঘটনা। ৭৩ বছর বয়সি অভিনেতা এখন সুস্থ আছেন।
শুটিং সেটে হঠাৎ অসুস্থ চিত্রনায়ক রিয়াজ : রাজধানী উত্তরায় মেহের আফরোজ শাওনের নির্মিতব্য কৃষ্ণপক্ষ সিনেমার শুটিং চলাকালে ১৯ অক্টোবর সোমবার রাত ৮টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন চিত্রনায়ক রিয়াজ। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। রিয়াজের হার্টে চারটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি খুবই গুরুতর। এ কারণে একটিতে রিং পরানো হয়েছে। এদিকে রিয়াজের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও চলচ্চিত্রাঙ্গনে মুহূর্তের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তিনি এখন সুস্থ আছেন।
রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৫/রাহাত/রফিক
No comments:
Post a Comment