Thursday, 31 December 2015

Adnan sami now indian

পাকিস্তানি শিল্পী আদনান সামি ভারতের নাগরিকত্ব পেলেন

রাসেল পারভেজ : রাইজিংবিডি ডট কম
Published:31 Dec 2015   06:00:38 PM   Thursday   ||   Updated:31 Dec 2015   06:02:42 PM   Thursday
পাকিস্তানি শিল্পী আদনান সামি ভারতের নাগরিকত্ব পেলেন
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি শিল্পী ও সংগীত পরিচালক আদনান সামি ভারতের নাগরিকত্ব পেয়েছেন। মানবিক বিবেচনায় ভারত সরকার তাকে নাগরিকত্ব দিয়েছে। নতুন বছরের শুরুর দিন থেকে ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১ জানুয়ারি ২০১৬ সাল থেকে ভারতের নাগরিকের মর্যাদা পাবেন আদনান সামি।

বিদায়ী বছরের ৬ অক্টোবর আদানান সামির ভিসার মেয়াদ তিন মাস বাড়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০০১ সাল থেকে ভারতে আছেন তিনি। তবে ভ্রমণ ও বিজনেস ভিসা নিয়ে তাকে ভারতে থাকতে হয়েছে। ১ জানুয়ারি থেকে ভারতে থাকতে আর কোনো আইন সমস্যা পোহাতে হবে না তাকে।

৪৬ বছর বয়সি পাকিস্তানি শিল্পী আদনান সামি নাগরিকত্ব পেতে মানবিক বিবেচনার ভিত্তিতে বিদায়ী বছরের ২৬ মে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন। তবে পাকিস্তানের লাহোরের বাসিন্দা সামি প্রথমবার ভারতে আসেন ২০০১ সালের ১৩ মার্চ। সে সময় ইসলামাবাদে ভারতীয় হাই কমিশন থেকে এক বছরের ভ্রমণ ভিসা নিয়ে আসেন। এরপর সময়ে সময়ে ভিসার মেয়াদ বাড়িয়ে নিয়েছেন তিনি।

আদনান সামির নামে ২০১০ সালের ২৭ মে ইস্যু হওয়া পাকস্তানি পাসপোর্টের মেয়াদ শেষ হয় ২০১৫ সালের ২৬ মে। কিন্তু এরপর তার পাসপোর্টের মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায় পাকিস্তান সরকার। এই অবস্থায় ভারতে থাকার জন্য মানবিক বিবেচনার ভিত্তিতে ভারত সরকারের কাছে আবেদন করেন তিনি।

ভারতে আসার পর বলিউডে বেশ কিছু হিট অ্যালবাম ও সুপার হিট প্লে ব্যাক করে বলিউডে স্বতন্ত্র বৈশিষ্ট্যে জায়গা করে নেন। এখন তিনি বলিউডের জনপ্রিয় মুখ। ইংরেজি নববর্ষে আদনান সামিকে নাগরিকের মর্যাদায় বরণ করে নিচ্ছে ভারত।
 


রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৫/রাসেল পারভেজ

No comments:

Post a Comment