চরিত্রের প্রয়োজনে নিজেদের বদলে ফেলেছেন যারা
অহ নওরোজ : রাইজিংবিডি ডট কম
Published:31 Dec 2015 12:19:08 AM Thursday

ছবির কোলাজ
তাদেরকে চরিত্রের প্রয়োজনে কখনো বদলাতে হচ্ছে ঢং, কখনো আনতে হচ্ছে ওজনের পরিবর্তন। এই প্রতিবেদনে হলিউডের এমন দশজন অভিনেতা কথা জানাচ্ছি যারা চরিত্রের প্রয়োজনে নিজেকে আমূল বদলে ফেলেছে।
ক্রিস প্রাট : সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিনেমায় অভিনয় করে কৃতিত্ব দেখিয়েছেন প্রাট। তবে এর আগে ২০১৪ সালে তাকে দেখা যায় ব্যবসা সফল ‘গারডিয়েন্স অব দ্য গ্যালাক্সি’ সিনেমায় ‘পিটার কুইল’ চরিত্রে। ছবিটির মাধ্যমে নিজেকে সুপারহিরো চরিত্রের জন্য যোগ্য হিসেবে প্রমাণ করার পাশাপাশি প্রাট দৃষ্টি আকর্ষণ করেন সমালোচকদেরও। সে বছর চরিত্রটির জন্য বারোটি আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনয়ন পান।
তবে এ জন্য নিজেকে আমূল বদলে ফেলেন তিনি। চরিত্রটির জন্য প্রায় ৭০ পাউন্ডের মত ওজন কমাতে হয় তাকে। এর ফলে সিনেমার শুটিং শেষ হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। শুধু তাইই নয় ‘মানিবল’ এবং ‘জিরো ডার্ক থার্টি’ সিনেমার জন্য স্বাস্থ্যবান হতে হয় তাকে। এবং চেহারায় হলুদাভ ভাব আনতে হয়েছিল।
হিউ জ্যাকম্যান : এক্স ম্যান সিরিজের সিনেমাগুলোতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা কুড়িয়েছেন হিউ জ্যাকম্যান। তবে অস্ট্রেলিয়ান এই অভিনেতা নিজের নামের থেকে এক্স মানের চরিত্র ‘উল্ভেরেইন’ নামেই বেশি পরিচিত। সম্প্রতি ‘লস আঞ্জেলস টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এক্স ম্যান করার অন্তত এক বছর আগে থেকেই তিনি প্রত্যেকদিন বাইক চালানোয় নতুনত্ব আনতে চেষ্টা করতেন এবং চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে তাকে অনেক নিয়মনীতির অনুসরণ করতে হয় তাকে।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘প্যান’ সিনেমায় নিজেকে আমূলে বদলে ফেলে নিজের জাত চিনিয়েছেন জ্যাকম্যান। সিনেমাটিতে তিনি ‘ব্ল্যাকবিয়ারড’ চরিত্রে অভিনয় করেন।
এন্ড্রু গারফিল্ড : ‘আমেইজিং স্পাইডার ম্যান’ সিরিজ দিয়ে আলোচনায় আসা গারফিল্ড সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘আমেইজিং স্পাইডার ম্যান টু’ সিনেমার মাধ্যমে। চরিত্রের প্রয়োজনে তার শারীরিক পরিবর্তন আনতে হয়েছিল। ইয়াহু কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ‘আমেইজিং স্পাইডার ম্যান ২’ করার আগে তিনি দিনে আঠারোবার জিমে যেতেন।
সম্প্রতি নিজেকে আরও নতুনভাবে তৈরি করেছেন মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘সাইলেন্স’-এর জন্য। ৩২ বছর বয়সি এ অভিনেতা সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।
ক্রিস ইভান্স : ‘ক্যাপ্টেন অ্যামেরিকা : উইন্টার সোলজার’ সিনেমায় নিজেকে বেশ আলাদা আঙ্গিকে তুলে ধরেছিলেন ইভান্স। গ্লামার ইউকে নামক একটি ম্যাগাজিনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সিনেমাটির যে চরিত্র আমার জন্য নির্বাচন করা হয়েছিল সেখানে নিজেকে প্রমানের সুযোগ থাকলেও এটা আমার জন্য বেশ কঠিন ছিল। কারণ চরিত্রের ওজন ২০০ পাউন্ড হওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু আমার ওজন ছিল ১৭০ পাউন্ড। তাই ওজন বাড়ানোর পাশাপাশি আমাকে চরিত্রটাও রপ্ত করতে হয়েছে।’
‘ক্যাপ্টেন অ্যামেরিকা : উইন্টার সোলজার’ সিনেমাটি মুক্তি পায় ২০১৪ সালে।
ক্রিস হেমসওয়ার্থ : ২০১৩ সালে সর্বশেষ ‘থর : দ্য ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় বিশেষ সুপারহিরোর চরিত্রে দেখা গিয়েছিল ক্রিস হেমসওয়ারথ কে। তবে এক সাক্ষাৎকারে তিনি বলেন চরিত্রের জন্য নিজেকে তৈরির জন্য সিনেমাটির শুটিংয়ের দিনগুলিতে তিনি প্রোটিনযুক্ত যা পেতেন তাই-ই খেতেন।
সিনেমাটির মূল চরিত্র ‘থর’-এর ভূমিকায় অভিনয় করেছিলেন ৩২বছর বয়সি এই অস্ট্রেলিয়ান অভিনেতা।
হেনরি ক্যাভিল : দশকপ্রিয়তা পাওয়া সিনেমা ‘ম্যান অব স্টিল’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন ইংলিশ অভিনেতা হেনরি ক্যাভিল। তবে সিনেমাটিতে ক্লার্ক কেন্ট চরিত্রের জন্য বেশ সময় ব্যয় করতে হয় ক্যাভিলের। যেকোনো খাবারের মাধ্যমে প্রতিদিন তাকে নাকি শরীরে অন্তত ৫০০০ ক্যালরি ঢোকাতে হত।
এ ছাড়া মুক্তির অপেক্ষায় থাকা ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান সিনেমায় তাকে নতুনভাবে দেখা যাবে বলে আশা করছেন ভক্তরা। আসছে বছরের প্রথমদিকেই এ ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে।
রবার্ট ডাউনি জুনিয়র : ‘আয়রন ম্যান’ হিসেবে যিনি সর্বাধিক পরিচিত তিনি রবার্ট ডাউনি জুনিয়র। ৫০ বছর বয়সি মার্কিন এই অভিনেতা নিজের নামের থেকে চলচ্চিত্র জগতে আয়রন ম্যান হিসেবেই বেশি পরিচিত। কারণ চরিত্রটিতে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে গিয়ে শতভাগ সাফল্য পান।
ডাউনি অভিনীত নতুন সিনেমা ‘ক্যাপ্টেন অ্যামেরিকা : সিভিল ওয়ার’ এখন মুক্তির অপেক্ষায়।আগামি বছর মুক্তি পাবে সিনেমাটি।
ক্রিস্টেন বেল : সর্বকালের ব্যয়বহুল দশ সিনেমার তালিকার দশে থাকা সিনেমা দ্য ডার্ক নাইট রাইজেজ-এ নিজেকে আলাদাভাবে তুলে ধরেন ক্রিস্টেন। ফলে দারুণ দর্শকপ্রিয়তা পাওয়ার পাশাপাশি নতুন রেকর্ড গড়ে সিনেমাটি আয় করে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার।
এক সাক্ষাৎকারে ক্রিস্টেন বেল বলেছিলেন সিনেমাটির ব্যাটম্যান চরিত্রে জন্য নিজেকে প্রস্তুত করতে গিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েন। বিশেষ করে পরিচালক ইচ্ছানুযায়ী পেশী বানাতে গিয়ে তাকে দারুণ কাঠখড় পোড়াতে হয়। সিনেমাটি মুক্তি পায় ২০১২ সালে।
রায়ান রেনল্ডস : ‘গ্রিন লান্ট্রিন’ সিনেমায় ‘হাল জর্ডান’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী আসন করে নিয়েছেন কানাডার খ্যাতিমান অভিনেতা রায়ান রেনল্ডস। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি এতই জনপ্রিয়তা অর্জন করে যে পরবর্তীতে এটির গেম ভার্সান তৈরি করা হয়।
রায়ান রেনল্ডস অভিনীত নতুন সিনেমা ‘ডেডপুল’ এখন মুক্তির অপেক্ষায়।
জেরার্ড বাটলার : ইরানী যুদ্ধের উপর থ্রি হান্ড্রেড (৩০০) নামে নির্মিত আমেরিকান সিনেমাটিতে কিং লিওনাইডেস চরিত্রে অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেন জেরার্ড বাটলার। ২০০৭ সালে মুক্তি পাওয়া এ সিনেমাটির জন্য তিনি নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের জন্য সিক্স প্যাক বডি বানান।
তার সেই পরিশ্রম সার্থকতা পায়। এই স্কটিশ অভিনেতা চরিত্রটিতে অভিনয় করে একাধিক পুরস্কার বগল দাবা করেন।
রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৫/রাশেদ
No comments:
Post a Comment