Wednesday, 23 December 2015

Twin baby - Carala , India

প্রচার চান না ‘যমজ গ্রামের’ মানুষ

রফিক : রাইজিংবিডি ডট কম
Published:24 Dec 2015   10:04:05 AM   Thursday   ||   Updated:24 Dec 2015   11:48:59 AM   Thursday
কোদিনহি গ্রামের যমজদের একাংশ

কোদিনহি গ্রামের যমজদের একাংশ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যের মালাপ্পুরাম জেলার একটি গ্রাম কোদিনহি। সম্প্রতি এই গ্রামটি দেশি ও বিদেশি সংবাদমাধ্যমগুলোর শিরোনাম হচ্ছে নিয়মিত। তবে এই প্রচারে বিরক্ত ওই গ্রামের অধিবাসীরা। তারা নিজেদের গোপনীয়তা রক্ষা করতে চান।

কোদিনহি গ্রামটি বিশ্বব্যাপী পরিচিত হয়েছে এর অধিবাসীদের অস্বাভাবিক হারে যমজ সন্তান জন্মদানের কারণে। গ্রামটিতে কমবেশি ৫০০ যমজ আছে।

অভিভাবকদের অনুমতি না নিয়েই স্কুলে বা জনসমক্ষে যমজ শিশুদের সাক্ষাৎকার নেন এবং তাদের ভিডিও ধারণ করেন গণমাধ্যমকর্মীরা। এতে বেশ খেপেছেন ওই গ্রামের বাসিন্দারা। তাই এসব কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপে বাধ্য হচ্ছেন তারা ।

এ বিষয়ে গতকাল বুধবার বৈঠকে বসে নান্নামব্রা গ্রাম পঞ্চায়েত কাউন্সিল। এ সময় তারা সংবাদমাধ্যমের বাড়াবাড়ি রোধে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও যমজদের বাবা-মাদের নিয়ে এ কমিটি করা হবে। কমিটি গঠনের জন্য আগামী ১৫ জানুয়ারি যমজদের পিতা-মাতাদের বৈঠক ডাকা হয়েছে।

গত সপ্তাহে একটি বহুজাতিক কোম্পানির একদল লোক যমজ শিশুদের নিয়ে শুটিং করার সময় স্থানীয়রা তাতে বাধা দেন। এ নিয়ে বিতর্ক তৈরি হয়।

নান্নামব্রা গ্রাম পঞ্চায়েত কাউন্সিলের সভাপতি মুহাম্মদ হাসান বলেন, মানুষের গোপনীয়তা রক্ষার অধিকারকে কেউ অস্বীকার করতে পারে না। অভিভাবকদের অনুমতি ছাড়া শিশুদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ আমরা দিতে পারি না। এরপর যমজদের ভিডিও ধারণ ও সাক্ষাৎকার নেওয়ার জন্য অভিভাবকদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হবে।

চার বর্গকিলোমিটার আয়তনের গ্রাম কোদিনহি। এ গ্রামে প্রায় ২০ হাজার মানুষের বাস।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।

No comments:

Post a Comment