Friday, 25 December 2015

Literature Award 2015

 Literature Award 2015

বছরজুড়ে যাঁরা পুরস্কৃত হলেন সাহিত্য সাধনায়

সাইফ বরকতুল্লাহ : রাইজিংবিডি ডট কম
Published:25 Dec 2015   06:05:18 PM   Friday   ||   Updated:25 Dec 2015   07:10:42 PM   Friday
বছরজুড়ে যাঁরা পুরস্কৃত হলেন সাহিত্য সাধনায়
সাইফ বরকতুল্লাহ : কালের গর্ভে চলে গেল আরো একটি বছর। স্বাভাবিকভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে বছরটি কেটেছে।  সাহিত্যাঙ্গনের সেসব ঘটনা নিয়েই আমাদের এই আয়োজন। দেশে-বিদেশে যারা সাহিত্য পদক পেয়েছেন তাদের নিয়ে এই প্রতিবেদন।

নোবেল সাহিত্য পুরস্কার : এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান বেলারুশের সাহিত্যিক সয়েতলানা আলেক্সিয়েভিচ। গত ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার বাবদ তুলে দেয়া হয় ৮০ লাখ ক্রোনার। ১৯০১ সালে নোবেল পদক প্রবর্তনের পর এ পর্যন্ত  ১১১ জন সাহিত্যিক এ পদক পেয়েছেন। এর মধ্যে মাত্র ১৪ জন নারী। সর্বশেষ ২০১৩ সালে কানাডার সাহিত্যিক অ্যালিস মুনরো পেয়েছিলেন নোবেল পুরস্কার। এর দুই বছর পর আবারও নোবেল পেলেন আরেক নারী সাহিত্যিক।

ম্যান বুকার ইন্টারন্যাশনাল : হাঙ্গেরির কল্পলেখক লাসলো ক্রাসনাহরকাই বিশ্ব সাহিত্যের সম্মানজনক ষষ্ঠ ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার’ জিতেছেন। বিশ্বের ১০ জন লেখকের সংক্ষিপ্ত তালিকা থেকে এই লেখককে এবারের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। ক্রাসনাহরকাইকে বিচারকমণ্ডলীর সভাপতি মেরিনা ওয়ার্নার লাসলো অভিহিত করেছেন স্বপ্নদর্শী লেখক বা কল্পলেখক হিসেবে। যার লেখায় রয়েছে অসাধারণ তীব্রভাব। লাসলোর জন্ম ৫ জানুয়ারি ১৯৫৪, হাঙ্গেরির জুলায়।

ডিএসসি পুরস্কার : পুলিৎজার পুরস্কারজয়ী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখক ঝুম্পা লাহিড়ি ২০১৫ সালের ডিএসসি পুরস্কার পেয়েছেন। ‘দ্য লোল্যান্ড’ উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পান। ইংরেজি ভাষায় লেখা বা অনুবাদ সাহিত্যের জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর বা বংশোদ্ভূত লেখকদের ডিএসসি পুরস্কার দেয়া হয়ে থাকে।

একুশে পদক : বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক কামাল লোহানী ও অভিনেতা এটিএম শামসুজ্জামানসহ দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক ২০১৫ সালে একুশে পদক পেয়েছেন। এ বছর যারা পদক পেয়েছেন তারা হলেন- ভাষা আন্দোলনে পিয়ারু সরদার (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অধ্যাপক মো. মজিবর রহমান দেবদাস, ভাষা ও সাহিত্যে অধ্যাপক দ্বিজেন শর্মা ও মুহম্মদ নূরুল হুদা, শিল্পকলায় আব্দুর রহমান বয়াতি (মরণোত্তর), এসএ আবুল হায়াত ও এটিএম শামসুজ্জামান, শিক্ষায় অধ্যাপক ডা. এমএ মান্নান ও সনৎ কুমার সাহা, গবেষণায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, সাংবাদিকতায় কামাল লোহানী, গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর, সমাজসেবায় ঝর্ণা ধারা চৌধুরী, শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের ও অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী। নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ ১ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার : এবারে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় শিহাব সরকার, কথাসাহিত্যে জাকির তালুকদার, প্রবন্ধে শান্তনু কায়সার, গবেষণায় ভূঁইয়া ইকবাল, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, ভ্রমণে মঈনুস সুলতান এবং শিশুসাহিত্যে খালেক বিন জয়েনউদ্দীন।
 

ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার : ২০১৫ সালে সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী কথাসাহিত্যিক মঞ্জু ইসলাম এবং বাংলা ভাষা ও সাহিত্যের ফরাসি গবেষক ফ্রাঁস ভট্টাচার্য। বিশ্বের বিভিন্ন দেশে যেসব বাংলাদেশি সাহিত্য চর্চা করেন এবং বাংলা ভাষা নিয়ে যেসব বিদেশি নাগরিক কাজ করেন তাদের সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার দিয়ে আসছে বাংলা একাডেমি।  প্রবাসী লেখকদের মধ্যে যারা বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষায় সাহিত্য চর্চা করেন এবং বিদেশি নাগরিকদের মধ্যে যারা বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে কাজ করেন তাদের পুরস্কৃত করতে সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০১৫ ঘোষণা করা হয়েছে।

নজরুল পুরস্কার : ২০১৫ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গবেষণা ও নজরুল সংগীতে বিশেষ অবদানের জন্য এবার নজরুল পুরস্কার পান প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী ও শিল্পী শবনম মুশতারী।

হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার : নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ জন্মদিনের প্রাক্কালে তাঁর নামে প্রবর্তীত এক্সিম ব্যাংক-অন্যদিন সাহিত্য পুরস্কার দেয়া হয়।  কথাশিল্পে সামগ্রিক অবদানের জন্য এ বছর কথাশিল্পী শওকত আলী পেয়েছেন এ পুরস্কার। পুরস্কার হিসাবে পাঁচ লাখ টাকা, স্মারক ক্রেস্ট, উত্তরীয় ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয় এই গুণী লেখকের হাতে। একই মঞ্চে নবীন লেখক হিসেবে পুরস্কার পেয়েছেন সাদিয়া মাহ্জাবীন ইমাম। তাঁকে দেওয়া হয়েছে এক লাখ টাকা।

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার : বাংলাদেশের সাহিত্যের মৌলিক সৃষ্টিকর্মকে উৎসাহ প্রদানের জন্য ২০১১ সালে এ পুরস্কার প্রবর্তন করে ব্র্যাক ব্যাংক এবং দৈনিক সমকাল। প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা প্রদানের জন্য তরুণ সাহিত্য পুরস্কার এ বরেণ্য লেখকের নামে নামকরণ করা হয়েছে। হরিশংকর জলদাস, সুস্মিতা ইসলাম এবং মুজিব ইরম পান `ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৪`। হরিশংকর জলদাস তার `প্রতিদ্বন্দ্বী` গ্রন্থের জন্য কবিতা ও কথাসাহিত্য শ্রেণীতে, সুস্মিতা ইসলাম তার `আমার দিনগুলি` গ্রন্থের জন্য প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণীতে এবং মুজিব ইরম `কবিবংশ` গ্রন্থের জন্য হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার বিজয়ী হন।

লাটাই ছড়া সাহিত্য পুরস্কার : ছড়া বিষয়ক পত্রিকা ‘লাটাই’ প্রবর্তিত লাটাই ছড়া সাহিত্য পুরস্কার-২০১৫ পেয়েছেন শিশু সাহিত্যিক নূর হোসেন তালুকদার (আলম তালুকদার)। ‘হাস্যরসের ছড়া’ বিভাগে এ বছর তিনি এ পুরস্কারটি লাভ করেন। আলম তালুকদার দীর্ঘদিন শিশুতোষ গল্প, ছড়া, কবিতা রচনা করে আসছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৩০টি।

সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার : ২০১৫ সালে অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে ঘোষণা করা হয় সিটি আনন্দ-আলো সাহিত্য পুরস্কার। দুই শাখায় ছয়জনকে এ বছর পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন শামসুজ্জামান খান, ইমদাদুল হক মিলন, মোশতাক আহমেদ, আলম তালুকদার, রেজাউদ্দিন স্টালিন, মাহবুব আজীজ, কুসুম সিকদার, গালিব রহমান।

অনন্যা সাহিত্য পুরস্কার : বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক সোনিয়া নিশাত আমিন গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য অনন্যা সাহিত্য পুরস্কার লাভ করেন। ড. সোনিয়া নিশাত আমিন বাংলাদেশের গবেষণা অঙ্গনে উল্লেখযোগ্য এক নাম। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। দীর্ঘকাল ধরে ড. আমিন ১৯ এবং ২০ শতকের বাংলার সামাজিক ইতিহাস বিষয় নিয়ে গবেষণা করেছেন। এই বিষয়ে গবেষণার অংশ হিসেবে তাঁর ত্রিশটিরও বেশি প্রবন্ধ দেশে-বিদেশে প্রকাশিত হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ ডিসেম্বর ২০১৫/সাইফ/তারা

No comments:

Post a Comment