Sunday, 27 December 2015

Salman Khan - Happy Birthday cake

সালমানের জন্য ৯ হাজার পাউন্ডের কেক

মারুফ খান : রাইজিংবিডি ডট কম
Published:27 Dec 2015   02:15:40 PM   Sunday   ||   Updated:27 Dec 2015   02:22:33 PM   Sunday
সালমানের জন্য ৯ হাজার পাউন্ডের কেক
বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান তার জীবনের হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন ২৭ ডিসেম্বর। এমন আনন্দের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজনে ব্যস্ত সালমান ভক্তরা। এমনকি এ তারকার জন্মদিন উৎযাপনের জন্য বানানো হয়েছে ৪০০ ফুট দীর্ঘ এক কেক। যার ওজন ৪ হাজার কেজি বা প্রায় ৯ হাজার পাউন্ড। 

ভারতের গুজরাটের সুরাটের সালমান ভক্তরা প্রিয় তারকার জন্মদিন উৎযাপন করতে তৈরি করেছেন এ কেক। এ কেক বিতরণ করা হবে ২০০ অনাথ শিশু এবং চার হাজার সাধারণ শিশুর মাঝে।

কেকটি তৈরির প্রক্রিয়া শুরু হয় গত ২৫ ডিসেম্বর থেকে। স্থানীয় ব্রেডলাইনার বেকারিতে তৈরি করা হয়েছে কেকটি। এটি তৈরির সময় ১৫ হাজার সালমান ভক্ত ভীড় করেন সেখানে। লিমকা বুক অব রেকর্ডস এবং গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের সদস্যরা বিশ্ব রেকর্ডের বিষয়টি রেজিস্টার করতে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন।

এ দিকে ব্রেডলাইনারের পক্ষ থেকে নিতিন প্যাটেল বলেন, ‘আমরা এ তারকাকে স্যালুট জানাতে চাই, যিনি দেশের জন্য ক্ষতিকর কোনো পরিস্থিতি তৈরি করেন না এবং যারা সে ধরনের কিছু করেন তাদের কাছে বার্তা পাঠাতে চাই। যারা প্রথমে দেশ নিয়ে চিন্তা করেন তাদের সম্মান জানানোর বিষয়টি সুরাটের ঐতিহ্যে রয়েছে।’

বেকারিটির পাশাপাশি বিভিন্ন গ্রুপ সালমানের জন্মদিন উৎযাপনের এ অনুষ্ঠানে অংশ নিবেন বলে জানা গেছে। জন্মদিনে সালমান নিজেও এ ভক্তদের জন্য বিশেষ বার্তা পাঠাবেন বলে শোনা যাচ্ছে।


রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৫/মারুফ/রাশেদ

No comments:

Post a Comment