Wednesday, 23 December 2015

Merry Christmas and decorations

যেভাবে তৈরি করবেন ভিন্ন ঘরানার ক্রিসমাস ট্রি

Published:23 Dec 2015   12:05:29 AM   Wednesday   ||   Updated:23 Dec 2015   10:50:33 AM   Wednesday
ছবি: অপূর্ব খন্দকার

ছবি: অপূর্ব খন্দকার

আনোয়ার হোসেন ও মুমতাহিনা হক : ২৫ ডিসেম্বর খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে বা বড়দিন। যিশু খ্রিষ্ট্রের জন্মের এই দিনটি বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে উৎসবমুখর আমেজে। প্রিয়জনকে বড়দিনে উপহার দেওয়ার পাশাপাশি বড়দিনে নিজের বাসার জন্য ক্রিসমাস ট্রি কিনে তা সাজানোর প্রচলন রয়েছে।

সাধারণত কনিফার জাতীয় গাছ বা এর পাতা দিয়ে তৈরি করা হয় ক্রিসমাস ট্রি। কিন্তু তা সহজলভ্য না হওয়ায় এবং ঘরে পর্যাপ্ত জায়গার অভাবে, বিভিন্নভাবে প্রতীকী ক্রিসমাস ট্রি সাজানো হয়। জেনে নিন ঘরে কীভাবে ক্রিসমাস ট্রি সাজাবেন।

মরিচ বাতির ক্রিসমাস ট্রি : প্রথমেই ঘরের একটি দেয়াল বেছে নিন, যে দেয়ালে ক্রিসমাস ট্রি সাজাবেন। পেন্সিল দিয়ে দেয়ালে ক্রিসমাস ট্রির ত্রিভুজ আয়তন চিহ্নিত করুন এবং প্রয়োজন মতো পেরেক গেথে নিন। কয়েক ফিট লম্বা মরিচ বাতিগুলো পেরেকের ওপর এমন ভাবে বসান যাতে ক্রিসমাস ট্রির ত্রিভুজ আয়তন ধারণ করে। শেষে মরিচ বাতির লাইট জ্বালান আর উপভোগ করুন মরিচ বাতির ক্রিসমাস ট্রি। চাইলে ট্রির ওপরে স্টার বাতিও জ্বালাতে পারেন। এভাবে অতিরিক্ত জায়গা ছাড়াই দেয়ালেই বানিয়ে ফেলতে পারেন ক্রিসমাস ট্রি।

ব্রকোলি সালাদ ক্রিসমাস ট্রি : একটি বড় প্লেন সালাদ প্লেটে আধা সেদ্ধ ব্রকোলি ছোট ছোট ফুলের পিসের মতো করে কেটে নিন। এরপর টুথ পিক দিয়ে একে ওপরের সঙ্গে ও ওপরে এমন ভাবে লাগান যাতে বড় ত্রিভুজের আকার ধারণ করে। আবার চেরি, গাজর, রঙিন ক্যাপসিকাম দিয়ে স্টার ও বিভিন্ন ডিজাইনে কার্টুন এবং টুথ পিক দিয়ে আপনার পছন্দ মত সাজিয়ে নিন ব্রকোলির সালাদ ক্রিসমাস ট্রি।

চকবোর্ড ট্রি : বাসায় চকবোর্ড ট্রি আপনার বাড়ির ছেলেমেয়েদের বিশেষ আনন্দ দিতে পারে। চক দিয়ে বোর্ডের ওপর ক্রিসমাস ট্রি এঁকে সেটি সাজিয়ে খুব সহজেই আপনি ক্রিসমাস ট্রির একটি আবহ তৈরি করতে পারেন। এজন্য আপনার দরকার হবে একটি মসৃন বোর্ড, যেটির ওপর আপনি ক্রিসমাস ট্রি আঁকবেন। আর সেটি আপনার পছন্দসই উপকরণে সাজিয়ে নিন। 

রঙিন কাগজের ক্রিসমাস ট্রি : রঙিন কাগজ কেটে আপনি খুব সহজেই তৈরি করতে পারেন একটি ক্রিসমাস ট্রি। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে এমন একটি দন্ড যার উপরের দিকে সরু এবং নিচের অংশ মোটা। এরপর রঙিন কাগজ ক্রিসমাস ট্রির পাতার মতো কেটে আঠা দিয়ে সেই দন্ডটির সঙ্গে লাগিয়ে দিন। দেখবেন খুব সহজেই হয়ে যাবে ক্রিসমাস ট্রি।

শুকনো কাঠের ক্রিসমাস ট্রি : অনেক কম খরচে এবং অল্প সময়েই বানিয়ে নিতে পারেন কাঠের ক্রিসমাস ট্রি। বড় থেকে ছোট সাইজের বেশ কয়েকটি শুকনো কাঠের টুকরো নিন। এবার বড় থেকে ছোট শুকনো কাঠগুলো এমন ভাবে সাজান যাতে একসঙ্গে দেখতে ত্রিভুজের মত হয়। কাঠগুলো একে অপরের সঙ্গে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নিন। এবার কাঠগুলোর ওপরে আপনার পছন্দমতো লাইট ও কাগজের বিভিন্ন নকশা, ঘণ্টা ও স্টার এঁকে সাজিয়ে নিন আপনার কাঠের তৈরি ক্রিসমাস ট্রি।

ক্রিসমাস ট্রি এবং তা সাজানোর বিভিন্ন উপকরণ যেমন ক্রিসমাস বল, মোমবাতি, মরিচবাতি, স্টার, বেলুন, রঙিন রিবন প্রভৃতি কিছু পাওয়া যাবে জাগরণী সেন্টার, ইএলসি শপ, হলমার্ক, আর্চিস সহ বিভিন্ন ব্র্যান্ডশপে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ ডিসেম্বর ২০১৫/ফিরোজ/অগাস্টিন সুজন

No comments:

Post a Comment