বড়দিনের আমেজে রোনালদো-নেইমার-রদ্রিগেজ
পরাগ : রাইজিংবিডি ডট কম
Published:24 Dec 2015 11:01:31 AM Thursday || Updated:24 Dec 2015 11:19:57 AM Thursday

মিয়ামি হিটের পক্ষ থেকে রোনালদোর হাতে সাত নম্বর টিম জার্সি তুলে দেওয়া হচ্ছে
নিজের প্রাইভেট বিমানে চড়ে মিয়ামিতে গেছেন রোনালদো। সিআর-সেভেন ছুটি কাটানোর ফাঁকে মঙ্গলবার মিয়ামি হিট বাস্কেটবল টিমের ম্যাচও দেখতে যান।
মিয়ামি হিট আবার পর্তুগিজ তারকাকে উষ্ণ অভ্যর্থনা জানায় তাদের সাত নম্বর টিম জার্সি দিয়ে। ব্রিটিশ বাস্কেটবল তারকা লুওল ডেংয়ের সঙ্গে মজা করতেও দেখা যাবে রিয়াল ফরোয়ার্ডকে।
বার্সা তারকা নেইমার বড়দিনের ছুটির আবহে ব্যস্ত ছেলেকে নিয়ে। তাদের দেখা গেল সান্তোসে একটি সুইমিংপুলে। নিজের ফেসবুক পেজে একটি ছবিও পোস্ট করেছেন ব্রাজিল ফরোয়ার্ড। ছবিটি দেখলেই বোঝা যায়, বাপ-বেটা কতটা মজায় আছেন।
রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজও বড়দিনের ছুটি কাটাচ্ছেন বেশ আনন্দে। তিনি ঘুরতে গেছেন দুবাইয়ে। ফেসবুকে একটি ছবি পোস্ট করে রদ্রিগেজ লিখেছেন, ‘অসাধারণ জায়গা, দুবাই।’
রাইজিংবিডি/ঢাকা/২৪ ডিসেম্বর ২০১৫/পরাগ
No comments:
Post a Comment