Saturday, 26 December 2015

Hollywood - salman khan vs marriage date

জন্মদিনেই সালমানের বিয়ের ঘোষণা!

মারুফ খান : রাইজিংবিডি ডট কম
Published:26 Dec 2015   02:00:13 PM   Saturday   ||   Updated:26 Dec 2015   02:26:30 PM   Saturday
সালমান খান

সালমান খান

বিনোদন ডেস্ক : আগামীকাল ২৭ ডিসেম্বর বলিউড সুপারস্টার সালমান খানের ৫০তম জন্মদিন। শোনা যাচ্ছে, জন্মদিনের অনুষ্ঠানেই নিজের প্রেমিকাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন সালমান খান।

অনেকদিন ধরেই বলিপাড়ায় কানাকানি হচ্ছে রোমানিয়ান মডেল লুলিয়া ভেন্তুরের সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বাজরাঙ্গি ভাইজান খ্যাত এ তারকা আনুষ্ঠানিকভাবে এবার ঘোষণা দেবেন লুলিয়ার সঙ্গে তার সম্পর্কের বিষয়টি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সালমানের বিয়ে না করার অন্যতম কারণ ছিল তার ‘হিট অ্যান্ড রান’ মামলা। তবে এ মামলা থেকে মুক্ত তিনি। তাই বিয়ে করতে তার আর কোনো বাধা থাকছে না।
এর আগে সালমানের বোন অর্পিতার বিয়েতে লুলিয়াকে ‘গার্লফ্রেন্ড’ হিসেবে সকলের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন সালমান। ফার্মহাউজে একসঙ্গে ডিনারও সারেন তারা। সেই ছবি ফাঁস হয়েছিল ইন্টারনেটে।

এরপর রোমানিয়ার এক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের সঙ্গে এনগেজমেন্ট হয়ে গেছে লুলিয়া ভান্তুরের।  তারপর থেকেই  লুলিয়ার সঙ্গে সম্ভাব্য বিয়ে নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়। সালমান অবশ্য এ বিষয়ে জানিয়েছেন, তার এনগেজমেন্টের গুজব নাকি ভালোভাবেই উপভোগ করছেন। তবে, এবার সালমান কী করবেন তাই এখন দেখার বিষয়।


রাইজিংবিডি/ঢাকা/২৬ ডিসেম্বর ২০১৫/মারুফ/শান্ত

No comments:

Post a Comment