অতিমানবীয় ক্ষমতার অধিকারী আট ব্যক্তি
সাদিয়া ইসলাম : রাইজিংবিডি ডট কম
Published:28 Dec 2015 06:08:19 AM Monday || Updated:28 Dec 2015 08:20:13 AM Monday

ছবির কোলাজ
যেমন ধরুন এমন এক মানুষ যারা শরীরে রয়েছে চুম্বকীয় শক্তি। আবার এমনও মানুষ রয়েছে যার মস্তিষ্কটা কম্পিউটারের চাইতেও বেশি শক্তিশালী! পৃথিবীতেই রয়েছেন এমন মানুষ যিনি কফিনের বাক্স খেয়ে হজম করতে পারেন! এমনই অলৌকিক ক্ষমতার অধিকারী আট ব্যক্তিকে নিয়ে এই রচনা।
১. মানব চুম্বক
শুনতে অদ্ভূত শোনালেও পৃথিবীতে এমন মানুষও রয়েছেন যার শরীর অনেকটা চুম্বকের মতন। তবে চুম্বকের সঙ্গে তার পার্থক্য হচ্ছে কেবল লৌহজাতীয় বস্তুই শুধু নয়, অন্য অনেক বস্তুকেও আকর্ষণ করতে পারেন তিনি। নিজের এই ক্ষমতা দিয়ে আশপাশের জিনিসপত্র ইচ্ছেমতন নড়াচড়া করতে পারেন তিনি। এমন এক জনের খোঁজ পাওয়া যায় ২০১১ সালে। সার্বিয়ান শিশু বোগদানের বয়স তখন ছিল মাত্র ৭ বছর।
প্রতীকী ছবি
নিজের শরীরের চৌম্বকীয় ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে পুরো দুনিয়ায় সাড়া ফেলে সে। নিজের খেলনা, কড়াই, প্লেট প্রভৃতি আকর্ষণ করতে সক্ষম হয় ছেলেটি। তবে সেই শিশুটিই প্রথম নয় পৃথিবীর ইতিহাসে এর আগেও খোঁজ মিলেছে মানব চুম্বকের। তবে কি কারণে মানুষগুলো এমন ক্ষমতার অধিকারী হয়েছিলেন তা নিয়ে রয়েছে নানা বিতর্ক। মানব শরীরে চুম্বকীয় ক্ষমতা সম্পর্কে অনেকে ধারনা করেন চৌম্বকীয় আকর্ষণ বলে কিছু নেই। পুরো ব্যাপারটা ঘটে আঠালো চামড়ার কারণে যা সাধারণভাবে জন্মায়।
২. বিষ্ময়কর স্মৃতিশক্তি
মানুষ সবকিছু মনে রাখতে পারে না। কিছু ঘটনা ভা তথ্য তার স্মৃতিতে থেকে যায়। বাকি অধিকাংশ ঘটনা বা তথ্য সে ভুলে যায়। এ জন্য মানুষ তথ্য ও উপাত্তকে নানাভাবে সংরক্ষণ করে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিজ্ঞানের সফল অবিষ্কারের ক্ষেত্রে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে কম্পিউটার। এই যন্ত্রটিকে নানাভাবে ব্যবহার করে প্রতিদিনই অসংখ্য তথ্য সংগ্রহ করছে মানুষ। তবে পৃথিবীতেই রয়েছে এমন মানুষ যারা কম্পিটারের চেয়েও বেশি তথ্য মনে রাখতে পারেন। কি অবাক হচ্ছেন তো?
প্রতীকী ছবি
সাধারণ মানুষ ভুলে যায় আবার সে শিখেও নেয়। এটাই স্বাভাবিক। কিন্তু এর উল্টো ঘটনা ঘটে এজে নামের এক নারীর ক্ষেত্রে। শুনতে অবাক লাগলেও সত্যি এই- ৪০ বছর বয়স্ক এই নারী ভুলে যাননা কিছুই। পৃথিবীতে এই অতিমানবীয় ক্ষমতার অধিকারী নারীর খোঁজ পাওয়া যায় তখন যখন নিজেকে মনে রাখার ক্ষমতা নিয়ে ত্যক্ত বিরক্ত হয়ে স্নায়ুবিশেষজ্ঞ জিম ম্যাকঘগের কাছে যান।
পরীক্ষা-নিরীক্ষার ভেতরে থাকা এজে-এর জীবনে ২০-৩০ বছর আগে কিংবা তার জন্মের পর থেকে যে ঘটনাগুলো ঘটেছে, কবে কোন দিন ছিল, আবহাওয়া কেমন ছিল, বলার মতন কি ঘটেছিল- অর্থ্যাৎ, একবার যা মাথার ভেতরে ঢুকিয়েছেন তিনি তার কিছুই ভুলতে পারেননি এখন পর্যন্ত। দারুণ স্মৃতিশক্তির অধিকারী এ নারী জীবনের কোন পরীক্ষাতেই কখনো দ্বিতীয় হন।
৩. সর্বভূক
কি খেতে পছন্দ আপনার? প্রশ্নটি করার আগে মাইকেল লোটিটোকের কাছে জানতে চাইতে হয়- কি খান না আপনি? তার খাবারের তালিকায় রয়েছৈ কম্পিউটার, কফিন, বিমানও। আপনি নিশ্চয়ই ভাবছেন এও কি সম্ভব? নথিপত্র বলছে মাইকেল লোটিটো নামের মানুষটি এক কথায় সবকিছু খেতে পারতেন। তার খাওয়ার আর হজমের বাইরে আছে এমন কিছুই নেই পৃথিবীতে।
কি খাননি তিনি? যন্ত্রপাতি থেকে শুরু করে বিষাক্ত দ্রব্য অব্দি খেয়েছেন তিনি। নাম কুড়িয়েছিলেন সর্বভূক হিসেবে। অবশ্য এত অদ্ভূত সব খাবার খাওয়ার ফলে মাত্র ৫৭ বছর বয়সেই মারা যান এই সর্বভূক।
৪. প্রাণীদের বন্ধু
কুকুর কিংবা বিড়াল, অথবা একটা ডলফিন- এগুলোকে না হয় বশ করতে পারবেন আপনি। কিন্তু ব্যাপারটা কি একই থাকবে যখন আপনার সামনের প্রাণীটি হবে কোন সিংহ বা তারচাইতেও বড় আর হিংস্র কেউ? কিন্তু পৃথিবীতে যেকোন প্রাণীকে খানিক সময়ের ভেতরেই পোষ মানিয়ে ফেলতে পারার ক্ষমতার রয়েছেন কেভিন রিচার্ডসনের।
অসাধারন ক্ষমতার এই মানুষটির যেকোন প্রাণীকে বশে রাখার ক্ষমতা রয়েছে। তবে যেকোন প্রাণী পোষা হয়ে যাওয়ার ব্যাপারটা শুনতে যতটা ভালো শোনায় আদতে পোষ মানার পর ব্যাপারটা হয়তো আর ততটা চমকপ্রদ থাকে না। বিশেষ করে যখন আপনাকে কোন সিংহের সঙ্গে ফাইটিং করতে হয়! যদিও সেটা নিছকই খেলা।
৫. সবচাইতে শক্তিশালী
শক্তিশালী মানুষ হতেই পারে। কিন্তু ঠিক কতটা শক্তিশালী হলে নিজের চাইতে যথেষ্ট বড় কোন মানুষের সঙ্গে উচ্চতার তারতম্য থাকা স্বত্ত্বেও কুস্তি লড়া যায় আর জিতে নেওয়া যায় খুব সহজেই? মানুষ কেন, প্রাণীদের ক্ষেত্রেও ব্যাপারটি করতে বেশ কষ্টকর। ব্যতিক্রম লুইস সাইর।
এ মানুষটি এতটাই শক্তিশালী ছিলেন যে নিজের চাইতে ২ ফুট বেশি লম্বা মানুষকেও সহজেই ঘায়েল করে জিততে পারতেন কুস্তিতে। ব্যাক লিফট করবার সময় দুই মেট্রিক টন তুলতে পারতেন তিনি একবারে। শুনতে খানিকটা অবাক লাগলেও এতে মিথ্যা নেই এক রত্তি।
৬. মানব কম্পিউটার
মানুষ গুনতে পারে ঠিক কম্পিউটারের মত। এদের গুনতে পারার ক্ষমতা দেখলে আপনারও মনে হবে যে হয়তো এরা ভিন গ্রহের প্রাণী কিংবা রোবট! এমন উদাহরন খুঁজতে খুব একটা দূরে যেতে হবে না। ভারতীয় নারী শকুন্তলা দেবীর রয়েছে এমন ক্ষমতা। অন্য দশ জনের মতন তিনিও গুনতে পারেন সংখ্যা। করতে পারেন যোগ, বিয়োগ, ভাগ, গুন।
অংকে শকুন্তলা এতটাই ভালো যে যখন তাকে একষট্টি কোটির ঘনমূলের সঙ্গে ছয়শত উনত্রিশ হাজার এবং আটশত পঁচাত্তরের গুন বের করতে দিয়ে কাগজে লিখতে যাবেন তার আগেই বলে দেবেন আপনাকে উত্তরটা।
৭. তাপমাত্রার নিয়ন্ত্রক
আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে একটা গুজব আছে যে তিনি আবহাওয়াকে পাল্টে দিতে পারেন। কিন্তু ওবামা কিছু পারুন বা নাই পারুন এখন যাদের কথা বলছি, তারা তাপমাত্রাকে ঠিকই নিয়ন্ত্রণ করতে পারেন। তবে সেটা পরিবেশের নয় নিজেদের শরীরের। বৌদ্ধ মঠের সন্ন্যাসীদের নিয়ে অনেক গবেষণা হয়েছে এর আগে। তবে সেসবের পরেও জানা যায়নি ঠিক কি করে নিজেদের দেহের তাপমাত্রা এত অস্বাভাবিক মাত্রায় নামিয়ে আনতে পারেন তারা।
দেখা গেছে, খুব সহজেই নিজেদের গায়ের তাপমাত্রা ৬৪ শতাংশ কমিয়ে আনেন তারা। যেখানে ঘুমের ভেতরে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত কমতে পারে একজন মানুষের শরীরের তাপমাত্রা এবং তাতেও অসুবিধা সৃষ্টি হয়ে যায় স্বাভাবিক মানুষের। আরো অবাক করা ব্যাপার হচ্ছে, কেবল কমাতে নয়, নিজেদের দেহের তাপমাত্রা বিশেষ করে আঙ্গুলের তাপমাত্রা ইচ্ছেমতন প্রায় ১৭ ডিগ্রী বেশি বাড়াতে পারেন এই সন্ন্যাসীরা!
৮. অসাধারন শক্তির অধিকারী
ছোটবেলায় যখন মানুষ দাড়াতে শেখে সেই বয়সে অসাধারণ শক্তিশালী হিসেবে পরিচিতি পায় লিয়াম হকস্ট্রা। মাত্র তিন বছর বয়সে সে পাঁচ পাউন্ডের ডামবেল তুলতে পারত। আর সেটা কেবল তোলা অব্দি আটকে থাকলেও হত।
ডামবেলগুলোকে অনেকটা হালকা ওজনের বেলুনের মতই নাড়াত সে। যেন সেগুলোর কোন ওজনই নেই! অনেকেই লিয়ামের ভবিষ্যতে শারিরীক সমস্যা হতে পারে বলে জানালেও এখনো পর্যন্ত তেমন কোনো সমস্যা দেখা যায়নি তার।
রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৫/রাশেদ
No comments:
Post a Comment