টিভি মিডিয়ায় বছরের যত আলোচিত ঘটনা
আমিনুল ই শান্ত : রাইজিংবিডি ডট কম
Published:28 Dec 2015 12:05:33 AM Monday || Updated:28 Dec 2015 12:24:09 AM Monday

ছবির কোলাজ
খোলা পিঠের ছবি নিয়ে স্পর্শিয়ার বিপদ : চলতি বছরের মাঝমাঝি সময় মডেল ও অভিনেত্রী স্পর্শিয়াকে নিয়ে অন্তর্জালে ঘটে যায় ব্যাপক তুলকালাম কাণ্ড। স্পর্শিয়া নামের একটি ‘ফেক’ ফেসবুক পেইজ থেকে তার একটি খোলা পিঠের ছবি প্রকাশ করা হয়। আর তাতেই অনেকে স্পর্শিয়ার ওপর ক্ষিপ্ত হন। যদিও স্পর্শিয়া অস্বীকার করেননি যে, ফেক পেইজ থেকে আপ দেয়া ছবিটি তার নয় বরং তিনি জানিয়েছেন, খোলা পিঠের ছবিটি তারই, কিন্তু ছবিটি ন্যুড নয়। মডেল ও অভিনেত্রী স্পর্শিয়ার খোলা পিঠের ছবিটি প্রথমে ‘টি জেড’ স্টোর তাদের পেইজে আপ করেন, কিন্তু ভালো না আসায় স্পর্শিয়ার অনুরোধেই সেখান থেকে সরিয়ে ফেলা হয়। কিন্তু পরবর্তীতে সেই খোলা পিঠের ছবিটিই তার নমে চালানো একটি ‘ফেইক’ একাউন্ট থেকে আপ করা হয়। আর তাতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন স্পর্শিয়া।
প্রভা আবার বিতর্কে : প্রভা-অপূর্বর আলোচিত ঘটনার পর সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু এ বছর শ্যামল মাওলার সঙ্গে প্রভার প্রেমের সম্পর্ক রয়েছে বলে মিডিয়া পাড়ায় আবার গুঞ্জন ওঠে। গত ৮ নভেম্বর শ্যামল মাওলার জন্মদিন ছিল। এদিন শ্যামলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শ্যামলের বাসায় জন্মদিনের পার্টিতে যোগ দেন অভিনেত্রী প্রভা। এ ঘটনার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরো জোরালো হয় ওঠে। তবে প্রভা-শ্যামল তাদের এ সম্পর্কটিকে বন্ধুত্ব বলেই উড়িয়ে দেন।
সুজানা-হৃদয়ের বিচ্ছেদ : হালের মডেল ও টিভি অভিনেত্রী সুজানা। সাড়ে তিন বছর প্রেম করার পর এ বছরের ১ আগস্ট গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খানকে বিয়ে করেন তিনি। এটি ছিল তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। মাস তিনেক যেতে না যেতেই তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয়। এক পর্যায়ে তা চরম আকার ধারণ করে। বনিবনা না হওয়ায় তারা আলাদা থাকতে শুরু করেন। অবশেষে ৬ এপ্রিল তালাকনামায় স্বাক্ষর করেন হৃদয় খান ও সুজানা। ২০১০ সালের শুরুর দিকে পূর্ণিমা আকতারকে বিয়ে করেছিলেন হৃদয় খান। ছয় মাসের মাথায় হৃদয় খানের সেই সংসার ভেঙে যায়। তার আগে সাত বছর প্রেম করেন নওরীন নামের আরেকজনের সঙ্গে। অন্যদিকে ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদেকে প্রথম বিয়ে করেন সুজানা। তার সেই বিয়ে টিকেছিল মাত্র চার মাস।
সুমাইয়া শিমুর বিয়ে : চলতি বছরের ২৯ আগস্ট বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় অভিনয়শিল্পী সুমাইয়া শিমু। বরের নাম নজরুল ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন তিনি। কিন্তু শিমু-নজরুলের বিয়ের ছবি প্রকাশের পর বাধে বিপত্তি। কারণ নজরুলের গায়ের রং কালো। সুমাইয়ার মতো একজন কীভাবে বর পছন্দ করলেন এ নিয়ে শুরু হয় আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এ নিয়ে সরব হয়ে ওঠে। ফেসবুকে তাদের বিয়ের ছবি প্রকাশিত হলে বিভিন্ন শ্রেণীর মানুষ বাজে মন্তব্য করতে শুরু করে। এক পর্যায়ে বিষয়টি ইন্টারনেট ভাইরালে পরিণত হয়।
রোমানার তৃতীয় বিয়ে : তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় অভিনেত্রী রোমানা খান। বাংলাদেশী আমেরিকান ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। চলতি বছরের ৮ আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের গায়ে হলুদ সম্পন্ন হয়। বছর খানেক আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রোমানা। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে পরিচয় হয় তার। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
এর আগে রোমানা উপস্থাপক আনজাম মাসুদকে বিয়ে করেছিলেন। সেটাও টেকেনি। আনজামের সঙ্গে বিচ্ছেদের পর সংসার গড়েন সাজ্জাদ নামে এক ব্যবসায়ীর সঙ্গে। রোমানার এটি তৃতীয় বিয়ে হলেও এলিন রহমানের দ্বিতীয়।
বিতর্কিত শবনম ফারিয়া : ঈদুল ফিতরে ছোটপর্দার নির্মাতা ইমরাউল রাফাত নির্মাণ করেন ‘রুম ডেট’ শিরোনামে একটি নাটক। যা ঈদের দিন থার্ডবেল ডট কম নামের একটি অনলাইন টেলিভিশনে প্রচার করা হয়। এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শবনম ফারিয়া। সাধারণত বাংলা নাটকে যেসব দৃশ্যের কথা দর্শক কল্পনাও করতে পারেন না, তেমন কিছু দৃশ্য ছিল এ নাটকে। ফলাফল হিসেবে প্রচারের পর আলোচনায় চলে আসে নাটকটি। এমন চরিত্রে অভিনয়ের জন্য সমালোচিত হন ফারিয়া।
গত ১ ডিসেম্বর ‘আমার কলিংবেল’ নাটকের দৃশ্য ধারনের সময় শবনম ফারিয়া সেটে সিনিয়ার শিল্পীর সঙ্গে বাজে ব্যবহার করে পুনরায় সমালোচিত হন। শুধু তাই নয়, তিনি চায়ের কাপ ফেলে দিয়ে সেট ছেড়ে চলে যান। এমনকি তিনি এ নাটকে আর কাজ করবেন না বলেও জানিয়ে দেন। তারপর দেশ টিভির কর্তৃপক্ষের নিকট ফারিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন নির্মাতা। এ নিয়েও ফারিয়াকে বেশ বিতর্কের মুখে পড়তে হয়েছে।
রিচি সোলায়মানের মিথ্যে বিচ্ছেদ : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। সবার প্রিয় এই মুখটির দাম্পত্য জীবন নিয়ে টানাপোড়েন শুরুর খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। খবরে বলা হয়, গত কয়েক মাস ধরে স্বামী রাশেক-উর-রহমানের সঙ্গে তার দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ছেড়ে ঢাকায় স্থায়ী হয়েছেন রিচি। ২০০৮ সালে আমেরিকা প্রবাসী বাঙালি রাশেককে বিয়ে করেন রিচি। নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত আছেন রাশেক। তাদের সংসারে ৫ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। এমতাবস্থায় বিচ্ছেদের মিথ্যে সুরে আলোচিত ছিলেন রিচি।
বাঁধনের সংসারে ভাঙ্গনের সুর : আজমেরী হক বাঁধন। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন জনপ্রিয় এ অভিনেত্রী। তারপর অনেকটা আচমকা ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী সনেটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এ সময় সংসারী হয়ে অভিনয়কেও বিদায় জানান।
এর মধ্যে তার ঘর আলো করে এসেছে একটি কন্যাসন্তান। সুখের আলোতে যখন সংসার ভরে উঠেছে তখনই ভাঙনের করুণ সুর বেজে উঠেছে বাঁধনের সংসারে। দীর্ঘ চার বছর ধরে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে রয়েছেন বাঁধন। বাবার বাড়িতে থাকলেও এখনো সেপারেশনের মতো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি। এ নিয়ে বছরের শেষান্তে বেশ আলোচনায় ছিলেন বাঁধন।
রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৫/শান্ত
No comments:
Post a Comment