সালমান'র কেক নিয়ে কাহিনী
বিডি
ইউএসএ
বিনোদন
নিউজ
: 0
0 0
0
তিন
দিন
আগে
বলিউডের খান
সাহেব
সালমান
খানের
৫০তম
জন্মদিন ছিলো।
`ভাইজান'র জন্মদিন উদযাপন
করতে
পরিবার,
কাছের
বন্ধু
ও
ভক্তরা
কোনো
কমতি
রাখেননি। প্রিয়
মানুষটির জন্য
সবকিছুই করার
চেষ্টা
করেছেন
তারা।
‘সাল্লু মিয়ার’ জন্মদিন উপলক্ষে ছোট বোন অর্পিতা একটি স্পেশাল কেক ভাইজানকে উপহার দিয়েছেলেন।
তবে মস্ত বড় কেকটি প্রকাশ্যে আসার পর শুরু হয় নানা কাহিনী। তিনদিন পর ৫০ কেজি ওজনের ওই কেকটির দাম এক লাখ রুপি ছিলো বলে জানিয়েছেন অর্পিতা। দাবাং খানের জন্য কেকটি বিশেষ অর্ডার দিয়ে দু’দিন ধরে তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।
‘সাল্লু মিয়ার’ জন্মদিন উপলক্ষে ছোট বোন অর্পিতা একটি স্পেশাল কেক ভাইজানকে উপহার দিয়েছেলেন।
তবে মস্ত বড় কেকটি প্রকাশ্যে আসার পর শুরু হয় নানা কাহিনী। তিনদিন পর ৫০ কেজি ওজনের ওই কেকটির দাম এক লাখ রুপি ছিলো বলে জানিয়েছেন অর্পিতা। দাবাং খানের জন্য কেকটি বিশেষ অর্ডার দিয়ে দু’দিন ধরে তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়াও সুরাট থেকে তার অনুরাগীরা ৪০০ ফুটের একটি কেক পাঠিয়েছিলেন যার ওজন ছিলো চার হাজার কেজি। সেই কেক ২০০ অনাথ শিশুর মধ্যে ভাগ করে দিয়েছিলেন ‘বাজরাঙ্গি ভাইজান’ সালমান খান।
বিডি ইউএসএ নিউজ২৪.কম/সো/৩১ ডিসেম্বর ২০১৫ - See more at: http://bangladeshusanews24.com/entertainment/2015/12/30/20067#sthash.QCw3tyIH.dpuf
No comments:
Post a Comment