Monday, 28 December 2015

Japan support 'It' to Bangladesh

বাংলাদেশি আইটি কোম্পানিগুলোর জন্যে জাপানের বাজার সম্ভাবনাময়

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:28 Dec 2015   06:23:14 PM   Monday   
বাংলাদেশি আইটি কোম্পানিগুলোর জন্যে জাপানের বাজার সম্ভাবনাময়
বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : বাংলাদেশি আইটি কোম্পানিগুলোর জন্যে সূর্যোদয়ের দেশ জাপানের বৃহৎ তথ্যপ্রযুক্তি বাজার একটি সম্ভাবনাময় জায়গা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে ও ক্ষেত্রগুলো চিহ্নিত করতে রাজধানীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে আগারগাঁওয়ের বিসিসি সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিগত কয়েকবছর ধরে জাপানের বাজারে বাংলাদেশি কোম্পানির ব্যবসায় সম্প্রসারণ ও বাংলাদেশে জাপানি বিনিয়োগ আনতে কাজ করছে বেসিস। এই লক্ষ্যে ইতিপূর্বে জাপান ও বাংলাদেশে বিজনেস টু বিজনেস (বিটুবি) সেমিনার আয়োজন ও জাপান আইটি উইকে অংশগ্রহণ করে বেসিস। এরই ধারাবাহিকতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দুইটি জাপানি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বেশ কয়েকজন আইটি প্রফেশনাল অংশ নেন। এছাড়া বেসিসের সদস্যভুক্ত প্রায় ৪০টি কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বাণিজ্যিক প্রসার ও বিনিয়োগের লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জাপানি আইটি কোম্পানিগুলো বাংলাদেশের মতো একটি দ্রুতবর্ধমান ও সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগে প্রকৃত অর্থেই আগ্রহী। তবে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা সম্পর্কে এখনো জাপানের অধিকাংশ কোম্পানি বা বিনিয়োগকারীরা ভালোভাবে জানেন না। তাই জাপানে বাংলাদেশের কান্ট্রিব্যান্ডিং আরো জোরদার করতে হবে।

অংশগ্রহণকারীদের মতে, বাংলাদেশ ও জাপানের মধ্যে পারস্পরিক সম্প্রীতি উভয় দেশের আইটি ব্যবসা
সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করবে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৫/ফিরোজ

No comments:

Post a Comment