বাজারে এসেছে নোফোন
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:23 Dec 2015 01:48:18 PM Wednesday || Updated:23 Dec 2015 01:49:41 PM Wednesday

যারা ফোন ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না, মোবাইলে আসক্ত সেসব মানুষদের সমাধান হতে পারে ‘নোফোন’। কেননা নোফোন হচ্ছে, আসলে এক টুকরো কালো প্লাস্টিক।
অনেকেরই মাত্রাতিরিক্ত ফোন-আসক্তি রয়েছে, যা প্রায় সময়ই বিব্রতকর এবং বিরক্তিকর। মুভি দেখার ক্ষেত্রে বিরক্তিকর কিংবা রোমান্টিক মুহূর্ত নষ্ট করে দেয়- এরকম ক্ষেত্রে সমাধান হতে পারে এই নোফোন।
নির্মাতাদের দাবী, ফোনের মতই দেখতে হালকা-পাতলা এই প্লাস্টিক পকেটে বা হাতে ফোন থাকার অনুভূতি দেবে এবং ধীরে ধীরে ফোনের আসক্তি কাটাতে সক্ষম হবে। তাদের মতে, ‘এটি অবশ্যই একটি কৌতুক। কিন্তু এ কৌতুকের পেছনে ভয়াবহ একটি সত্যি লুকিয়ে আছে।’
ফোন না হলেও, ফোনের মতোই বিক্রি হচ্ছে নোফোন। এ পর্যন্ত চার হাজার ইউনিটের বেশি নোফোন বিক্রি হয়েছে। ৫, ১০ ও ১৫ ডলারে পাওয়া যাচ্ছে নোফোন।
সম্পূর্ণ ফিচার ছাড়া, অর্থাৎ শুধু ফোন আকৃতির প্লাস্টিকের টুকরো নোফোনের সংস্করণটির মূল্য পাঁচ ডলার। ভুয়া বাটন এবং পোর্টসংবলিত নোফোনের দাম ১০ ডলার। ১৫ ডলারের নোফোনে স্ক্রিনের স্থানে রয়েছে কালো কাচ এবং ভুয়া বাটন ও পোর্ট।
তথ্যসূত্র: সিনেট
No comments:
Post a Comment