Wednesday, 23 December 2015

Online earn - adsense

অনলাইনে আয় : অ্যাডসেন্সের বিকল্প (ভিডিওসহ পর্ব-২)

ইবনে মিজান : রাইজিংবিডি ডট কম
Published:24 Dec 2015   12:10:25 AM   Thursday   ||   Updated:24 Dec 2015   09:05:02 AM   Thursday
অনলাইনে আয় : অ্যাডসেন্সের বিকল্প (ভিডিওসহ পর্ব-২)
ইবনে মিজান : অনলানে আয় বর্তমান সময়ের একটি আলোচিত বিষয়। অনলাইনে আয় করার জন্য অনেকেই সঠিক পথ নির্দেশনা না পেয়ে বিভিন্ন ভুল করে থাকে, আর এক সময় দিশেহারা হয়ে পড়ে।

কিন্তু আর নয়। যদি আপনার লেখালিখির অভ্যাস থাকে ব্যস তাই যথেষ্ট, বানিয়ে ফেলুন নিজের একটি ব্লগ সাইট। অ্যাড পাবলিশার হয়ে শুরু করুন আয়। আর যাদের আগে থেকেই নিজস্ব ওয়েবসাইট বা ব্লগ আছে তারা হয়তো গুগল আডসেন্সের কথা আগে থেকেই জানেন। হয়তো আডসেন্সের জন্য গুগলে আবেদনও করেছেন কিন্তু যথেষ্ট পরিমাণ ভিসিটর আর ইংরেজি না থাকায় গুগল আডসেন্সের অনুমোদন পাননি। আজকের এই আয়োজন সেই নতুন ও অনুমোদন না পাওয়া ওয়েবসাইট ও ব্লগ মালিকদের জন্য।

প্রথম পর্বে আমারা আলোচনা করেছিলাম রেভিনিউহিটস : অ্যাডসেন্স বিকল্প

অনলাইনে আয় : জেনে নিন অ্যাডসেন্সের বিকল্প (ভিডিওসহ) নিয়ে। আজকের আলোচনার বিষয় ‘প্রপেলারঅ্যাড’ যা আডসেন্স-এর বিকল্প হিসেবে সেরা।

প্রপেলারঅ্যাড ইউকেভিত্তিক একটি অ্যাড নেটওয়ার্ক কোম্পানি। যারা আপনার সাইটে আন্তর্জাতিক ভিজিটরের জন্য সর্বোচ্চ সিপিএম দেবে। যদি আপনার সাইটে ইউএস, কানাডা, ইউকে বা অস্ট্রেলিয়া থেকে ভিজিটর থাকে তাহলে আপনিও সর্বোচ্চ সিপিএম পাবেন।

সিপিএম অ্যাড মানে হচ্ছে, প্রতি ১০০০ বার অ্যাড প্রদর্শনের জন্যই আপনাকে এর মূল্য পরিশোধ করা হবে। সুতরাং আপনার অ্যাড এ ভিজিটরের ক্লিক পরুক আর নাই পরুক আপনার আয় হবেই।


প্রপেলারঅ্যাড এর সংক্ষিপ্ত বর্ণনা :


নেটওয়ার্কের ধরন: সিপিএম, সিপিএ

অ্যাড এর ধরন: ব্যানার, পপ আন্ডার, মোবাইল পুশ আপ ইত্যাদি

পেমেন্ট মেথড: পাওনিওর, ব্যাংক ওয়্যার

সর্বনিম্ন পে: $ ১০০

অ্যাড সমূহ :

• অন ক্লিক পপ আন্ডার অ্যাড

• মোবাইল অ্যাড

• ক্লাসিক ব্যানার অ্যাড

• লেয়ার অ্যাড

• স্লাইডার অ্যাড

• ডিরেক্ট অ্যাড

ভিডিও :



অন ক্লিক পপ আন্ডার অ্যাড

অন ক্লিক পপ আন্ডার অ্যাড সিপিএম এর জন্য সবচেয়ে বেশি কার্যকর। কোনো কোনো ক্ষেত্রে পপ আন্ডার অ্যাড এর সিপিএম সর্বচ্চ $১০ ও হয়ে থাকে। এর কারণ হল সাইটের প্রতি ক্লিক এই পপ আন্ডার অ্যাড এর ইম্পেশন হয়।

মোবাইল অ্যাড

মোবাইল অ্যাড এর জন্য প্রপেলারঅ্যাড দুটি বিশেষ ধরনের অ্যাড দিয়ে থাকে। মোবাইল ডায়লোগ অ্যাড ও মোবাইল ইন্টার্সসিয়াল। মোবাইল ডায়লোগ অ্যাড এ ইউজারের দৃষ্টি আকর্ষণ করে অ্যালার্ট বক্সে প্রদর্শন করে, ফলে এর সিটিআর ও সিপিএম অনেক বেশি পাওয়া যায়।

মোবাইল ইন্টার্সসিয়াল মোবাইলের স্ক্রিন স্ক্রীন জুড়ে প্রদর্শিত হয়, এই ধরনের অ্যাড এর কার্যকারিতাও অনেক বেশি।

ক্লাসিক ব্যানার অ্যাড

অন্যান্য অ্যাড নেটওয়ার্কের মত প্রপেলারঅ্যাড ও ব্যানার দিয়ে থাকে। ব্যানার অ্যাড এর মধ্যেও বিভিন্ন সাইজ রয়েছে যেমন ৭২৮ × ৯০, ৩০০ × ২৫০, ১৬০ × ৬০০, ৮০০ × ৪৪০ ইত্যাদি।

No comments:

Post a Comment