Tuesday, 29 December 2015

selfie not always

দুঃসাহসিক সেলফি

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:29 Dec 2015   02:48:56 PM   Tuesday   
দুঃসাহসিক সেলফি
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : এখন সেলফির যুগ। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস খুললেই দেখা যায় নানা ধরনের সেলফি। যে যখন যে অবস্থায় থাকেন, সেই অবস্থায় সেলফি তুলে দেখা যায় শেয়ার করতে। তবে অনেকে জীবনের ঝুঁকি নিয়েও দু:সাহসিক সেলফি তুলে থাকেন।

সেলফির যুগে দুঃসাহসিক সেলফি তোলার ঘটনা ক্রমশ বাড়ছে। যেমন সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাসিন্দা নিক হাইক যে দুঃসাহসিক সেলফিটি তুলেছেন, তাতে আন্তজার্তিক বিভিন্ন গণমাধ্যমের খবরে পরিণত হয়েছেন তিনি। তার তোলা সেলফিটি যেমন দুঃসাহসিক তেমনি বিপদজনকও।

আইবিএন লাইভের খবরে বলা হয়েছে, অ্যামব্রিম দ্বীপের বেনবো নামের একটি জীবন্ত আগ্নেয়গিরির লাভামুখের সামনে গিয়ে নিক হাইক নিজের স্মার্টফোনে সেলফি তুলে পরবর্তীতে টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যকাউন্টে শেয়ার করেছেন।

জ্বলন্ত লাভার আগ্লেয়গিরিতে গিয়ে সেলফি তোলাটা রীতিমতো অবিশ্বাস্য একটি ব্যাপার। এ ঘটনায় তিনি প্রশংসা তো পেয়েছেনই, তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা এ ধরনের বিপদজনক সেলফি থেকে সকলে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন। কেননা চলতি বছরে সেলফি তুলতে গিয়ে অকাল মৃত্যুর ঘটনাও নেহাত কম নয়।



রাইজিংবিডি/ঢাকা/২৯ ডিসেম্বর ২০১৫/ফিরোজ

No comments:

Post a Comment