২০১৫ সালে বিশ্বের শীর্ষ ১০ ধনী

বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন ২০১৫ সালের বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে। ৭৯.২ বিলিয়ন ডলার নিয়ে তালিকায় শীর্ষে আছে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। আর, গত বছরের তালিকায় ১ নম্বরে থাকা মেক্সিকো’র কার্লোস স্লিম হেলু আছেন দ্বিতীয় অবস্থানে। প্রকাশিত তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ ১০ ধনীর নাম ও তাদের সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আমাদের আয়োজন।
১.বিল গেটস :
মাইক্রোসফটের মালিক ৫৯ বছর বয়সী বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ৭৯.২ বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি. সি. এর অধিবাসী তিনি। ব্যক্তিগত জীবনে ৩ সন্তানের জনক তিনি।
২. কার্লোস স্লিম হেলু :
টেলিকম ব্যবসার সঙ্গে যুক্ত ৭৫ বছর বয়সী হেলু। মোট সম্পদের পরিমাণ ৭৭.১ বিলিয়ন মার্কিন ডলার। মেক্সিকো সিটির বাসিন্দা হেলু ৬ সন্তানের জনক।
৩. ওয়ারেন বাফেট :
তার সম্পদের উৎস বার্কশায়ার হাথাওয়ে। ৮৪ বছর বয়সী নেবরাস্কার অধিবাসী বাফেট ৭২.৭ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। ব্যক্তিগত জীবনে ৩ সন্তানের জনক তিনি।
৪. আমানসিয়ো ওর্তেগা :
তার মোট সম্পত্তির পরিমাণ ৬৪.৫ বিলিয়ন মার্কিন ডলার। ৭৯ বছর বয়সী ওর্তেগা স্পেনের লা্ কোরুনার অধিবাসী। ব্যক্তিগত জীবনে ৩ সন্তানের জনক তিনি।
৫. ল্যারি ইলিসন :
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থাকেন ইলিসন। সম্পদের উৎস ওরাকল। ৫৪.৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক ৭০ বছর বয়সী ইলিসন।
৬. চার্লস কোচ :
বিভিন্ন ধরণের ব্যবসার সঙ্গে জড়িত তিনি। ৪২.৯ বিলিয়ন মার্কিন ডলারের মালিক ৭৯ বছর বয়সী এই মার্কিন নাগরিক। কানসাসের উইচিতার অধিবাসী তিনি। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক তিনি।
৭. ডেভিড কোচ :
৪২.৯ বিলিয়ন মার্কিন ডলারের মালিক কোচের রয়েছে বিভিন্ন ধরণের ব্যবসা। রয়েছেন ৩ জর সন্তান। ৭৫ বছর বয়সী এই মার্কিন নাগরিক থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
৮. ক্রিস্টি ওয়ালটন :
সম্পদের উৎস বিশ্বখ্যাত ব্রান্ড ওয়াল মার্ট। ৪০.৬ বিলিয়ন মার্কিন ডলারের মালিক ৬০ বছর বয়সী ওয়ালটন। থাকেন নিউ ইয়র্কের জ্যাকসনে।
৯. জিম ওয়ালটন :
৪০.৬ বিলিয়ন মার্কিন ডলারের মালিক জিম এর আয়ের উৎস ওয়াল মার্ট। ৬৭ বছর বয়সী এই মার্কিন নাগরিক আরকানসাসের অধিবাসী। ব্যক্তিগত জীবনে ৪ সন্তানের জনক তিনি।
১০. লিলিয়ান ব্যাটার্নকুট :
তার সম্পদের উৎস লরিয়েল। ৯২ বছর বয়সী লিলিয়ান ৪০.১ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। ফ্রান্সের প্যারিসের অধিবাসী এক সন্তানের জননী লিলিয়ান।
বিডি ইউএসএ নিউজ২৪.কম/সো/৮ জুলাই ২০১৫
No comments:
Post a Comment