Friday, 25 December 2015

Bangladesh TV - 51 years +

৫১ বছরে বিটিভি

বিডি ইউএসএ বিনোদন নিউজ :
 0  0  0  0
গৌরবোজ্জ্বল ৫১ বছর পেরিয়ে আজ ৫২ বছরে পদার্পণ করছে বাংলাদেশ টেলিভিশন।১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার ডিআইটি ভবনের ছোট্ট স্টুডিও থেকে অনুষ্ঠান সম্প্রচার শুরু করে বাংলাদেশ টেলিভিশন।
আজ দেশের গণ্ডি পেরিয়ে বিটিভি পৌঁছে গেছে বিশ্বব্যাপী।দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বাংলাদেশ টেলিভিশন দুটি পূর্ণাঙ্গ কেন্দ্র ১৪টি রিলে কেন্দ্রের মাধ্যমে দেশের ৯৭ শতাংশ জনপদে পৌঁছে দিচ্ছে অনুষ্ঠানমালা। এছাড়া বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে।
এক সময়কার ডিআইটি বর্তমানের রাজউক ভবন থেকে এর সম্প্রচার হতো চার ঘণ্টার জন্য। ১৯৭১ সালে স্বাধীনতার পর এর নামকরণ হয় বাংলাদেশ টেলিভিশন।
১৯৮০ সালে বিটিভি রঙিন যুগে যাত্রা শুরু করে। বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র ২টি। একটি ঢাকার রামপুরায়, অন্যটি চট্টগ্রামে।
রামপুরা টেলিভিশন কেন্দ্রটি স্থাপিত হয় ১৯৭৫ সালে। ২০০৪ সালে বিশ্বব্যাপী সম্প্রচারের জন্য বিটিভি ওয়ার্ল্ড নামে উপগ্রহভিত্তিক একটি চ্যানেল স্থাপন করা হয় এবং সর্বশেষ সংযোজন হচ্ছে সংসদ টেলিভিশন।
২০১৪ সালে ২৫ ডিসেম্বরে সাড়স্বরে পালিত হয় বিটিভি ৫০ বছর পূর্তি উৎসব। এর বিশেষত্ব হলো এটি ছিল বিশ্বের প্রথম বাংলা টেলিভিশন সম্প্রচারের অর্ধশত বছর পূর্তি। শুধু তাই নয়, এই উপমহাদেশের প্রথম বাংলা টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হয় বিটিভি মাধ্যমে।
বিডি ইউএসএ নিউজ২৪.কম/সো/২৫ ডিসেম্বর ২০১৫
- See more at: http://bangladeshusanews24.com/entertainment/2015/12/25/20021#sthash.WU9ksFQ8.dpuf
৫১ বছরে বিটিভি
বিডি ইউএসএ বিনোদন নিউজ :
গৌরবোজ্জ্বল ৫১ বছর পেরিয়ে আজ ৫২ বছরে পদার্পণ করছে বাংলাদেশ টেলিভিশন।১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার ডিআইটি ভবনের ছোট্ট স্টুডিও থেকে অনুষ্ঠান সম্প্রচার শুরু করে বাংলাদেশ টেলিভিশন।
আজ দেশের গণ্ডি পেরিয়ে বিটিভি পৌঁছে গেছে বিশ্বব্যাপী।দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বাংলাদেশ টেলিভিশন দু’টি পূর্ণাঙ্গ কেন্দ্র ও ১৪টি রিলে কেন্দ্রের মাধ্যমে দেশের ৯৭ শতাংশ জনপদে পৌঁছে দিচ্ছে অনুষ্ঠানমালা। এছাড়া বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে।
এক সময়কার ডিআইটি বর্তমানের রাজউক ভবন থেকে এর সম্প্রচার হতো চার ঘণ্টার জন্য। ১৯৭১ সালে স্বাধীনতার পর এর নামকরণ হয় বাংলাদেশ টেলিভিশন।
১৯৮০ সালে বিটিভি রঙিন যুগে যাত্রা শুরু করে। বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র ২টি। একটি ঢাকার রামপুরায়, অন্যটি চট্টগ্রামে।
রামপুরা টেলিভিশন কেন্দ্রটি স্থাপিত হয় ১৯৭৫ সালে। ২০০৪ সালে বিশ্বব্যাপী সম্প্রচারের জন্য বিটিভি ওয়ার্ল্ড নামে উপগ্রহভিত্তিক একটি চ্যানেল স্থাপন করা হয় এবং সর্বশেষ সংযোজন হচ্ছে সংসদ টেলিভিশন।
২০১৪ সালে ২৫ ডিসেম্বরে সাড়স্বরে পালিত হয় বিটিভি’র ৫০ বছর পূর্তি উৎসব। এর বিশেষত্ব হলো এটি ছিল বিশ্বের প্রথম বাংলা টেলিভিশন সম্প্রচারের অর্ধশত বছর পূর্তি। শুধু তাই নয়, এই উপমহাদেশের প্রথম বাংলা টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হয় বিটিভি’র মাধ্যমে।
বিডি ইউএসএ নিউজ২৪.কম/সো/২৫ ডিসেম্বর ২০১৫
- See more at: http://bangladeshusanews24.com/entertainment/2015/12/25/20021#sthash.WU9ksFQ8.dpuf

No comments:

Post a Comment