বিশ্বনেতাদের অদ্ভুত নাচ (ভিডিও)
সঞ্জীবন চট্টোপাধ্যায় : রাইজিংবিডি ডট কম
Published:28 Dec 2015 12:12:31 AM Monday || Updated:28 Dec 2015 08:17:59 AM Monday

নাচছেন প্রেসিডেন্ট ওবামা
ওবামা : প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে নাচার কারণে বেশ ক’বার খবরের শিরোনাম হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সর্বশেষ গত জুলাইয়ে নিজের পিতৃভূমি কেনিয়ায়। সেখানে কাঠাখোট্টা রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার আমন্ত্রণে নৈশ ভোজে যোগ দিয়েছিলেন ওবামা। অনুষ্ঠানে তখন সঙ্গীত পরিবেশন করছিল দেশটির জনপ্রিয় ব্যান্ড সাউথি সোল। এ সময় ব্যান্ডটির প্রধান গায়কের আমন্ত্রণে ওবামা চলে গেলেন তার পাশে। গায়কের সঙ্গে তাল মিলিয়ে কেনিয়ার বিশেষ নৃত্য ‘লিপালা’ নাচলেন তিনি। এসময় ওবামার সঙ্গে নেচেছেন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা, ফার্স্টলেডি মার্গারেট কেনিয়াত্তা এবং আমেরিকা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস। নাচ শেষে হাসতে হাসতে ওবামা বুকে জড়িয়ে ধরলেন সৎ বোন উমাকে।
জ্যাকব জুমা : নাচে নাকি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাও কম যান না। ইউটিউবে বিভিন্ন অনুষ্ঠানে তার নাচের ম্যালা ভিডিও রয়েছে। তবে তার নাচ দেখলে নিশ্চিত আপনাকে মুখ লুকাতে হবে না। কেবল ফিচেল হাসি বের হয়ে যাবে। সর্বশেষ গত এপ্রিলে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের স্ত্রী গ্রেস মুগাবে এক রাষ্ট্রীয় সফরে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন। অনুষ্ঠানে গ্রেসের সঙ্গে জুমার নাচ দেখলে মনে হবে, তিনি বোধ হয় ব্যায়ামই করছেন।
হুগো শ্যাভেজ : ভেনিজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট মারা গেছেন ২০১৩ সালে। অতি জনপ্রিয় এই বাম নেতা পশ্চিমাদের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে ভেনিজুয়েলার অর্থনীতিকে সুদৃঢ় অবস্থানে নিয়ে গেছেন। ২০১২ সালে নির্বাচনী প্রচারণা চলাকালে হাজার হাজার সমর্থকদের সামনে মঞ্চে খনিকের জন্য নেচেছিলেন শ্যাভেজ। সব কম্ম সবার জন্য নয়-শ্যাভেজের সেই নাচ দেখলেই বোঝা যায়। নাচের প্রথম অংশটুকু দেখলে মনে হবে তিনি বোধ হয় মঞ্চেই জগিং শুরু করে দিয়েছেন।
ডেভিড ক্যামেরন : ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নাকি বরাবরই ভদ্রলোক। তার সবকিছুর মধ্যেই নাকি শালীনতার ছোঁয়া দেখতে পাওয়া যায়। নাচতে জানেন না বলেই হয়তো তিনি বিষয়টিকে পুরোপুরি এড়িয়ে চলেন। তবে ২০১২ সালে লন্ডন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে গান পরিবেশন করছিল স্পাইস গার্লস। আর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যামেরনও। গান চলাকালে ক্যামেরনসহ উপস্থিত অনেক দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি দিয়েছেন। সেই সঙ্গে শরীরও দুলিয়েছে হাল্কা চালে। এটি কিন্তু মোটেই দৃষ্টিকটু ছিল না। তবে ক্যামেরনের স্ত্রীর পাশে থাকা লন্ডনের সাবেক মেয়র ও বর্তমান পার্লামেন্ট সদস্য বরিস জনসনের অবস্থা দেখলে কিন্তু হেসে কুটিকুটি হওয়া ছাড়া উপায় নেই। কারণ তার নাচের ভঙ্গিটাই ছিল অদ্ভূত।
দিমিত্রি মেদভেদেভ : রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হচ্ছেন ব্যাপক রাশভারী মানুষ। তবে তার পূর্বসূরী প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ছিলেন পুরোই বিপরীত। ২০১১ সালে এক অনুষ্ঠানে নব্বই দশকের জনপ্রিয় আমেরিকান বয় গানটির সঙ্গে নেচেছেন মেদভেদেভ। ওই সময় এক টুইটাবার্তায় ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘ বিশ্ববিদ্যালয় পুর্নমিলনীতে আমরা দুলছি। নাচ আর গানে আমাদের অতীতে নিয়ে যাচ্ছে।’ মেদেভেদেভের এই ‘হাঙ্কিপাঙ্কি নাচ’ আর তার কমেন্ট ওই সময় ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিল রাশিয়ায়।
জাস্টিন ট্রুডো : গত অক্টোবরে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জাস্টিন ট্রুডো। তার শরীরে আঁকা একটি ট্যাটু বেশ আলোচনার জন্ম দিয়েছে। সম্ভবত তিনিই বর্তমান বিশ্বের ট্যাটু আঁকানো একমাত্র প্রধানমন্ত্রী । ২০ অক্টোবর ইউটিউবে ট্রুডোর একটি ভিডিও প্রকাশিত হয়। এতে দেখা যায়, পাঞ্জাবী ও পায়জামা পরিহিত ট্রুডো ভারতীয় গানের তালে তালে এক তরুনীর সঙ্গে ভাংড়া নাচছেন। দেখতে সুদর্শন ট্রুডোর এই নাচ বেশ ভালোই উপভোগ করেছে নেটিজেন দুনিয়া।
বরিস ইয়েলতসিন : ১৯৯৬ সাল। বরিস ইয়েলতসিন তখন রাশিয়ার প্রেসিডেন্ট। মস্কোয় একটি কনসার্টের মঞ্চে হাজির হলেন তিনি। প্রথমে ব্যান্ড দলের সদস্যদের সঙ্গে করমর্দন করেন তিনি। এরপর সঙ্গীতের তালে তালে শুরু করলেন নৃত্য। ওই সময় ইয়েলতসিনের এই নাচের ছবি পশ্চিমা গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছিল। ওই অনুষ্ঠানের ছবি তুলে পুলিৎজার পদক পেয়েছেন রুশ ফটো সাংবাদিক আলেক্সান্ডার জেমলিয়ানিশেঙ্কো। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক নিবন্ধে বিস্ময় প্রকাশ করে বলেছিল, রাজনীতিবিদদের মধ্যে ইয়েলতসিন সম্ভবত সেরা নাচিয়ে। ভিডিওতে আপনি নিজেই দেখে নিন সেই বিখ্যাত নৃত্য। তবে শর্ত একটাই হাসতে পারবেন না।
বুশ জুনিয়র : বুশ সম্ভবত বিশ্বের সবচেয়ে অজনপ্রিয় মার্কিন প্রেসিডেন্টদের একজন। ইরাক ও আফগানযুদ্ধের কারণেই্ তার সমালোচনা অনেক বেশি। তাকে নিয়ে নেটিজেন দুনিয়ায় কম কৌতুক করা হয়নি। ভুল উচ্চারণের কারণে বেশ কয়েকবার তিনি হাসির খোঁড়াকও হয়েছিলেন। ২০০৭ সালে হোয়াইট হাউজে ম্যালেরিয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঞ্চে তখন পশ্চিম আফ্রিকার একটি নৃত্য দল তাদের পরিবেশনা শেষ করেছে। এসময় মঞ্চে ওঠেন বুশ ও তার স্ত্রী লরা। এক পর্যায়ে নৃত্যদলের ঢোলবাদকের কাছে থাকা ঢোলটিতে নিজেই কয়েকটি চাটি মারেন বুশ। এরপর সঙ্গীতের তালে তালে বেশ কিছুক্ষন নাচেন তিনি।
http://www.risingbd.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AD%E0%A7%81%E0%A6%A4-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9A-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/140226
রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৫/শাহেদ
No comments:
Post a Comment