ছবিতে দেখুন অ্যাপলের জাদুঘর
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:24 Dec 2015 12:57:10 AM Thursday

অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস
১৯৭৬ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি প্রযুক্তিপ্রেমীদের জন্য সবচেয়ে সেরা মাণের প্রযুক্তি পণ্য ও সেবা প্রতিনিয়ত বাজারে নিয়ে আসছে। তাই অ্যাপলের শুরু থেকে এখন পর্যন্ত এর পণ্যগুলো সম্পর্কে জানতে অনেকেরই কৌতুহল রয়েছে।
সেই কৌতুহল মেটাতেই চলতি সপ্তাহে চেক রিপাবলিকের রাজধানী প্রাগে উন্মোচন করা হয়েছে অ্যাপলের মিউজিয়াম বা জাদুঘর। এতে রয়েছে শুরু থেকে এখন পর্যন্ত অ্যাপলের সব পণ্যের সমাহার, অ্যাপলের প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস এবং প্রতিষ্ঠানটির অনেক ঐতিহাসিক নিদর্শন।
সম্প্রতি একজন রেডিট ব্যবহারকারী অ্যাপলের নতুন জাদুঘর ঘুরে এসে তার ব্লগে জাদুঘরের ৭০টির বেশি ছবি প্রকাশ করেছেন। তার মধ্যে থেকে কিছু ছবি এ প্রতিবেদনে প্রকাশ করা হলো।
অ্যাপলের এই মিউজিয়ামটি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায়, জাদুঘরের এই লেখাটির দিকে দৃষ্টি দিলেই। যাতে লেখা রয়েছে বিশ্বকে বদলে দিয়েছে ৩ অ্যাপল। প্রথম অ্যাপলটি ইভকে প্রলুব্ধ করেছিল, দ্বিতীয় অ্যাপল নিউটনকে উৎসাহিত করেছিল এবং তৃতীয় অ্যাপল স্টিভ জবসের মাধ্যমে প্রযুক্তি বিশ্বের নতুন দিগন্ত নিয়ে এসেছিল।
অ্যাপলের রেকর্ডার, অডিও ক্যাসেট
অ্যাপলের ডিজাইনকৃত বিভিন্ন পণ্য
অ্যাপলের জ্যাকেট
১৯৯৯-২০০১ সালের সময়কার অ্যাপলের পাওয়ারম্যাক পিসি
অ্যাপলের আগে পিক্সার নামক একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন স্টিভ জবস, তার সেই প্রতিষ্ঠানটির ভিজিটিং কার্ড। এবং ১৯৭০ সালে অ্যাপলের একটি চুক্তিপত্র।
১৯৭৭ সালে অ্যাপলের নির্মিত প্রথম মাইক্রোপ্রসেসর যুক্ত ৮ বিট কম্পিউটার এবং ২০০৪ সালের অ্যাপলের প্রথম প্রজন্মের আইপড
অ্যাপলের আইপড এবং আইফোনের বিবর্তন
স্টিভ জবসকে নিয়ে বেশ কয়েকবার টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ।
১৯৯৩-২০১২ সালের মধ্যে অ্যাপলের কিছু অ্যাকসেসরিজ, এর মধ্যে অ্যাপল টিভিও রয়েছে।
অ্যাপলের একসময়কার পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট পণ্য
অ্যাপলের বর্তমান প্রজন্মের কম্পিউটার ও ল্যাপটপে ডিজাইনের বিবর্তন
অ্যাপলের প্রথম দিককার মাউস ও ট্র্যাকবল
তথ্যসূত্র : বিজনেস ইনসাইডার
রাইজিংবিডি/ঢাকা/২৪ ডিসেম্বর ২০১৫/ফিরোজ
No comments:
Post a Comment