Friday, 25 December 2015

Merry Christmasday 25 December



আজ শুভ বড়দিন

বিডি ইউএসএ নিউজ : 0  0  0  0
আজ শুভ বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। হিংসা বিদ্বেষ পরিহার করে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সব ধরনের অন্যায়-অবিচার প্রতিরোধে ব্রতী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

খ্রিস্টান ধর্মমতে, মানব মুক্তির পথ দেখাতেই প্রায় দুই হাজার বছর আগে কুমারী মাতা মেরীর গর্ভে জন্ম নেয় এক ঈশ্বরপুত্র যীশু। বেথেলহেমের গোয়ালঘরে জন্ম নেওয়া সেই সন্তানই পরবর্তীতে হয়ে ওঠেন আলোর পথের দিশারী। যীশু জন্মের সে শুভক্ষণটি উদযাপন করতে তেঁজগায়ের ক্যাথলিক চার্চে রাত ১১টায় শুরু হয় নানা অনুষ্ঠানিকতার।
কাকরাইল চার্চের ফাদার . তপন ডি রোজারিও বলেন, নানা ধরনের সন্ত্রাসী কাজকর্মের পর ধর্মকে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু আমরা সবাই যদি একত্রিত হতে পারি তাহলে ওরা পালিয়ে যাবে।

চারশ ৪০ সাল থেকে বিশ্বের অধিকাংশ মানুষের কাছে দিনটি ক্রিসমাস নামে পরিচিত। রাজধানীর গীর্জাগুলোকে সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। গোয়াল ঘরের রেপ্লিকাসহ গীর্জা চত্বরে সাজানো হয় ক্রিসমাস ট্রি। পূর্ব পুরুষদের স্মরণে মোমবাতিও জ্বালিয়েছেন অনেকে।

পৃথিবীতে ন্যায় শান্তি প্রতিষ্ঠা করাই ছিল যীশু খ্রিস্ট্রের অন্যতম ব্রত। বিপন্ন মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে আজীবন চেষ্টা চালিয়েছেন তিনি। মহামতি যীশু সে ত্যাগ অনুসরণ করে শুদ্ধ মানুষ হওয়ার চেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় বড়দিনের প্রথম প্রহরে।

সৌহার্দের নমুনা স্থাপন করতে এবং দেশ দশের মঙ্গল কামনায় যীশুর আশীর্বাদ কামনা করেন প্রার্থনায় অংশ নেয়া সকলে।

দিনটি উপলক্ষে খ্রিস্টান ধর্মের সকলকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

বিডি ইউএসএ নিউজ২৪.কম/সো/২৫ ডিসেম্বর ২০১৫
- See more at: http://bangladeshusanews24.com/national/2015/12/25/20019#sthash.F6Z1AokA.dpuf

No comments:

Post a Comment