সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধের হুঁশিয়ারি শিক্ষকদের
ইয়ামিন : রাইজিংবিডি ডট কম
Published:27 Dec 2015 02:48:46 PM Sunday || Updated:27 Dec 2015 02:57:42 PM Sunday

তিনি বলেন, ‘অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবনমনের প্রতিকার ও মর্যাদাহানি করা হয়েছে। আমরা আমাদের মর্যাদা রক্ষার জন্য এত দিন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সচল রেখে আন্দোলন করেছি। আমাদের দাবি যদি মানা না হয়, তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
লিখিত বক্তব্যে মাকুসদ কামাল বলেন, ‘গত ৬ ডিসেম্বর আমরা অর্থমন্ত্রীর সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা সম্পন্ন করেছি। কিন্তু অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী আমাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা রক্ষিত হয়নি।’
সংবাদ সম্মেলন থেকে চারটি দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের শিক্ষদের বিষয়ে আক্রমণাত্মক বক্তব্য প্রদান করা থেকে অর্থমন্ত্রীকে বিরত থাকতে হবে, অর্থ মন্ত্রণালয় কর্তৃক তৈরি করা বির্তকিত পরিপত্র বাতিল এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিপত্র তৈরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত ও শাস্তির আওতায় আনতে হবে, চলতি মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে দেওয়া অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এ কোনো অশুভ হস্তক্ষেপ করা যাবে না।
শিক্ষকদের মর্যাদা রক্ষার এই দাবি মানা না হলে আগামী ২ জানুয়ারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সভা থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান শিক্ষক নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৫/ইয়ামিন/সাইফুল
No comments:
Post a Comment