Wednesday, 30 December 2015

Mobile and tab fair at BICC in Dhaka

৭ জানুয়ারি থেকে স্মার্টফোন ও ট্যাব মেলা

ইয়ামিন : রাইজিংবিডি ডট কম
Published:30 Dec 2015   06:30:40 PM   Wednesday   
৭ জানুয়ারি থেকে স্মার্টফোন ও ট্যাব মেলা
নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ জানুয়ারি শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।

এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটা পঞ্চম প্রদর্শনী। এতে বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। ইতিমধ্যে স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, এলিট, হেলিও,  স্টাইলাস, গোল্ডবার্গ, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শাওমি, জিওনি, গ্যাজেট গ্যাং সেভেন, মিউজুসহ বিভিন্ন ব্র্যান্ড তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন এক্সপো মেকারের হেড অব অপারেশনস নাহিদ হাসনাইন সিদ্দিকী ।

তিনি জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শনার্থীরা আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাইবাছাই করে দেখতে ও কিনতে পারবেন। থাকছে অন্যান্য আয়োজনও।

প্রতিবারের মতো এবারও মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/STExpo) ‘এসটিই কুইজ কনটেস্ট ২০১৬’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়ে বিজয়ীরা স্যামসাং, আসুস জেনফোন ২, এলিট মোবাইল ও হুয়াওয়ের পক্ষ থেকে স্মার্টফোন জিততে পারবেন।

প্রদর্শনীর সব আপডেট ফেসবুক পেজ  https://www.facebook.com/STExpo এবং দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক নিউজ পোর্টাল টেকশহরডটকমে (techshohor.com) পাওয়া যাবে।



রাইজিংবিডি/ঢাকা/৩০ ডিসেম্বর ২০১৫/ইয়ামিন/রফিক

No comments:

Post a Comment