Sunday, 27 December 2015

Great Messi - Football

রোনালদোকে পেছনে ফেলে সেরা মেসি

পরাগ : রাইজিংবিডি ডট কম
Published:28 Dec 2015   11:45:50 AM   Monday   ||   Updated:28 Dec 2015   11:53:58 AM   Monday
গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার নিচ্ছেন মেসি

গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার নিচ্ছেন মেসি

ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসির কাছে একের পর এক হেরেই চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুদিন আগেই রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনালদোকে পেছনে ফেলে ২০১৫ সালে দ্য গার্ডিয়ান-এর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড মেসি। রোববার দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডেও এ বছরের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন তারকা। গত বছর এই দুটিতেই শীর্ষে ছিলেন রোনালদো, এ বছর সে রাজত্বটা মেসির।

গ্লোব সকার অ্যাওয়ার্ডে এ বছরের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে মেসির বার্সেলোনাই। আর ক্লাবের প্রধান জোসেপ মারিয়া বার্তোমেউ পেয়েছেন বছরের সেরা সভাপতির পুরস্কার। সেরা কোচ নির্বাচিত হয়েছেন বেলজিয়ামকে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে যাওয়া মার্ক উইলমটস। বছরের সেরা এজেন্টের পুরস্কার জিতেছেন রোনালদোর এজেন্ট জর্জে মেন্ডেস। বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে খেলা আন্দ্রেয়া পিরলো ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড জিতেছেন প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড।

২০১৫ সালটা দুর্দান্তই কেটেছে মেসির। বার্সেলোনার হয়ে জিতেছেন পাঁচটি শিরোপা। তার নেতৃত্বেই এ বছর কোপা আমেরিকার ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। এ বছর ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬০ ম্যাচে ৬১ গোল করেছেন ফুটবলের এই খুদে জাদুকর। গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরার পুরস্কার পাওয়ার পর মেসি বলেন, ‘অবশ্যই আমি এখানে এসে খুশি আর এ পুরস্কার জিতে আনন্দিত; কিন্তু সব সময়ের মতোই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দল। এটা ছিল অসাধারণ এক বছর।’

রোনালদোকে হটিয়ে দ্য গার্ডিয়ান-এর বর্ষসেরার পর গ্লোব সকার অ্যাওয়ার্ডেও বর্ষসেরা ফুটবলার হলেন মেসি। আগামী ১১ জানুয়ারি দেওয়া ফিফা ব্যালন ডি’অর পুরস্কার। বর্ষসেরার এই পুরস্কারের জন্য ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গে আছেন নেইমার ও রোনালদো। আর ফিফা ব্যালন ডি’অরের মুকুট জেতার ক্ষেত্রেও মেসি এগিয়ে আছেন বলে ধরা হচ্ছে।




রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৫/পরাগ

No comments:

Post a Comment