Best personality of the year in India
ভারতে বছরের সেরা ব্যক্তিত্ব গরু
শাহেদ : রাইজিংবিডি ডট কম
Published:23 Dec 2015 08:49:55 AM Wednesday || Updated:23 Dec 2015 10:12:08 AM Wednesday

এক বিবৃতিতে ইয়াহুর ভারতীয় কার্যালয় জানিয়েছে, সবাইকে হটিয়ে দিয়ে চলতি বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছে গরু। এর যাত্রা শুরু হয়েছিল মহারাষ্ট্র সরকারের গরুর মাংস নিষিদ্ধের মধ্য দিয়ে। এই নিয়ে মাঠ থেকে শুরু করে অনলাইনেও বেশ আলোচনা হয়। দেশজুড়ে দেখা দেয় ‘গরুর মাংস বিতর্ক’।
বিবৃতিতে আরো বলা হয়, ভারতে গরুর মাংস ইস্যুতে দাদরিতে মানুষ হত্যার মতো ঘটনা ঘটেছে। দেশজুড়ে অসহিষ্ণুতার একটি প্রতীক হয়ে দেখা দেয় ‘গরু’। দেশটির পার্লামেন্টেও গরু ইস্যুতে আলোচনা হয়েছে।
পুরো বছরের ঘটনা ফিরে দেখার একটি আয়োজন হলো ইয়াহুর সেরা ব্যক্তিত্ব নির্বাচন। এই আয়োজনের মধ্য দিয়ে পুরো বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলো আবার স্মরণ করা হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় বা ব্যক্তিকে ‘পার্সোনালিটি অব দি ইয়ার’ ঘোষণা করা হয়।
রাইজিংবিডি/ঢাকা/ ২৩ ডিসেম্বর ২০১৫/শাহেদ/এএন
No comments:
Post a Comment