বলিউডের অজানা ১০
আমিনুল ই শান্ত : রাইজিংবিডি ডট কম
Published:29 Dec 2015 04:06:23 PM Tuesday || Updated:29 Dec 2015 04:22:36 PM Tuesday

ছবির কোলাজ
এক. দিলওয়ালে সিনেমায় শাহরুখের চরিত্রে সাঈফ আলী খানের অভিনয় করার কথা ছিল। যদিও এটা পুরাতন খবর। কিন্তু মজার বিষয় হলো- এ সিনেমায় রাজ মালহোত্রার চরিত্রে সবার আগে অভিনয় করার কথা ছিল হলিউডের টম ক্রুজের।
দুই. বলিউডের হিরোইন সিনেমায় অভিনয় করেছেন কারিনা কাপুর। এ সিনেমায় বিশ্বের সেরা ১৩০ জন ফ্যাশান ডিজাইনারের পোশাক পরেছিলেন তিনি। বলিউডের আর কোন সিনেমায় নায়িকার জন্য এত টাকার পোশাক কেনা হয়নি।
তিন. সারা ভারতে বছর জুড়ে মোট প্রায় ২ শ’ কোটি ৭০ লাখ রুপির সিনেমার টিকিট বিক্রি হয়ে থাকে। যা সাড়া বিশ্বের মধ্যে সর্বোচ্চ। তবে গড় টিকিট মূল্য গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে কম।
চার. বলিউড অভিনেত্রী ওয়াহিদা রেহমান। যিনি ভিন্ন ভিন্ন সিনেমায় অমিতাভ বচ্চনের মা ও প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। এই বলি সুন্দরী আদালত (১৯৭৬) সিনেমায় অমিতাভের প্রেমিকা। তার দুই বছর পর মুক্তি পায় ত্রিশূল সিনেমা। এতে ওয়াহিদাকে বিগ-বির মায়ের ভূমিকায় দেখা গেছে।
পাঁচ. বলিউডের একমাত্র সিনেমা মেরা নাম জোকার হল’তে প্রথম দুটো বিরতি ব্যবহার করা হয়।
ছয়. গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড ২০০২ সংস্করণে জায়গা করে নিয়েছিল কহো না প্যায়ার হ্যায় সিনেমাটি। সর্বমোট ৯২টি পুরস্কার জয়ী হৃতিক-আমিশার এই চলচ্চিত্রটি সবচেয়ে বেশি পুরস্কৃত সিনেমা হিসেবে গিনস বুকে জায়গা করে নেয়।
সাত. মুগল-ই-আজম সিনেমাটি হিন্দি, ইংরেজি ও তামিল ভাষায় মুক্তি দেয় হয়। কিন্তু তামিল সংস্করণটি সুপারফ্লপ হওয়ার সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষায় তৈরি হওয়া সংস্করণটিও তুলে নেওয়া হয়।
আট. অব তুমহারে ওয়াতন সাথিয়ো সিনেমার সূচনা সংগীতটি বলিউডের দীর্ঘতম গান। ‘অব তুমহারে ওয়াতন সাথিয়ো’ শিরোনামের এ গানের দৈর্ঘ্য ২০ মিনিট। এ গানটি সম্পূর্ণ সিনেমায় ভেঙে ভেঙে তিনবার দেখানো হয়েছে।
নয়. বলিউড অভিনেত্রী কলিক কোয়চলিনের প্রপিতামহ মওউরাইস কোয়চলিন। ফ্রান্সের আইফেল টাওয়ার আর আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি নির্মাণের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন।
দশ. দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ধর্মেন্দ্রর। ঘটনাটি ১৯৬০ সালের। এতে অভিনয় করে তখন তিনি পারিশ্রমিক পেয়েছিলেন ৫১ রুপি।
রাইজিংবিডি/ঢাকা/২৯ ডিসেম্বর ২০১৫/শান্ত
No comments:
Post a Comment