Wednesday, 23 December 2015

CC TV Camera

CC TV Camera

দেশের বাজারে আসছে নতুন ভিডিও সিকিউরিটি পণ্য

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:23 Dec 2015   05:21:37 PM   Wednesday   
দেশের বাজারে আসছে নতুন ভিডিও সিকিউরিটি পণ্য
বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : বাংলাদেশে ইউনিভিউ ব্র্যান্ডের সিকিউরিটি ক্যামেরা ও এনভিআর আনছে কম্পিউটার সিটি টেকনোলজিস লি.।

২০১১ সালে প্রতিষ্ঠিত ইউনিভিউ ২০১৪ সালে প্রকাশিত এক জরিপ অনুযায়ী চীনের দ্বিতীয় বৃহত্তম ভিডিও সারভেইল্যান্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। চীনে ইউনিভিউ এর রয়েছে নিজস্ব দুইটি আরএন্ডডি ডিপার্টমেন্ট। রয়েছে ৬০০ এর অধিকপ্যাটেন্ট।

পণ্য তালিকায় রয়েছে আইপি ক্যামেরা, এনভিআর, এনকোডার, ডিকোডার, আইপিস্যান, বিভিন্ন সফটওয়্যার ও অ্যাপস।

বাংলাদেশে ভিডিও সিকিউরিটি ক্যামেরার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ইউনিভিয়ের মানসম্মত পণ্যগুলো সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। কম্পিউটার সিটি প্রথম দফায় বেশ কয়েকটি মডেলের আইপিক্যামেরা ও এনভিআর বাজারজাত করার পরিকল্পনা নিয়েছে। খুব শিগগিরি বাজারে পণ্যগুলো পাওয়া যাবে। যোগাযোগ: ৯৬১২৬২৯-৩০।



রাইজিংবিডি/ঢাকা/২৩ ডিসেম্বর ২০১৫/ফিরোজ

No comments:

Post a Comment