Thursday, 31 December 2015

Export fair 2019 in purbachal new location.

২০১৯ সালে বাণিজ্য মেলা হবে পূর্বাচলে

মামুন : রাইজিংবিডি ডট কম
Published:31 Dec 2015   06:44:01 PM   Thursday   
ফাইল ফটো

ফাইল ফটো

অর্থনৈতিক প্রতিবেদক : ২০১৯ সালে ২৪তম বাণিজ্য মেলার জন্য সবাইকে যেতে হবে পূর্বাচলে। সেখানে নির্মাণ করা হবে বাণিজ্য মেলার স্থায়ী কাঠামো।

রাজধানীর শেরেবাংলা নগরে বৃহস্পতিবার বিকেলে ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আগামীকাল শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে ২১তম বাণিজ্য মেলার উদ্বোধন করা হবে।

মন্ত্রী বলেন, চীন সরকারের আর্থিক সহায়তায় ৮০০ কোটি টাকা ব্যয়ে পূর্বাচলে  নির্মাণ করা হবে বাণিজ্য মেলার স্থায়ী কাঠামো। ২০১৮ সালের পর থেকে সেখানেই প্রতি বছর বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, এখানে প্রতিবছর স্টল-প্যাভিলিয়ন নির্মাণে অনেক টাকা অপচয় হচ্ছে। এই স্টল-প্যাভিলিয়ন প্রতি বছর নির্মাণ করে আবার ভেঙে ফেলা হচ্ছে। ফলে অতিরিক্ত অনেক টাকা ব্যয় হচ্ছে প্রতি বছর। পূর্বাচলে স্থায়ীভাবে বাণিজ্য মেলা হলে এই অপচয় রোধ হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, সংসদ সদস্য সানোয়ার হোসেন প্রমুখ।

শেরেবাংলা নগরে ৩১ দশমিক ৫৩ একর জমিতে ২২টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠেয় ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৫/মামুন/বকুল

No comments:

Post a Comment