সঙ্গীতাঙ্গনের আলোচিত যত ঘটনা
রাহাত সাইফুল : রাইজিংবিডি ডট কম
Published:29 Dec 2015 12:47:50 AM Tuesday || Updated:29 Dec 2015 01:00:50 AM Tuesday

আন্তর্জাতিক মানের দুটি উৎসবের পাশাপাশি এ বছর ভারতীয় শিল্পীদের কনসার্ট লক্ষ্যণীয়। তা ছাড়াও এ বছর ঘটেছে আলোচিত-সমালোচিত এবং দুঃখজনক বেশ কিছু ঘটনা। ২০১৫ সালের সঙ্গীতাঙ্গনের নানা ঘটনা নিয়ে সাজানো হয়েছে এ বিশেষ প্রতিবেদন।
রবি চৌধুরীর বিয়ের হ্যাট্রিক
এ বছরের ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিনটিকে স্মরণীয় করে রাখলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রবি চৌধুরী। তিনি ভ্যালেন্টাইনের সন্ধ্যায় চার বছরের একা জীবনের অবসান ঘটালেন ঢাকা মেডিক্যাল কলেজের শেষবর্ষের ছাত্রী রিফাত আরা রামিজার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়ে। চার বছর আগে হঠাৎ করেই রামিজার সঙ্গে দেখা হয় রবির। তারপরই ভাল লাগা এবং প্রেম। এটি রবি চৌধুরীর তৃতীয় বিয়ে। এর আগে সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী এবং এরপর বৃহত্তর চট্টগ্রামের একটি মেয়েকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু কোন বিয়েই শেষ পর্যন্ত টেকেনি।
ন্যান্সির আত্মহত্যা চেষ্টা
এ বছরের ১৬ আগস্ট দু’দফায় ৬০টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ন্যান্সি। সুরেলা কণ্ঠের এ শিল্পী কি কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন এ নিয়ে তোলপাড় হয়েছে মিডিয়াসহ সংবাদ মাধ্যমগুলোতে। পরে বিভিন্ন সূত্রে জানা যায়, ন্যান্সির মা জোৎস্না হক মারা যাওয়ার পর ন্যান্সির বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে দূরত্ব তৈরি হয় বাবা-মেয়ের। এ ছাড়া স্বামী জায়েদ ও শ্বশুরবাড়ির লোকজন আর্থিকভাবে নির্ভরশীল হয়ে উঠেছিল ন্যান্সির ওপর। এসব পারিপার্শ্বিক কারণ তার জীবনে জটিলতার সৃষ্টি করেছে বলে অভিমত সূত্রের।
স্ত্রীর মামলা থেকে আরফিন রুমির অব্যাহতি
অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অভিযোগে প্রথম স্ত্রীর করা মামলা থেকে এবছরে অব্যাহতি পেলেন কণ্ঠশিল্পী আরফিন রুমি। ২০০৮ সালের ১৭ এপ্রিল রুমির সঙ্গে লামিয়া ইসলাম অনন্যার বিয়ে হয়। ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর তাদের একটি ছেলে হয়। এ সময় রুমি দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক না দিলে রুমি দ্বিতীয় বিয়ে করার হুমকি দেন বলে মামলার অভিযোগে বলা হয়। এ ছাড়া ২০১৪ সালের ২৪ অক্টোবর প্রথম স্ত্রী অনন্যার অনুমতি ছাড়া কামরুন নাহার নামের এক তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করেন রুমি। রুমির সঙ্গে অনন্যার বিয়ে বলবৎ থাকাবস্থায় আসামি সালিশি পরিষদের অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। ২০১৪ সালের ১৪ এপ্রিল ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে রুমির বিরুদ্ধে অনন্যা মামলাটি দায়ের করেছিলেন।
বৈবাহিক জীবনের ইতি টানলেন হৃদয়-সুজানা
বিয়ের মাত্র আট মাসের মাথায় গত ৬ এপ্রিল ঢাকার মণিপুরীপাড়ায় একটি কাজি অফিসে গিয়ে বৈবাহিক জীবনের ইতি টানলেন কণ্ঠশিল্পী হৃদয় খান ও মডেল সুজানা। সাড়ে তিন বছর প্রেম করার পর গত বছরের ১ আগস্ট মডেল সুজানাকে বিয়ে করেন হৃদয়। এটি ছিল তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। বিয়ের তিন মাস পরেই তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয়। তাদের মধ্য বনিবনা না হওয়ায় মাস চারেক ধরে আলাদা ছিলেন হৃদয় খান ও সুজানা। এ বিষয়টি নিয়ে সমালোচিত হতে হয়েছে দুজনকেই।
গায়িকা থেকে নায়িকা পড়শী
কন্ঠশিল্পী পড়শী বরাবরই কোনো না কোনোভাবে আলোচনায় থাকেন। এবারও এর ব্যাতিক্রম হয়নি। এবার যতটা না গান দিয়ে আলোচিত হয়েছে, তার চেয়ে বেশি আলোচিত হয়েছেন চলচ্চিত্রে অভিনয় করে। মেন্টাল শিরোনামের সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন পরশী। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এটি নিয়েই একাধিকবার খবরের শিরোনামে এসেছেন তিনি।
অভিনয়ে কণ্ঠশিল্পী আসিফ আকবর
এ বছর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায় প্রতিদিনই নতুন নতুন বিষয়ে বক্তব্য দিয়েছেন। তথ্য নির্ভর লেখাগুলো বেশিরভাগই এসেছে গণমাধ্যমে। এ বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে জয় লাভের পর বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। ঠিক সেসময়ই টালিউড অভিনেতা প্রসেজিতের কটুক্তিতে সমালোনার ঝড় উঠেছে ফেসবুকসহ বিভিন্ন মিডিয়া জুড়ে। গত ১২ মার্চ, বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ কটুক্তি করেন প্রসেনজিৎ। তার একদিন পরেই বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর প্রসেনজিতের স্ট্যাটাসের তীব্র ক্ষোভ প্রকাশ করে ভেরিফাইড পেজে প্রসেনজিতকে কলকাতার মেছো বাঘ বলে আখ্যা দিয়েছেন। এ সবসহ বিভিন্ন সময় বিভিন্ন বিষয় তিনি স্ট্যাটাস দিয়ে আলোচনায় ছিলেন। কণ্ঠশিল্পী আসিফ আকবর গান প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন বছরজুড়ে। ক্রিকেট ও বিপিএলের গান নিয়েও আসিফ ছিলেন আলোচনায়। প্রথমবারের মতো সিনেমায় অভিনয়ও করেছেন এ বছর। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-টু’ তে এক ঝলক দেখা যাবে তাকে।
রুনা লায়লার সঙ্গীতে ৫০ বছর পূর্ণ
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লা সঙ্গীতে ৫০ বছর পূর্ণ করেন এ বছরের ৬ জুনে। এ উপলক্ষে ১০ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। খ্যাতিমান এ সঙ্গীতশিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন ভারতের কেকে। অনুষ্ঠানে পাকিস্তান থেকে আসেন অভিনেতা ফাওয়াদ খান। ১৯৬৫ সালে ‘জুগনু’ ছবির ‘গুড়িয়াসি মুন্নি মেরি’ গান দিয়ে শুরু। এরপর শুধুই এগিয়ে যাওয়া। সঙ্গীতের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বরেণ্য এই কণ্ঠশিল্পী এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন।
দীর্ঘ ছয় বছর বাচ্চুর জীবনের গল্প
জনপ্রিয় সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু। দীর্ঘ ছয় বছর পর ‘জীবনের গল্প’ শিরেনামের একক অ্যালবাম প্রকাশ করেন এ বছর। এতে ১০টি গান রয়েছে। এ অ্যালবামের সব গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রক-লিজেন্ড নিজেই। নিজের মা এবং জীবনের নানা ঘটনা নিয়ে ‘জীবনের গল্প’ শিরোনামে গান লিখেছেন আইয়ুব বাচ্চু নিজেই।
সুর-সঙ্গীত নকলের অভিযোগ
কণ্ঠশিল্পী সাবরিনা হক সাবার ‘অনলি সাবা টু’ অ্যালবামের ‘জলের উঠোন’ শিরোনামের গানটির সুর ও সঙ্গীত নকল করে অন্য একটি গান তৈরির অভিযোগ ওঠে। তবে শিল্পীর এ অভিযোগ অস্বীকার করেছিলেন গীতিকার দেলোয়ার আরজুদা শরব। অন্যদিকে সুরকার নাজির মাহমুদ কৌশলে গীতিকারে উপর দোষ চাপিয়ে দেন। এ নিয়ে গত ৫ মে রাইজিংবিডি সুর-সঙ্গীত নকলের অভিযোগ সাবার শিরোনামের খবর প্রকাশের পরে বোধদয় হয় সুরকার ও গীতিকারের। অবশেষে তারা একই সুর ও সঙ্গীতে তৈরি করা দ্বিতীয় গানটি আর বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ক্যান্সারে আক্রান্ত দুই শিল্পী
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ১ সেপ্টেম্বর ভর্তি করা হয়েছিল লাকী আখান্দকে। সপ্তাহখানেক পর তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। ফুসফুসে ক্যান্সার নিয়ে অচিরেই তাকে নেওয়া হয় ব্যাংককের পায়থাই হাসপাতালে। জনপ্রিয় গায়ক, সুরস্রষ্টা ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দ এখন সেখানেই আছেন। এর মধ্যে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে সহসাই দেশে ফিরছেন না লাকী। এদিকে কণ্ঠশিল্পী স্বীকৃতির চিকিৎসা চলছে ভারতে। তিনিও জটিল রোগে ভুগছেন।
ঢাকা মাতালেন বলিউডের জনপ্রিয় গায়িকা
চলতি বছরের ৬ নভেম্বর অনুষ্ঠিত হলো ‘উইন্টার ব্লাস্ট-২০১৫ ঢাকা’ শীর্ষক কনসার্টে সঙ্গীত পরিবেশন করেছেন বাংলাদেশের হাবিব ও বলিউডের সুনিধি চৌহান কনসার্ট। এ বছরে সঙ্গীত পিপাসুদের এ কনসার্টটি ছিল বাড়তি আকর্ষণ।
ক্যাচ অনুপম রায় লাইভ ইন ঢাকা
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যান্সি ও অনুপম রায়ের কনসার্ট অনুষ্ঠিত হয়। বসুন্ধরা কনভেনশন সেন্টারের ‘ক্যাচ অনুপম রায় লাইভ ইন ঢাকা’ শিরোনামের এ কনসার্টটি ২০১৫ সালে শ্রোতাদের কাছে একটি স্মরণীয় কনসার্ট।
মিলন-এলিটা-ইলিয়াস-নওরীন-এর বিয়ে
এ বছরের ১ মে মৌরি রহমানের সঙ্গে ঘর বাঁধেন সঙ্গীতশিল্পী মিলন মাহমুদ। রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর পরে ২৯ মে বিয়ে করেন সঙ্গীতশিল্পী এলিটা করিম ও নাট্য পরিচালক আশফাক নিপুন। এ সময় দুই পরিবারের সদস্য ও বিনোদন অঙ্গনের কিছু তারকা উপস্থিত ছিলেন। গত ১১ অক্টোবর আমেরিকান প্রবাসী তাবাসসুম নিশাতকে বিয়ে করেন সঙ্গীত শিল্পী ইলিয়াস হোসাইন। দুই পরিবারের সদস্যদের সম্মতিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়। ৬ মার্চ বিয়ের পিঁড়িতে বসেন কোজআপওয়ান সঙ্গীতশিল্পী নওরীন। বর রেজওয়ান। এরআগে দুই পরিবারের সম্মতিতে গত বছরের ১৮ অক্টোবর আংটি বদল করেন।
গানমেলা
এ বছরের ৯ এপ্রিল শুরু হয় সঙ্গীতের বিশাল উৎসব ‘গানমেলা’। প্রথমবারের মতো এমআইবি আয়োজিত এ মেলা চলে ১০ দিনব্যাপী। ১০ দিনব্যাপীই ছিল নতুন অ্যালবামের মোড়ক উন্মোচন, কনসার্ট। শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে সঙ্গীশিল্পী ও ভক্ত দর্শনার্থীদের সমাগমে মেলা পরিণত হয় মিলনমেলায়।
লোকগানে ভরপুর ঢাকা
প্রথমবারের মতো আন্তর্জাতিক লোকগানের উৎসব (ফোকফেস্ট) অনুষ্ঠিত হয় ১২ থেকে ১৪ নভেম্বর। এ ফোক ফেস্টে অংশগ্রহণ করেন বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশের তারকা শিল্পীরা। সঙ্গীত পরিবেশন করেন পাকিস্তানের সঙ্গীতশিল্পী আবিদা পারভীন, মমতাজ, বারী সিদ্দিকী, অর্ণবসহ ভারত ও পাকিস্তানের শিল্পীরা। এ অনুষ্ঠানে প্রতিদিনই প্রায় ৫০ হাজারেরও বেশি দর্শক-শ্রোতার মন ভরিয়ে তোলে জনপ্রিয় সব লোকগান।
রাতভর উচ্চাঙ্গসঙ্গীতে মুগ্ধ দর্শক
এ বছরের ২৭ নভেম্বর থেকে আর্মি স্টেডিয়ামে চতুর্থবারের মতো আয়োজন করা হয় বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব। পাঁচ দিনব্যাপী এ উৎসব প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ও স্কয়ার নিবেদিত এই শাস্ত্রীয় সঙ্গীতের পরিবেশনা দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়িয়ে দেয়।
প্লেব্যাকে ভারতীয় শিল্পীদের আধিক্য
এবছরে ৬০টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রত্যেকটি সিনেমায় ৩ থেকে ৫টি গান ব্যবহার করা হয়েছে। এর মধ্যে খুব কমসংখ্যক গানই জনপ্রিয় হয়েছে। এ বছরে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় তাহসান ও শাকিলার গাওয়া শিরোনাম গান, যৌথ প্রযোজনার ছবি ‘রোমিও বনাম জুলিয়েট’-এর ‘সোহাগ চাঁদ’, ‘বেখেয়ালি মনে’ ইউটিউবে দেখেছেন অনেক দর্শক। সাফিউদ্দিন সাফির ‘ওয়ার্নিং’-এ শওকত আলী ইমনের সুর-সঙ্গতে জেমসের গাওয়া ‘এতো কষ্ট কষ্ট’ গানটি জনপ্রিয়তা পেয়েছে। যৌথ প্রযোজনার ‘অগ্নি-২’ ছবির আইটেম নাম্বার ‘ম্যাজিক মামনি’ সাড়া ফেলেছে। লোকে শুনেছে একই ছবির ‘বানজারা’ গানটিও। এসএ হক অলিকের ‘আরও ভালোবাসবো তোমায়’ ছবিতে হাবিব-পড়শির কণ্ঠে ‘মনের দুয়ার’ ও হৃদয় খান-পড়শির ‘তুমি আমার বসু্ন্ধরা’ গান দুটি শ্রোতাপ্রিয় হয়েছে। যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’র ‘তোর আশিকী’, ‘বৃষ্টিভেজা’ গানগুলোর অনলাইন দর্শক উল্লেখযোগ্য। ‘ব্ল্যাকমানি’ সিনেমায় লাভ মানে কী শিরোনামের এ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়।
এ বছর প্লেব্যাকে ভারতীয় শিল্পীদের আধিক্য চোখে পড়ার মতো। অনেকে মনে করছেন, চলচ্চিত্রের গানে দেশিয় শিল্পীরা অনেকখানি কোনঠাসা এখন। কারণ যৌথ প্রযোজনার ছবিগুলোতে অধিকাংশ গীতিকার-সুরকার-গায়ক-সঙ্গীত পরিচালক নেওয়া হচ্ছে কলকাতা থেকে। এখানকার সিনিয়র কিংবা জুনিয়র সঙ্গীত পরিচালকরাও সেভাবে যুক্ত নেই ছবিগুলোতে। অন্যদিকে যৌথ প্রযোজনার ছবিগুলো প্রচারে এগিয়ে থাকে বলে আলোচনায়ও আসছে এগুলোর গানগুলো।
‘৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ গান নিয়ে বির্তক
জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার হায়দার হোসেনের ‘৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ শিরোনামের গানটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি খোলা চিঠি লেখেন ছড়াকার লুৎফর রহমান রিটন।
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি, স্বাধীনতা কি বৈশাখী মেলা, পান্তা ইলিশ খাওয়া, স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া, স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা, সেমিনার, স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সমাহার? এ গানের প্রতিটি লাইন মূলত প্রশ্নবোধক। লুৎফর রহমান রিটন সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন চিঠির মাধ্যমে। এ নিয়ে সংবাদ মাধ্যমগুলোও সরব হয়ে ওঠে। এ বিষয়টি নিয়ে দুজনই পাল্টা-পাল্টি মন্তব্য করেন সংবাদ মাধ্যমে।
সঙ্গীতাঙ্গন হারিয়েছে যাদের
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সর্বজন প্রশংসিত গীতিকার ও সুরকার গোবিন্দ হালদার ১৭ জানুয়ারি চলে যান না ফেরার দেশে। কলকাতার মানিকতলার জীতেন্দ্রনাথ রায় হাসপাতালে ৮৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ষাটের দশকের প্রখ্যাত কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিন ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমীন ও সাবিনা ইয়াসমীনের বোন ফরিদা ইয়াসমিন।
অকালে না ফেরার দেশে চলে গেলেন চ্যানেল আই সেরাকণ্ঠখ্যাত শিল্পী খেয়ালি কর্মকার। ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১০ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সঙ্গীতাঙ্গনে পা রেখেছিলেন তিনি।
রাইজিংবিডি/ঢাকা/২৯ ডিসেম্বর ২০১৫/রাহাত/উজ্জল
No comments:
Post a Comment