ইনস্টাগ্রামে জনপ্রিয়তা এখন আয়ের সহজ উৎস
মোখলেছুর রহমান : রাইজিংবিডি ডট কম
Published:23 Dec 2015 04:20:54 PM Wednesday || Updated:23 Dec 2015 04:24:11 PM Wednesday

গিগা হাদিদ ও কেন্ডাল জেনার
যার ফলে নতুন প্রজন্মের কনিষ্ঠ মডেলরা কেন্ডাল জেনার, সারা ডেলভিঙ্গ কিংবা গিগি হাদিদ এর মত অভিজ্ঞ মডেলদের সঙ্গে জনপ্রিয়তার লড়াইয়ে টিকতে পারছে না কারণ তারা তাদের ইনস্টাগ্রামের খ্যাতিকে কাজে লাগিয়ে নিজেদের খুব দ্রুত জনপ্রিয় করে তুলেছে।
ইনস্টাগ্রামে কেন্ডাল জেনারের ফলোয়ারের সংখ্যা ৪৪ মিলিয়ন, সারা ডেলভিঙ্গের ফলোয়ার ২৩.৯ মিলিয়ন এবং গিগি হাদিদের ফলোয়ারের সংখ্যা ১০.২ মিলিয়ন।
বর্তমানে কর্পোরেট জগত মডেলদের এই ইনস্টাগ্রাম জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে তাদের পণ্যের ব্র্যান্ডিংয়ের জন্য।
বর্তমানে মডেলদের সঙ্গে চুক্তির ক্ষেত্রে তাদের ইনস্টাগ্রাম জনপ্রিয়তাকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে কারণ তাদের মাধ্যমে যে পণ্যটি প্রদর্শন করা হচ্ছে সেটি তাদের ইনস্টাগ্রাম জনপ্রিয়তার কারণে সহজে প্রমোশন হচ্ছে।
১৯৯০ সালের দিকে সুপারমডেল লিন্ডা ইভানগালিস্তার একটি স্বীকারোক্তিতে জানিয়েছিলেন যে, তিনি দৈনিক ১০,০০০ ডলার এর কমে বিছানা ছেড়ে কাজে নামেন না। ফলে এটা খুব সহজেই অনুমেয় যে বর্তমানে মডেলদের আয় আরো অনেক বেশি।
জেনার, হাদিদ এবং ডেলভিঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে একটি পোস্টের জন্য ১ লাখ ২৫ হাজার ডলার থেকে ৩ লাখ ডলার পর্যন্ত নিয়ে থাকেন!
স্যোশাল নেটওয়ার্কিং বিশেষজ্ঞ ডি মারি বলেন, ‘২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে জ্ঞান না থাকলে বর্তমান এই কর্পোরেট দুনিয়ায় একটি মেয়ে তার ক্যারিয়ার খুব বেশি দূর নিয়ে যেতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি ছাড়া আপনি কীভাবে একজন বড় তারকা হবেন বলে আশা করেন?’
অবশ্য জেনার (২০), ডেলভিঙ্গ (২৩) কিংবা হাদিদ (২০) শুধু একা নয়- কারলি ক্লজ, বাহাটি প্রিন্সলো ও মিরান্ডা কের’রা তাদের ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য বিভিন্ন ব্র্যান্ডের কাছ থেকে ২৫ হাজার ডলার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত নিয়ে থাকেন।
সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মাধ্যমগুলোয় জনপ্রিয় মডেলদের মাধ্যমে শুধুমাত্র পণ্যের প্রচারেই নতুন মাত্রা যোগ করছে না, মডেলদের পারিবারিক জীবনেও সহজেই বাড়তি আয়ের উৎস হিসেবে কাজ করছে।
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার
রাইজিংবিডি/ঢাকা/২৩ ডিসেম্বর ২০১৫/ফিরোজ
No comments:
Post a Comment