পাইরেটেড সিনেমার ট্রান্সফার শেখাচ্ছে নেটগিয়ার!
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:27 Dec 2015 05:27:59 PM Sunday || Updated:27 Dec 2015 05:44:21 PM Sunday

ধরুন আপনি টরেন্ট সাইট থেকে একটি সিনেমা ডাউনলোড করলেন, এখন সেটা কীভাবে অন্যান্য পিসিতে সহজেই পাঠাবেন?
এটা খুব সহজেই করা যায় নেটগিয়ারের জেনিক সফটওয়্যারটির একটি বিশেষ ফিচার ‘টার্বো ট্রান্সফার’ এর মাধ্যমে।
মজার ব্যাপার হচ্ছে, নেটগিয়ার তাদের এই সফটওয়্যার সুবিধা ওয়েবসাইটটিতে দেওয়ার সময় ভুলক্রমে সফটওয়্যারটির ওই টাবো ফিচারটির স্ক্রিনশটও দিয়ে দেয়, যার মাধ্যমে দেখা গেছে, সফটওয়্যারটির মাধ্যমে কীভাবে পাইরেটেড সিনেমা ট্রান্সফার করা যাবে।
অর্থাৎ স্ক্রিনশটের মাধ্যমে কাউকে নেটগিয়ার বুঝিয়েছে যে, কীভাবে পাইরেটেড সিনেমা সহজেই একই নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটারে ট্রান্সফার করা যাবে!
অথচ প্রযুক্তি আইনে পাইরেটেড সিনেমা ডাউনলোড ও তা শেয়ারিং অপরাধের মধ্যে পড়ে।
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার
রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৫/ফিরোজ
No comments:
Post a Comment