ভোট দিয়ে আনন্দিত ১২০ বছরের বৃদ্ধা
রফিকুল ইসলাম কামাল : রাইজিংবিডি ডট কম
Published:30 Dec 2015 04:44:17 PM Wednesday || Updated:30 Dec 2015 05:51:47 PM Wednesday

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা রোকসানা আক্তার। মেয়ে ফাহমিদা আক্তারকে নিয়ে বুধবার বিকেলের দিকে ভোটকেন্দ্রে আসেন তিনি। ফাহমিদা আক্তারক তার মাকে কোলে করে ভোটকেন্দ্রে নিয়ে আসেন।
পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে রোকসানা বলেন, ‘ভোট দিতে পেরে আমি আনন্দিত।’
রোকসানার মেয়ে ফাহমিদা বলেন, ‘মায়ের শারীরিক অবস্থা তেমন ভালো নয়। কিন্তু তিনি মনে-প্রাণে ভোট দিতে আগ্রহী হওয়ায় তাকে ভোটকেন্দ্রে নিয়ে আসি।’
এদিকে সিলেটের তিন পৌরসভার ২৭ ভোটকেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিভিন্ন কেন্দ্রে তাদের দীর্ঘ লাইন প্রত্যক্ষ করা যায়।
রাইজিংবিডি/সিলেট/৩০ ডিসেম্বর ২০১৫/রফিকুল ইসলাম কামাল/মুশফিক
No comments:
Post a Comment