Friday, 25 December 2015

Technology Factor in 2015

Technology Factor in 2015

বছরের প্রযুক্তি বিশ্বের বিস্ময়কর ১২ ঘটনা

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:24 Dec 2015   05:54:17 PM   Thursday   ||   Updated:26 Dec 2015   12:08:10 PM   Saturday
বছরের প্রযুক্তি বিশ্বের বিস্ময়কর ১২ ঘটনা
মনিরুল হক ফিরোজ : ২০১৫ সালে নতুন প্রযুক্তি ও পণ্যে প্রযুক্তি-বিশ্ব সরগরম ছিল। অপ্রত্যাশিত ঘটনা এ বছর অনেকই ঘটেছে। ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় নিউজ পোর্টাল বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী জেনে নিন ২০১৫ সালের সবচেয়ে বড় বিস্ময়কর ঘটনাগুলো।

মাইক্রোসফটের চমক : ২০১৫ এর জানুয়ারিতে দেখা যায় মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নামে নম্বরের ধারাবাহিকতা রাখেনি। উইন্ডোজ ৮-এর পরবর্তী সংস্করণ হিসেবে উইন্ডোজ-৯ অপারেটিং সিস্টেম বাজারে আসবে, এমনটা ধারণা ছিল সকলের। বছর শুরুর প্রথম তিন সপ্তাহ পরেই, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নামে চমক সৃষ্টি করে মাইক্রোসফট। ‘উইন্ডোজ-৮’ এর পর ‘উইন্ডোজ-৯’ না এনে ‘উইন্ডোজ-১০’ নিয়ে আসে প্রতিষ্ঠানটি।

নেট নিউট্রালিটি নীতিমালা : ফেব্রুয়ারি মাসে নেট নিউট্রালিটি নীতিমালা প্রণয়ন করে এফসিসি। মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে নেট নিউট্রালিটি নীতিমালা পাশ করে। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন আদান-প্রদানের ওপর সার্ভিস প্রোভাইডারদের নিয়ন্ত্রণের ফলে এফসিসির আওতায় চলে আসে। গুগল, ফেসবুক, টুইটার, অ্যামাজনসহ মোট ১০০ প্রযুক্তি কোম্পানি এর বিরোধিতা করে। পাশাপাশি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের এ নীতিমালার ব্যাপক সমালোচনা করা হয়।

অ্যামাজনের ড্যাশ বাটন : বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট অ্যামাজন যখন মার্চের ৩১ তারিখে ঘোষণা দেয় যে, তারা অভিনব সুবিধার পণ্য ‘ড্যাশ বাটন’ নিয়ে আসছে, তখন তাদের এ ঘোষণাটিকে সকলে এপ্রিল ফুল উপলক্ষে বোকা বানানোর ঘোষণা ভেবেছিল। কিন্তু অ্যামাজন সত্যিই ড্যাশ বাটন পণ্যটি নিয়ে আসে। এটি এমন একটি ছোট ডিভাইস যার মাধ্যমে স্বাচ্ছন্দ্যে পণ্য কেনার অর্ডার দেওয়া যাবে কম্পিউটার বা স্মার্টফোন ছাড়াই। ডিভাইসটিতে ক্লিক করলেই নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্যের তথ্য স্বয়ংক্রিয়ভাবে অ্যামাজন কর্তৃপক্ষের কাছে চলে যাবে। এ ছাড়া রান্নাঘরের কোনো কিছু ফুরিয়ে যাওয়ার আগেই অ্যামাজন ড্যাশ দিয়ে স্ক্যান করে নিয়ে সঠিক হিসাব রাখা যাবে। আর নতুন কোনো কিছু লাগলে মনে করিয়ে দেওয়ার জন্য এতে রয়েছে ভয়েস রেকর্ডার।
 
অ্যাপল ওয়াচ ব্যর্থ : এ বছরের এপ্রিল মাসটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল প্রযুক্তি বিশ্ব। কারণ অনেক গুজব, গুঞ্জন, আলোচনার শেষে এ বছরের এপ্রিলে বাজারে আসে বহুল কাঙ্ক্ষিত পণ্য- অ্যাপল ওয়াচ। কিন্তু সমালোচকদের মতে, অ্যাপল ওয়াচ চরমভাবে ব্যর্থ হয়েছে অ্যাপল প্রেমী ও প্রযুক্তি বিশ্লেষকদের মন জয় করতে।

অ্যাপলের সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ : জুনে সুইফট নামে নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উন্মোচন করে অ্যাপল। যা ছিল ডেভেলপারদের জন্য খুব বড় একটা চমক। কেননা অ্যাপলের নতুন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ওপেন সোর্সের হওয়ায় সহজেই তা ব্যবহার করে আইওএস এবং ম্যাক ডিভাইসের জন্য প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন উন্নয়ন করতে পারবে ডেভেলপাররা। এ বছরের ডিসেম্বর সুইফট ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ হিসেবে বাজারে ছেড়েছে অ্যাপল।

এলেন পাও এবং রেডিট বিদ্রোহ : সোশাল নিউজ শেয়ারিংয়ের জনপ্রিয় সাইট রেডিট ব্যবহারকারীদের বিদ্রোহের মুখে পড়ে এ বছরের জুলাই মাসে পদত্যাগে বাধ্য হোন সাইটটির প্রধান নির্বাহী এলেন পাও। মূলত সাইটটির ‘আস্ক মি অ্যানিথিং’ বিভাগের প্রধান ভিক্টোরিয়া টেইলরকে চাকরিচ্যুত করায় ব্যাপক সমালোচনা শুরু হয় এবং সাব-রেডিট হিসেবে পরিচিত কয়েকশ জনপ্রিয় চ্যাট সেকশন বন্ধ করে দেয় ব্যবহারকারীরা। ফলে ব্যবহারকারীদের সমালোচনা ও বিদ্রোহের মুখে পদত্যাগ করেন ২০১৪ সালে রেডিটের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়া এলেন পাও। তার অপসারণের দাবিতে এক পিটিশনে স্বাক্ষর করেছিলেন দুই লাখ রেডিট ব্যবহারকারী।
 
গুগল থেকে অ্যালফাবেট : এ বছরের আগস্টে প্রযুক্তি বিশ্বকে চমকে দিয়ে অ্যালফাবেট নামে নতুন কোম্পানি গঠন করেন গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। গুগল এখন অ্যালফাবেট কোম্পানিটির অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। গুগল প্রতিষ্ঠাতাদের মতে, তারা যেসব প্রকল্প নিয়ে এগোচ্ছেন, তা এতটাই বিশাল যে একটি পরিচালনা প্রতিষ্ঠানের অধীনে সবকিছু দক্ষতার সঙ্গে চালানো সম্ভব হবে না। একেক ধরনের প্রকল্প চালানোর জন্য একেক ধরনের নেতৃত্ব, সংস্কৃতি ও জনবল দরকার। এ কারণেই অ্যালফাবেট তৈরি করা হয়েছে। এ কোম্পানিটি প্রতিটি প্রকল্প দেখভাল করবে। এতে অন্য প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে।

অ্যামাজনে কর্মীদের অমানবিক পরিশ্রমের তথ্য ফাঁস : বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্মীদের অমানুষিক পরিশ্রম করানোর বিষয়টি প্রথমবারের মতো এক প্রতিবেদনে এ বছরের আগস্টে প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে প্রকাশ করা হয়, অ্যামাজন কর্তৃপক্ষ সম্প্রতি ‘কর্মক্ষমতা বৃদ্ধি পরিকল্পনা’য় শ্রমিকদের অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে, যেখানে কর্মচারীদের চার দিন ধরে একটানা কাজ করানো হয়। এমনকি ক্যান্সারে আক্রান্ত কর্মকর্তাও এতে বাদ যায়নি। চাকরি বাঁচাতে তা সহ্য করতে বাধ্য হচ্ছেন তারা।

৬ হাজার শব্দের ওই প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজনের ব্রিটেনের অফিসে শ্রমিকদের সঙ্গে আচরণ ছিল ‘গৃহপালিত পশুর মতো’। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার শ্রমিকদের তীব্র গরমে কাজ করতে বাধ্য করা হয়। সিয়াটলে অ্যামাজন সদর দফতরের এক প্রাক্তন কর্মচারী জানান, অফিস থেকে ইমেইলের মাধ্যমে তাদের সপ্তাহে ৮০ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হয়।

অ্যামাজনের আরেক প্রাক্তন শ্রমিক বলেন, শিশু ভূমিষ্ট হওয়ার পরও তাকে রেহাই দেওয়া হয়নি। কাজে যেতে বাধ্য করা হয়। চাকরি বাঁচাতে তারা ‘কর্মক্ষমতা বৃদ্ধি পরিকল্পনা’য় অংশ নিয়েছেন বলে নিউইয়র্ক টাইমসকে জানান। তবে আমাজন কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।

অ্যাড-ব্লকার ব্যবহারের অনুমোদন : অ্যান্ড্রয়েডে দীর্ঘ দিন থেকেই অ্যাড-ব্লকার ব্যবহৃত হয়ে আসলেও আইফোন বা আইপ্যাডে অ্যাড-ব্লকার ব্যবহারের সুবিধা ছিল না। এ বছরের সেপ্টেম্বরে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের অ্যাড-ব্লকার ব্যবহারের সুবিধা চালু করে অ্যাপল। অনলাইনে বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে ব্যবহারকারীদের রক্ষায় অ্যাপলের এ সুবিধা চালুর বিষয়টি ছিল অপ্রত্যাশিত।
 
স্টিভ জবসের অপছন্দ : অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্রয়াত স্টিভ জবসের খুবই অপছন্দ ছিল টাচস্ক্রিন ডিভাইসে ‘স্টাইলাশ’ অর্থাৎ ডিজিটাল পেন্সিল ব্যবহারের বিষয়টি। তিনি হাতের আঙুল ব্যবহারের পক্ষপাতী ছিলেন। অথচ এ বছরের সেপ্টেম্বরে অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুক অ্যাপলের নতুন আইপ্যাড প্রো ট্যাবলেটের সঙ্গে স্টাইলিশ পেন ব্যবহারের সুবিধাটি নিয়ে আসেন। ব্যবহারকারীরা টিম কুকের এই উদ্যোগকে অবশ্য স্বাগতই জানিয়েছেন। কেননা টিম কুক কখনোই তার পূর্বসূরীর কোনো বিশ্বাসের বিরুদ্ধে যেতে পিছপা হননি। বড় স্ক্রিনের আইফোনের ব্যাপারেও স্টিভ জবসের ছিল প্রবল আপত্তি। কিন্তু টিম কুক ঠিকই বড় সাইজের আইফোন সিক্স ও সিক্স প্লাস বাজারে নিয়ে আসেন।

টেলসার অটোপাইলট গাড়ি : চালকবিহীন গাড়ি নিয়ে দীর্ঘদিন ধরেই পরীক্ষা-নিরীক্ষা করছে গুগল। তবে গুগলকে টেক্কা দিতে এ বছরের অক্টোবরে হঠাৎ করে চালকবিহীন গাড়ি বা অটোপাইলট গাড়ি উন্মোচন করে টেলসার প্রধান নির্বাহী ইলোন মাস্ক। টেলসার চালকবিহীন গাড়িটি হাই পারফরম্যান্সের সেন্সর দ্বারা তৈরি। এটি সঠিকভাবে রোডে রাখা, সঠিক লেন মেনে গাড়ি চলানো, স্পিড লিমিট এবং রোড সাইন ঠিক মতো ফলো করা, সঠিক স্থানে পার্ক করা ইত্যাদি আরো অনেক কাজ করতে সক্ষম।

জাকারবার্গের চমক : ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের ঘর আলো করে ডিসেম্বরে কন্যা সন্তান এসেছে, এটাই প্রযুক্তি বিশ্বে অনেক বড় একটা খবর। এই খবরটি বোমার মতো ফেটে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে যখন সন্তানের আগমনের খুশিতে তিনি ফেসবুকে থাকা তাদের শেয়ারের ৯৯ শতাংশ দাতব্য কাজে দান করার কথা জানান।



রাইজিংবিডি/ঢাকা/২৪ ডিসেম্বর ২০১৫/ফিরোজ/সাইফুল

No comments:

Post a Comment