Wednesday, 30 December 2015

Football - MESSI - Records 2015

মেসি-সুয়ারেজে উড়ে গেল বেতিস

পরাগ : রাইজিংবিডি ডট কম
Published:31 Dec 2015   10:32:29 AM   Thursday   ||   Updated:31 Dec 2015   10:38:26 AM   Thursday
আবারও জ্বলে উঠলেন মেসি-নেইমার-সুয়ারেজ, জয়ে বছর শেষ করল বার্সা

আবারও জ্বলে উঠলেন মেসি-নেইমার-সুয়ারেজ, জয়ে বছর শেষ করল বার্সা

ক্রীড়া ডেস্ক : এর চেয়ে সুন্দরতম শেষ আর কী বা হতে পারে। দুর্দান্ত কাটানো এক বছরের শেষটাও জয় দিয়েই রাঙিয়ে রাখল বার্সেলোনা। তাও আবার বড় জয়েই।

আক্রমণভাগের ত্রয়ী লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের দারুণ পারফরম্যান্সে রিয়াল বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লুইস এনরিকের দল। আর এই জয়ে বার্সেলোনা বছরটাও শেষ করল লা লিগার শীর্ষে থেকে।

বুধবার রাতে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেছেন সুয়ারেজ। বার্সার জার্সিতে ৫০০ ম্যাচ খেলতে নামা মেসি গোল করেছেন একটি।

কম যাননি নেইমারও। পেনাল্টি মিস করলেও মেসি-সুয়ারেজের একটি করে গোলে সহায়তা করেছেন ব্রাজিল তারকাই। অন্য গোলটি উপহার হিসেবে এসেছে প্রতিপক্ষ খেলোয়াড়ের আত্মঘাতীতে।

অবশ্য ম্যাচ শেষে স্কোরলাইনটাই ৮-০-ও হতে পারত! কিন্তু এদিন মাঠে বেতিসের সঙ্গে বার্সার ‘প্রতিপক্ষ’ হয়ে দাঁড়িয়েছিল গোলপোস্টও। চার-চারটি বার বল পোস্টে লেগে ফিরে আসে, নষ্ট হয়ে যায় দারুণ সব সুযোগ।

ঘরের মাঠে ম্যাচে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে। বেতিসের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা লেগে মেসি পড়ে গেলে পেনাল্টি পায় স্বাগতিকরা। যদিও পেনাল্টি নিতে গিয়ে বল ক্রসবারে মেরে সহজ সুযোগটা নষ্ট করেন নেইমার। তবে বল বিপদমুক্ত করতে গিয়ে বেতিসের এক খেলোয়াড় নিজেদের জালেই জড়িয়ে দেন। বার্সা এগিয়ে যায় ১-০ গোলে।

২৯ মিনিটে প্রথম গোলের তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে বার্সা। আক্রমণটা ছিল দেখার মতো। মেসি বাঁয়ে নেইমারকে বল দিয়ে চলে যান গোলের সামনে। আর নেইমার ডিফেন্ডারদের ফাঁক দিয়ে বল পাঠান মেসিকে। বার্সেলোনার জার্সিতে ৫০০তম ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়ার ম্যাচে লক্ষ্যভেদ করেন টানা চারবারের বর্ষসেরা তারকা। বার্সার জার্সিতে এটা মেসির ৪২৫তম গোল।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও বিরতির পর খেলার প্রথম মিনিটেই স্কোরলাইন ৩-০ করেন সুয়ারেজ। সার্জিও বুস্কেটসের পাস থেকে লক্ষ্যভেদ করেন উরুগুইয়ান স্ট্রাইকার। এরপর আক্রমণে আরো ধার বাড়ায় বার্সা। ৬১ মিনিটে আরেকটি গোল পেয়েও যেতে পারতো তারা। কিন্তু নেইমারের শট পোস্টে লেগে ফিরে আসে।

এরপর ৬৯ থেকে ৭৫, এই ছয় মিনিটে আরো তিনটি গোল পেতে পারতো স্বাগতিকরা। মেসিও পেতে পারতেন হ্যাটট্রিক। কিন্তু এই সময়ে মেসির দুটি শট ক্রসবারে লাগে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসের একটি শটও ওই ক্রসবারে লেগেই গোলের সুযোগ নষ্ট হয়ে যায়। তবে ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বার্সার বড় জয় নিশ্চিত করেন সুয়ারেজ।

এ জয়ে লা লিগার শীর্ষে থেকেই বছরটা শেষ করল বার্সেলোনা। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। ১৭ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টও ৩৮, তবে বার্সার চেয়ে গোল গড়ে পিছিয়ে তারা দ্বিতীয় স্থানে আছে। অ্যাটলেটিকোর সমান ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।



রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৫/পরাগ

No comments:

Post a Comment