Excellent article collection from online -for mobile 21 aps
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের প্রয়োজনীয় ২১ অ্যাপস (শেষ পর্ব)
মনিরুল হক ফিরোজ :রাইজিংবিডি
ডট কম Published:24 Nov 2015
12:53:52 AM
Tuesday || Updated:24 Nov 2015
10:06:16 AM Tuesday
মনিরুল
হক ফিরোজ : এমন কিছু প্রয়োজনীয়
অ্যাপ রয়েছে
যেগুলো অ্যাপলের
অনুমোদন না
পাওয়ায় আইফোনের
জন্য নির্মিত
হয়নি, ফলে
সেগুলো এক
চেটিয়াভাবে কেবলমাত্র
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের
জন্যই।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের
তেমনই প্রয়োজনীয়
২১টি অ্যাপস
নিয়ে দুই
পর্বের প্রতিবেদনের
আজ থাকছে
শেষ পর্ব।
২১টি অ্যাপসের
মধ্যে থেকে
১১টি অ্যাপসের তথ্য ‘অ্যান্ড্রয়েড স্মার্টফোনের প্রয়োজনীয় ২১ অ্যাপস (পর্ব-১)’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ
করা হয়েছিল।
আজ জেনে
নিন বাকি
১০টি অ্যাপের
তথ্য।
হোভার
চ্যাট
প্লে স্টোরে অনেক ধরনের মেসেজিং অ্যাপ রয়েছে। তবে এই অ্যাপটি ভিন্ন ঘরানার। মোবাইলে সিনেমা দেখার সময় কিংবা অন্যান্য অ্যাপ ব্যবহারের সময়ও ‘হোভার চ্যাট’ নামক এই মেসেজিং অ্যাপটির মাধ্যমে চ্যাট করা যাবে। অন্যান্য মেসেজিং অ্যাপে চ্যাট করার সময় অন্য আর কিছু করা যায় না। কিন্তু হোভার চ্যাট এক্ষেত্রে অনেক এগিয়ে।
প্লে স্টোরে অনেক ধরনের মেসেজিং অ্যাপ রয়েছে। তবে এই অ্যাপটি ভিন্ন ঘরানার। মোবাইলে সিনেমা দেখার সময় কিংবা অন্যান্য অ্যাপ ব্যবহারের সময়ও ‘হোভার চ্যাট’ নামক এই মেসেজিং অ্যাপটির মাধ্যমে চ্যাট করা যাবে। অন্যান্য মেসেজিং অ্যাপে চ্যাট করার সময় অন্য আর কিছু করা যায় না। কিন্তু হোভার চ্যাট এক্ষেত্রে অনেক এগিয়ে।
মোবাইলে কোনো
কিছু পড়া
বা দেখার
সময়, সেগুলো
বন্ধ না
করেই এই
অ্যাপটির মাধ্যমে
চ্যাট করা
যাবে। প্লে
স্টোরে এই
অ্যাপটির রেটিং
৪.১।
বিনা মূল্যে
ডাউনলোড করা
যাবে https://goo.gl/qOKqlk লিংক
থেকে।
কভার
লক স্ক্রিন
আপনি হয়তো আপনার ফোনে বিভিন্ন অ্যাপস ব্যবহার করেন। কিন্তু সবগুলো তো আর নিয়মিত এবং সবসময় ব্যবহার করেন না। এমন কিছু অ্যাপস রয়েছে যেগুলো হয়তো আপনি বাসায় থাকাকালীন সময়ে বেশি ব্যবহার করেন, কিছু অ্যাপস অফিসে বেশি ব্যবহার করেন এবং কিছু অ্যাপস হয়তো গাড়িতে থাকাকালীন সময়ে বেশি ব্যবহার করে থাকেন।
আপনি হয়তো আপনার ফোনে বিভিন্ন অ্যাপস ব্যবহার করেন। কিন্তু সবগুলো তো আর নিয়মিত এবং সবসময় ব্যবহার করেন না। এমন কিছু অ্যাপস রয়েছে যেগুলো হয়তো আপনি বাসায় থাকাকালীন সময়ে বেশি ব্যবহার করেন, কিছু অ্যাপস অফিসে বেশি ব্যবহার করেন এবং কিছু অ্যাপস হয়তো গাড়িতে থাকাকালীন সময়ে বেশি ব্যবহার করে থাকেন।
আর বিভিন্ন
সময়ের জন্য
প্রয়োজনীয় অ্যাপসগুলো
আপনার ফোনের
স্ক্রিনে রেখে
দেবে ‘কভার
লক স্ক্রিন’
অ্যাপটি। স্মার্টফোনের
স্ক্রিন লক
থাকা অবস্থায়ও
প্রয়োজনীয় অ্যাপসগুলো
ডিসপ্লে থেকে
সরাসরি ব্যবহার
করা যাবে।
পাশাপাশি বাসা,
অফিস, গাড়ি
কিংবা অন্যান্য
সময়ের আলাদা
ওয়ালপেপারের মাধ্যমে
প্রয়োজনীয় অ্যাপগুলো
সহজেই দ্রুত
ব্যবহারের জন্য
ডিসপ্লেতে রেখে
দেওয়া যাবে।
প্লে স্টোরে
এই অ্যাপটির
রেটিং ৪.৪। বিনা মূল্যে
ডাউনলোড করা
যাবে https://goo.gl/A9CA3G লিংক
থেকে।
লোকেল
(লোকেশন)
কৃত্রিম বুদ্ধিমত্ত্বা প্রযুক্তির এই অ্যাপটি। তাই স্বাভাবিকভাবেই এটি বিনা মূল্যের নয়। অ্যাপটি ব্যবহার করতে চাইলে ব্যয় করতে হবে ৯.৯৯ ডলার।
কৃত্রিম বুদ্ধিমত্ত্বা প্রযুক্তির এই অ্যাপটি। তাই স্বাভাবিকভাবেই এটি বিনা মূল্যের নয়। অ্যাপটি ব্যবহার করতে চাইলে ব্যয় করতে হবে ৯.৯৯ ডলার।
ব্যবহারকারীর সুবিধার্থে
অ্যাপটি ফোনের
বেশ কিছু
অপশন স্বয়ংক্রিয়
চালু করতে
পারে। যেমন
আপনি হয়তো
এমন জায়গায়
আছেন, যেখানে
ফোনের রিংটোন
বেজে উঠলে,
আপনি বিব্রত
হতে পারেন,
সেক্ষেত্রে এই
অ্যাপটি ফোনকে
সাইলেন্ট মোডে
নিয়ে যাবে।
লোকেশন অনুসারে
এই অ্যাপটি
স্বয়ংক্রিয়ভাবেই ফোনকে
জেনারেল বা
সাইলেন্ট অথবা
ভাইব্রেশন মোডে
নিয়ে যাবে।
ফোনের চার্জ
যখন শেষের
দিকে, তখন
স্বয়ংক্রিয়ভাবে ফোনের
ব্রাইটনেস কমিয়ে
চার্জ বাঁচাবে
অ্যাপটি। এরকম
আরো বিভিন্ন
স্বয়ংক্রিয় সুবিধার
ফিচার রয়েছে
অ্যাপটিতে। প্লে
স্টোরে এই
অ্যাপটির রেটিং
৪.৩।
অ্যাপটির লিংক:
https://goo.gl/1giBiv ।
স্কাইম্যাপ
স্কাইম্যাপ অ্যাপটি টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগলের তৈরি। এই অ্যাপটির সাহায্যে আপনি মহাকাশের গ্রহ-তারা চিনতে পারবেন। মহাকাশের তারা/নক্ষত্র সবকিছুর অবস্থান আপনার বর্তমান লোকেশন অনুযায়ী কোথায় আছে, সেটা দেখিয়ে দিতে পারে স্কাইম্যাপ অ্যাপটি।
স্কাইম্যাপ অ্যাপটি টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগলের তৈরি। এই অ্যাপটির সাহায্যে আপনি মহাকাশের গ্রহ-তারা চিনতে পারবেন। মহাকাশের তারা/নক্ষত্র সবকিছুর অবস্থান আপনার বর্তমান লোকেশন অনুযায়ী কোথায় আছে, সেটা দেখিয়ে দিতে পারে স্কাইম্যাপ অ্যাপটি।
লিংক
বাবল ব্রাউজার
এটি আসলে একটি সময় সাশ্রয়ী ব্রাউজিং অ্যাপ। এবং ২০১৪ সালের অন্যতম সেরা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। বিভিন্ন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় যখন আপনি একটি লিংক ক্লিক করবেন, তখন ব্যাকগ্রাউন্ডে সেই লিংকটি লোড হতে থাকবে, যখন পুরোপুরি লিংকটি লোড হবে, তখন সেটি আপনি আপনি ওপেন হবে।
এটি আসলে একটি সময় সাশ্রয়ী ব্রাউজিং অ্যাপ। এবং ২০১৪ সালের অন্যতম সেরা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। বিভিন্ন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় যখন আপনি একটি লিংক ক্লিক করবেন, তখন ব্যাকগ্রাউন্ডে সেই লিংকটি লোড হতে থাকবে, যখন পুরোপুরি লিংকটি লোড হবে, তখন সেটি আপনি আপনি ওপেন হবে।
টাস্কার
স্বয়ংক্রিয় ফোন ব্যবস্থাপনার আরেকটি জনপ্রিয় অ্যাপ হচ্ছে টাস্কার। অ্যাপটিতে ২শ’রও বেশি বিল্ট-ইন প্লাগ-ইন রয়েছে। এই অ্যাপটির সাহায্যে মোবাইলের কোন ফাংশনটি কোন সময় বা কোনদিন ব্যবহার করবেন তা নির্দিষ্ট করে দেয়া যাবে।
স্বয়ংক্রিয় ফোন ব্যবস্থাপনার আরেকটি জনপ্রিয় অ্যাপ হচ্ছে টাস্কার। অ্যাপটিতে ২শ’রও বেশি বিল্ট-ইন প্লাগ-ইন রয়েছে। এই অ্যাপটির সাহায্যে মোবাইলের কোন ফাংশনটি কোন সময় বা কোনদিন ব্যবহার করবেন তা নির্দিষ্ট করে দেয়া যাবে।
সময়ানুযায়ী মোবাইলের
নানা কাজ
সম্পাদনের জন্য
অন্যতম সেরা
অ্যাপ এটি।
তবে অ্যাপটি
বিনা মূল্যের
নয়। অ্যাপটির
মূল্য ২.৯৯ ডলার।
টাস্কার অ্যাপটি
মিলবে https://goo.gl/49vCkM লিংকে।
ইউসিসিডব্লিউ-আল্টিমেট কাস্টম উইগেট
ফোনের ডিসপ্লেতে পছন্দমতো উইগেট সেট করার সুবিধা দেবে এই অ্যাপটি। আপনি কেবলমাত্র অনেকগুলো স্কিন থেকে নিজের পছন্দমতো স্কিনটি সেট করে নিন। এরপর পছন্দমতো উইগেট সেট করুন যেমন: টেক্সট, ইমেজ, ওয়েদার, ক্লক, ক্যালেন্ডার, ব্যাটারি ইনফো, মিসড কল, জিমেইলসহ আরো অনেক কিছু রয়েছে।
ফোনের ডিসপ্লেতে পছন্দমতো উইগেট সেট করার সুবিধা দেবে এই অ্যাপটি। আপনি কেবলমাত্র অনেকগুলো স্কিন থেকে নিজের পছন্দমতো স্কিনটি সেট করে নিন। এরপর পছন্দমতো উইগেট সেট করুন যেমন: টেক্সট, ইমেজ, ওয়েদার, ক্লক, ক্যালেন্ডার, ব্যাটারি ইনফো, মিসড কল, জিমেইলসহ আরো অনেক কিছু রয়েছে।
আনক্লাউডেড-ক্লাউড ম্যানেজার
এটি হচ্ছে বেশ অভিনব সুবিধার ক্লাউড টুল। এই অ্যাপটির সাহয্যে আপনি আপনার বিভিন্ন ক্লাউড স্টোরেজ অ্যাকাউন্ট যেমন ড্রপবক্স, গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, বক্স এবং মেগা- এইসবগুলোর তথ্য এবং ব্যবহার একটি প্লাটফর্ম থেকেই করতে পারবেন।
এটি হচ্ছে বেশ অভিনব সুবিধার ক্লাউড টুল। এই অ্যাপটির সাহয্যে আপনি আপনার বিভিন্ন ক্লাউড স্টোরেজ অ্যাকাউন্ট যেমন ড্রপবক্স, গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, বক্স এবং মেগা- এইসবগুলোর তথ্য এবং ব্যবহার একটি প্লাটফর্ম থেকেই করতে পারবেন।
ড্রুপ
কন্ট্যাক্টস
অ্যান্ড
ডায়ালার
এই অ্যাপটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনার বিভিন্ন বন্ধুর ফোননম্বর একটি প্লাটফর্মেই প্রদর্শন করবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, স্কাইপে, হ্যাংআউট সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আপনার বন্ধুদের নম্বরগুলো একত্রে দেখা যাবে অ্যাপটিতে এবং সহজেই নম্বরগুলোতে ডায়াল করা যাবে।
এই অ্যাপটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনার বিভিন্ন বন্ধুর ফোননম্বর একটি প্লাটফর্মেই প্রদর্শন করবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, স্কাইপে, হ্যাংআউট সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আপনার বন্ধুদের নম্বরগুলো একত্রে দেখা যাবে অ্যাপটিতে এবং সহজেই নম্বরগুলোতে ডায়াল করা যাবে।
স্লাইডিং
এক্সপ্লোরার
ফোনের ফোল্ডার ও ফাইল ব্যবস্থাপনার অন্যতম সেরা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ এটি। এক্ষেত্রে নানা সুবিধা মিলবে এই অ্যাপটিতে। প্লে স্টোরে স্লাইডিং এক্সপ্লোরার অ্যাপটির রেটিং ৪.৩।
ফোনের ফোল্ডার ও ফাইল ব্যবস্থাপনার অন্যতম সেরা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ এটি। এক্ষেত্রে নানা সুবিধা মিলবে এই অ্যাপটিতে। প্লে স্টোরে স্লাইডিং এক্সপ্লোরার অ্যাপটির রেটিং ৪.৩।
No comments:
Post a Comment