সাফ ফুটবলের পর্দা উঠছে বুধবার
ইয়াসিন : রাইজিংবিডি ডট কম
Published:22 Dec 2015 06:56:10 PM Tuesday || Updated:22 Dec 2015 07:37:08 PM Tuesday

সাত দল নিয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, মালদ্বীপ ও ভুটান। গতবারের মতো এবারও ‘এ গ্রুপে ভারত, নেপাল, শ্রীলংকা। পাকিস্তানও এই গ্রুপে ছিল। কিন্তু গত ২২ নভেম্বর সাফ ফুটবল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় তারা। ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায় পাকিস্তান।
উদ্বোধনী ম্যাচে লড়বে নেপাল ও শ্রীলংকা। ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশের ম্যাচ পরদিন। সাফের বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানের বিপক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে নামবে লাল-সবুজ জার্সীধারীরা।
মঙ্গলবার থিরুবানান্থাপুরমের আউটার স্টেডিয়ামে অনুশীলন করে মামুনুলরা। শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিচ্ছেন মারুফুল হকের শিষ্যরা। শিষ্যদের পাশাপাশি লড়াইটা কোচ মারুফুল হকেরও। টানা দুই বিদেশী কোচকে বাদ দিয়ে ফুটবলের দায়িত্ব দেওয়া হয়েছে মারফুল হকের কাঁধে। মারুফুল হক হচ্ছেন প্রথম উয়েফার কাছ থেকে যোগ্যতার স্বীকৃতি পাওয়া ফুটবল কোচ। হাইপ্রোফাইল দেশীয় এ কোচ সাফ ফুটবলে জাতীয় দলকে কোথায় নিয়ে যেতে পারেন তাই দেখার বিষয়।
সাফে বাংলাদেশের বড় সাফল্য ২০০৩ সালে ঘরের মাটিতেই। সেবার দক্ষিণ এশিয়ার সেরার মুকুটটা পড়ে বাংলাদেশ। সেবার গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়ে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল। সেমিতে দূর্বার ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল গ্রুপ পর্বে ১-০ ব্যবধানে জয় পায় মালদ্বীপ। ফাইনালেও বালাদেশ ছিল দূর্বার। ১-১ ব্যবধানে ৯০ মিনিটের লড়াই শেষে ম্যাচ গড়ায় পেনাল্টিতে। পেনাল্টিতে লাল-সবুজ জার্সীধারীরা ৫-৩ ব্যবধানে জয় ছিনিয়ে আনে।
সাফ ফুটবলের মিশনে যাওয়ার আগে বাংলাদেশ দলের কোচ মারুফুল হক বলেছিলেন, ‘প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান বেশ শক্তিশালী। দলটি সাফের বর্তমান চ্যাম্পিয়নও। তাদের নিয়ে আমরা প্রচুর কাজ করেছি। পরিকল্পনামাফিক খেলতে পারলে জয় দিয়েই মিশন শুরু করতে পারব আমরা।’
২৪ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে মারুফুল হকের দল। ২৬ তারিখ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপ। ২৮ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে ২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
চূড়ান্ত দল : শহীদুল আলম, রাসেল মাহমুদ লিটন, আশরাফুল ইসলাম রানা, নাসিরুল ইসলাম, জামাল ভূইয়া, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, জাহিদ হোসেন, মামুনুল ইসলাম (অধিনায়ক), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জুয়েল রানা, রায়হান হাসান, মোনায়েম খান রাজু, তপু বর্মন, নাসিরউদ্দিন চৌধূরী, সোহেল রানা, নাবীব নেওয়াজ জীবন, শাখাওয়াত হোসেন রনি, আতিকুর রহমান মিশু ও ওয়ালী ফয়সাল।
রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৫/ইয়াসিন/শামীম
No comments:
Post a Comment