Tuesday, 22 December 2015

Black Whole - environment

কতটা বড় হতে পারে ব্ল্যাকহোল?

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:22 Dec 2015   02:51:39 PM   Tuesday   ||   Updated:22 Dec 2015   02:52:33 PM   Tuesday
কতটা বড় হতে পারে ব্ল্যাকহোল?
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ব্ল্যাকহোল হচ্ছে মহাকাশের এমন একটি অঞ্চল, যেটা দেখা যায় না কিন্তু এর অস্তিত্ব রয়েছে।সেখানে মাধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রবল যে সেখান থেকে কোনো কিছুই বের হতে পারে না। এমনকি আলোও বের হতে পারে না। তাই ব্ল্যাকহোল নিয়ে আগ্রহের শেষ নেই।

ছোট এবং বড় দুই ধরনের ব্ল্যাকহোল রয়েছে মহাকাশে। কিন্তু বড় ব্ল্যাকহোলগুলো আসলেই কতটা বড়?

সে প্রশ্নটির উত্তরটিই সম্প্রতি জানিয়েছেন লিস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। মহাবিশ্বের কেন্দ্রে থাকা বিভিন্ন বড় ব্ল্যাক হোলগুলোর ওপর গবেষণা করে গবেষকরা জানিয়েছেন, সূর্যের বর্তমান যে আয়তন ও ভর রয়েছে তার চেয়ে ৫ হাজার গুণ বড় সূর্যকেও গিলে নেওয়ার ক্ষমতা রাখে বড় ব্ল্যাকহোল।

গবেষকদের মতে, ব্ল্যাকহোলের বৃদ্ধির একটা সীমাবদ্ধতা রয়েছে। সর্বোচ্চ পর্যায়ে বৃদ্ধির পর এর ভেতরের থাকা বায়বীয় পদার্থ শক্তি হারায় এবং অজানায় হারিয়ে যায়।

মহাকাশে আমাদের গ্যালাক্সিতেই প্রায় ১০ মিলিয়ন ব্ল্যাকহোল রয়েছে। আর হাবল টেলিস্কোপের অনুসন্ধানে মহাকাশে প্রায় ১০০ বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। তার মানে পুরো মহাকাশে প্রায় ১০ কোয়ানটিলিয়নস ব্ল্যাকহোল রয়েছে এবং প্রতি সেকেন্ডে একটি করে ব্লাকহোল তৈরি হচ্ছে।

তথ্যসূত্র: আইবি টাইমস



রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৫/ফিরোজ

No comments:

Post a Comment