Monday, 1 February 2016

smart phone for Internet data save

স্মার্টফোনে ইন্টারনেট ডাটা বাঁচাবেন যেভাবে

মো. রায়হান কবির : রাইজিংবিডি ডট কম
Published:01 Feb 2016   01:27:32 PM   Monday   
স্মার্টফোনে ইন্টারনেট ডাটা বাঁচাবেন যেভাবে
মো. রায়হান কবির : অনেকেই অভিযোগ করেন স্মার্টফোনে ইন্টারনেট ডাটা প্যাক ক্রয় করার পর, তা দ্রুত শেষ হয়ে যায়। কোথায় যে যায়, তার কোনো হিসাব পান না!

এ নিয়ে অনেক সময় মোবাইল অপারেটরদের সঙ্গেও ঝামেলা করেন অনেকেই। কারণ, সামান্য অজ্ঞতা। অনেকেই জানেন না যে, আইওএস বা আইফোনের সফটওয়্যার এবং অ্যান্ড্রয়েড অনেকটাই ইন্টারনেটভিত্তিক সফটওয়্যার। এর বেশির ভাগ ফিচার ইন্টারনেট ছাড়া কাজ করে না। আর প্রায় সব সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সর্বদা তাদের আপডেট খুঁজতে থাকে।

ফলে আগের সময়ের নকিয়া বা স্যামসাং মোবাইলের মতো এদের ইন্টারনেট সিস্টেম না। আগের মোবাইলগুলোর সফটওয়্যার ছিল, আপনি যে পর্যন্ত ইন্টারনেটে না ঢুকবেন সে পর্যন্ত সে নেট ইউজ করবে না। আর বর্তমানের মোবাইলগুলো প্রায় সবগুলোই নেট অপশন অন থাকলেই আপনার পারমিশন ছাড়াই তাদের আপডেট সার্চ করতে থাকে। যদিও আপনি যখন এসব সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, তখন তাদের এই শর্তগুলো মেনেই ইনস্টল করেন। দেখবেন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময়ে আপনাকে বেশকিছু শর্ত দেখাচ্ছে। ওইসব শর্তেই আপনি মেনে নিয়েছেন, তাদের এই অবাধ ইন্টারনেট বিচরণ।

তাই এমন ঝামেলা ঠেকাতে সর্বদা ইন্টারনেট বা ডাটা অপশন অন করে রাখবেন না। শুধুমাত্র যখন প্রয়োজন তখনই আপনার মোবাইলের ইন্টারনেট চালু করবেন। এতে করে আপনি দুটি বেনিফিট পাবেন। এক, আপনার মোবাইলের চার্জ বেশিক্ষণ থাকবে। দুই, মোবাইলের ইন্টারনেট খরচ হবে তুলনামূলক কম। এতো গেল বেসিক ভাবনা।

এবার আসি কিভাবে ব্রাউজ করার সময়েও আপনার ইন্টারনেটের ডাটা বাঁচাতে পারেন। স্মার্টফোনে ইন্টারনেট ব্রাউজ করার জন্যে এখন অনেক ধরনের ব্রাউজার পাওয়া যাচ্ছে। তবে সব ব্রাউজার ইউজার ফ্রেন্ডলি না। কিছু ব্রাউজার আছে অহেতুক আপনার প্রচুর ডাটা নষ্ট করে। তাই ডাটা বাঁচাতে স্বল্প ডাটা খরচ করে এমন ব্রাউজার সিলেক্ট করুন। আর এসব দিক দিয়ে দুটি ব্রাউজার খুব জনপ্রিয়। এক, অপেরা মিনি এবং দুই, ইউসি ব্রাউজার।

এই ব্রাউজারগুলো পেজ খুব হালকা করে ডাউনলোড করে যাতে আপনার ডাটা কম খরচ হয়। এদের বিশেষত্বই এটা। এরা আপনার চাহিদার পেজ ঠিকই ডাউনলোড করবে, কিন্তু খুব কম ডাটা খরচ করে। তাছাড়া এ ব্রাউজার বাদে অন্য ব্রাউজার দিয়ে ব্রাউজ করলেও ডাটা বাঁচানো যেতে পারে। ওইসব ব্রাউজারের সেটিংসে গিয়ে আপনি পেজের রেজুলেশন সেট করতে পারেন। হাই বা উন্নত মাত্রার পরিবর্তে মিডিয়াম বা লো কোয়ালিটি সিলেক্ট করলেও ডাটা বাঁচানো যায়।

যদি দেখেন, আপনার ডাটা শেষ পর্যায়ে আবার একটি ওয়েবও ব্রাউজ করা দরকার। তখন চাইলে সেটিংসে গিয়ে সিলেক্ট করতে পারেন ‘অনলি টেক্সট’ অপশনটি। এতে করে আপনি যে ওয়েবে যেতে চাচ্ছেন, তার কোনো ছবি আপনাকে দেখাবে না। কিন্তু ওই ওয়েবের বাকি সব তথ্য আপনি দেখতে পারবেন।

এভাবে একটু খেয়াল করে চললে খুব সহজেই আপনার ইন্টারনেট ডাটা বাঁচানো সম্ভব। তাছাড়া ইন্টারনেট ডট ওআরজি দিয়ে ফেসবুক সহ আরো কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ফ্রি ব্রাউজ করা যায়। আবার ফেসবুক লাইট দিয়ে ব্রাউজ করলেও ডাটা সেভ করা সম্ভব। কিছু কিছু মোবাইল পাওয়ার সেভ অপশনের মতো করে ডাটা সেভ অপশনও চালু করেছে। এসব অপশন দিয়েও ডাটা বাঁচানো সম্ভব।



রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment