Bionic Hand in Indonesia
পুরনো যন্ত্রাংশ দিয়ে বায়োনিক হাত তৈরি! (ভিডিও)
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:28 Feb 2016 01:06:53 PM Sunday || Updated:28 Feb 2016 01:11:21 PM Sunday

কিন্তু এখন আপনাদের জানাবো প্রত্যন্ত গ্রামের খুব সাধারণ এক ব্যক্তির রোবটিক্স কর্মের কথা, যা কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্পের দৃশ্য নয় কিংবা বিজ্ঞানীদের সৃষ্টিও নয়।
ইন্দোনেশিয়ার দ্বীপ বালির একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলের ৩১ বছর বয়সী ব্যক্তি ওয়েন সুমারটানা, যার বাম হাত পক্ষাঘাতগ্রস্ত, তিনি নিজেই নিজের জন্য তৈরি করেছেন বায়োনিক বাহু। আর এক্ষেত্রে সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি হল, এই বায়োনিক বাহু তিনি তৈরি করেছেন নিজের বুদ্ধি খাটিয়ে বিভিন্ন পুরনো ও পরিত্যক্ত যন্ত্রাংশ দিয়ে!
ওয়েন সুমারটানা পেশায় কারখানার ঝালাইশ্রমিক, ৬ মাস আগে একটি দুর্ঘটনায় তার বাম হাত পক্ষাঘাতগ্রস্ত হয়। অনেক ডাক্তার দেখানোর পরও, এ ব্যাপারে চিকিৎসা সম্ভব হয়নি। তার চাকরি চলে যায়, পরিবার নিয়ে আর্থিক সমস্যায় পড়েন কিন্তু শারীরিক ও মানসিক এই বিধ্বস্ত অবস্থা তিনি পিছু না হটে, বায়োনিক বাহু তৈরিতে লেগে পড়েন।
এবং ওয়েন সুমারটানা যেভাবে তা করলেন, তা সত্যিই বিস্ময়কর। তার কখনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়নি, সেই তিনি নিজের বায়োনিক বাহু তৈরি করলেন বিভিন্ন পুরনো ও পরিত্যক্ত যন্ত্রাংশ দিয়ে। একটি লিথিয়াম ব্যাটারি, গিয়ার হুইল, ডায়নামো ক্যাবলসহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশ দিয়ে নির্মাণ করেছেন।
নিচের ভিডিওটি দেখুন:
http://www.risingbd.com/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%A4%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/149367
রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment